আরিফুর রহমান ।।
‘মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)’
‘মুহাম্মাদ কেবল একজন রাসূল। তার পূর্বে নিশ্চয় অনেক রাসূল বিগত হয়েছে।’
আল-কুরআন
সূরা আলে-ইমরান, আয়াত : ১৪৪
‘মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)’
‘যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাযিল করা হয়েছে তা অনুসরণ করে তারাই সফলকাম।’
আল-কুরআন
সূরা আল-আ’রাফ, আয়াত : ১৫৭
‘ফাবিমা রহমাতিম মিনাল্লহি লিনতা লাহুম’
‘আল্লাহর রহমতে তুমি (হে রাসূল) তাদের প্রতি কোমলহৃদয় হয়েছিলে।’
আল-কুরআন
সূরা আলে-ইমরান, আয়াত : ১৫৯
‘মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)’
‘মুহাম্মদ আল্লাহর রাসূল। তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর; পরস্পরের প্রতি সদয়।’
আল-কুরআন
সূরা আল-ফাতহ, আয়াত : ২৯
‘ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানূ আমিনূ বিল্লাহি ওয়া রাসূলিহী’
‘হে মুমিনগণ, তোমরা ঈমান আন আল্লাহর প্রতি, তাঁর রাসূলের প্রতি।’
আল-কুরআন
সূরা আন-নিসা, আয়াত : ১৩৬
‘কী আলোক জ্বেলে গেলে অন্ধকার হেরার গুহায়’
কবি আসাদ চৌধুরী
‘ওয়া ইন্নাকা লা’আলা খুলুক্বিন ‘আযীম’
‘আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত।’
আল-কুরআন
সূরা আল-ক্বলাম, আয়াত : ৪
‘লাক্বদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ’
‘অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’
আল-কুরআন
সূরা আল-আহযাব, আয়াত : ২১
‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’
‘আল্লাহ্ ছাড়া আর কোনো উপাস্য নেই। মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহ্র রাসূল।’
‘তোমার ঘাম থেকে ফুল পেয়েছে সৌরভ তার।’
না’তে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
হযরত আবদুল কাদির জিলানী (রাহিমাহুল্লাহ্)
‘ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরাওঁ ওয়া নাজীরা’
‘আমি তোমাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে।’
আল-কুরআন
সূরা ফাতির, আয়াত : ২৪
‘ত্বালা’আল বাদরু ‘আলাইনা’
‘পূর্ণিমার চাঁদ আমাদের উপর নেমে এসেছে।’
‘মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)’
‘মুহাম্মাদ … আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী।’
আল-কুরআন
সূরা আল-আহযাব, আয়াত : ৪০
‘সাল্লূ ‘আলাইহি ওয়া আলিহী’
‘জানাও তাঁর ও তাঁর বংশের ‘পরে দরূদ-সালাম।’
শেখ সা’দী (রাহিমাহুল্লাহ্)
35,139 total views, 17 views today
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
মন্তব্য (০ টি)