গোডাউন পুড়ে ছাই হলেও অক্ষত পবিত্র কুরআনুল কারীম!

ময়মনসিংহের নান্দাইল পৌর সদরের চণ্ডীপাশা স’মিল এলাকায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির গোডাউনসহ ছয়টি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। তবে পবিত্র কুরআনুল কারীম রয়ে গেছে অক্ষত। পুড়েনি কুরআন শরীফের কোনো আরবি হরফ। সেই সঙ্গে অক্ষত রয়েছে দুটি জায়নামাজ।

২রা ডিসেম্বর ২০১৯ সোমবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়ে নান্দাইলের সর্বত্র। তা নিজ চোখে দেখার জন্য উপজেলাসহ বিভিন্ন এলাকার লোকজন এসে ভিড় জমান অগ্নিকাণ্ডের স্থানে।

সৌজন্যে : islamtime24.com, ৩ ডিসেম্বর, ২০১৯


মন্তব্য (০ টি)

মন্তব্য করুন