সকল শ্রদ্ধার শীর্ষে

আবদুল মুকীত চৌধুরী ।।

সকল শ্রদ্ধার শীর্ষে যে নামের প্রদীপ্ত মহিমা
বিনম্র আমার অশ্রু খুঁজে পায় যেখানে আশ্রয়
অবক্ষয় ছিন্ন করে ভেঙে ক্ষুদ্রতার পরিসীমা
আত্মার মিনার জুড়ে তোমার আযান ধ্বনিময়।

বসার যোগ্যতা নেই আমাদের তোমার মাহফিলে
তবু নিত্যদিন আসি, সলজ্জ আসন করে নেই
জানি এ খোশবু থেকে এক কণা এ উম্মতে দিলে
আমাদের লাঞ্ছনার অবসান সূচনা হবেই।

বিভ্রান্তির অতলান্তে নিমজ্জিত আমরা, রাসূল
কি মুখে দাঁড়াবো, এই শামিয়ানা করে পরিহাস!
ব্যর্থতার পক্ষে যদি কোনোদিন ফুটে নাম-ফুল
আলোর উদ্ভাসনে গতি পাবে নয়া ইতিহাস।

ভ্রষ্টতার জন্য আজ কণ্ঠে কণ্ঠে বাজে ইসতিগফার;
তোমার পবিত্র নামে আমাদের দরূদ সবার।


মন্তব্য (০ টি)

মন্তব্য করুন