কোয়ান্টাম মেথড : কী দিচ্ছে? কী নিচ্ছে?

মুহসিনুদ্দীন মাহমূদ ।।

যোগগুরু শহীদ আল বোখারী ওরফে শহীদুল আলম শিকদার মানুষকে সম্মোহিত এবং ধ্যানমগ্ন করে তাদের মধ্যে এক ধরণের সাময়িক উদ্দীপনা তৈরি করেন; যা তাদের জীবন-উন্নয়নে ভূমিকা রাখে বলে শোনা যায়।

সাথে তিনি মানুষকে তাদের মনের অসীম ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা দিয়ে তারা সব করতে সক্ষম হবে বলে নিশ্চয়তা ও প্রবোধ দিয়ে থাকেন; যার কোনো ভিত্তি নেই। মানুষ এতে খুব খুশি হয়ে যায়, যদিও তা পরে মিথ্যা প্রমাণিত হয়।

এই বাস্তব উদ্দীপনা এবং কাল্পনিক নিশ্চয়তা দিতে তিনি নিচ্ছেন : (১) মোটা অঙ্কের দর্শনী, (২) অনুসারীদের তার প্রতি উৎসর্জন, বন্দনা ও বন্দেগি, (৩) হরণ করছেন অনুসারীদের ঈমান। অনুসারীরা প্রত্যেকে এই গুরুকে এবং নিজের মনকে তাদের ইলাহ্‌ গণ্য করে এবং একমাত্র ও প্রকৃত ইলাহ্‌ আল্লাহ্‌র পরিবর্তে গুরুর এবং নিজের যিকিরে-ফিকিরে লিপ্ত হয়।

ফলাফল, দুনিয়ায় কিছু পাওয়া গেলেও অনন্ত জীবনে অপেক্ষমাণ থাকে কঠিন আযাব!

 15,989 total views,  19 views today


মন্তব্য (০ টি)

মন্তব্য করুন