মক্কা শহর আঁধার যুগে

ফররুখ আহমদ ।।

নদী নাই, নালা নাই, না মেলে নহর
আরব মুলুকে ভাই মক্কা শহর;
চার দিকে ধূধূ বালু, নাই গাছপালা,
পানি পানি করে শুধু বেড়ে যায় জ্বালা;
খা-খা করে রোদ্দুর সারা দিনমান,
আগুনের তাপ লেগে যায় যেন জান;
সবুজের ছোপ নাই কোনখানে, আর
মাঝে মাঝে দেখা যায় মস্ত পাহাড়!

পাহাড়ের চেয়ে আরো কঠোর, কঠিন
লোকগুলো সে দেশের দয়া মায়াহীন;
মিলমিশ নাই মনে, নাই কওয়া-বলা
ছোট ছোট বাচ্চাকে মারে টিপে গলা;
পাথরের মত মন যেন দেও দানা
মারামারি করে খুঁজে হাজার বাহানা!

শুরু হলে একবার থামে না লড়াই,
মিছে কথা বলে, করে মিথ্যে বড়াই;
অকারণে পথে ঘাটে করে সোরসার,
ঠাঁই নাই কোনখানে লাজ লজ্জার,

কানে তালি লাগে গালি-গালাজের চোটে,
ভালো কথা, ভালো কাজ, জানে না তো মোটে;
চলেনা তো ঠিক পথে, করে রাহা ভুল,
পূজা করে গড়ে তারা মাটির পুতুল;
পুতুলের কাছে তারা সব কিছু চায়,
ভুল করে নিজেরাই মরে নিরুপায়!

জাহেলির যুগ সেটা, যুগ আঁধারের,
লক্ষ ভুলের আর লক্ষ পাপের;
নাই হক-ইনসাফ, আচার-বিচার,
মেলেনা তো সত্যের কোন সমাচার;
শান্তি ও ভালোবাসা কোনখানে নাই,
জ্বলে পুড়ে দুনিয়াটা হয় বুঝি ছাই।

এই ভাবে কেটে যায় কত মুদ্দৎ
তারপর আল্লাহ্‌র হয় রহমত,
মানুষেরে দিতে ঠিক পথের খবর
পাঠান ধরায় শেষ পয়গম্বর ।।

 21,575 total views,  42 views today


মন্তব্য (০ টি)

মন্তব্য করুন