মুহসিনুদ্দীন মাহমূদ ।।
খ্রিস্টান ধর্ম আল্লাহ্প্রদত্ত কোনো ধর্ম নয়। আল্লাহ্র রাসূল হযরত ঈসা (আ.) এই ধর্ম প্রচার করেননি। আল্লাহ্র কিতাব পবিত্র ইঞ্জিলে এই ধর্মের বর্ণনা করা হয়নি। আল্লাহ্প্রদত্ত, নবী ঈসার প্রচারিত এবং ইঞ্জিলবর্ণিত ধর্ম ইসলাম।
ঈসা এবং তাঁর সহচরদের ওপর অত্যাচারে লিপ্ত কাফির ইহুদিদেরই একজন, যার নাম এখন বলা হয় সেন্ট পল, কর্তৃক উদ্ভাবিত একটি শয়তানি ধর্ম এই খ্রিস্টান ধর্ম। যেখানে আল্লাহ্র সাথে বিদ্রোহ করে আল্লাহ্ কর্তৃক প্রেরিত নবী ঈসাকে উপাস্য এবং কাফির পলকে নবী ধরে নিয়ে নতুন একপ্রকার কুফরি চালু করা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
মন্তব্য (১ টি)
যদি খ্রীষ্টান ধর্ম শয়তানী ধর্ম হয় ,তাহলে ইসলাম ধর্ম ও শয়তানী ধর্ম ।যে নিজের ধর্মকে বিশ্বাস করে,সে কখনো অন্য ধর্মকে ঘৃনা করে না।যীশু খ্রীষ্টের যখন জন্ম হয়েছিলো এটা কোনো গল্প না,সত্যি ঘটনা।এটা গোটা বিশ্ব্য জানে।যদি জন্ম নাই হতো তাহলে যেকোনো সালের পরে খ্রীষ্টাব্দ না লিখে অন্য কিছু লিখতো।
মার্চ ২৬, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ন