১০ আগস্ট, ২০২০

মানুষের সেবা

আবদুল কাদির ।। হাশরের দিন বলিবেন খোদা- হে আদম সন্তানতুমি মোরে সেবা কর নাই যবে ছিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে - তুমি প্রভু করতার,আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার? বলিবেন খোদা- দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে,তারি শুশ্রূষা করিলে তুমি যে সেথায় পাইতে মোরে। খোদা বলিবেন- হে আদম সন্তান,আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি কর নাই দান। মানুষ বলিবে- তুমি জগতের প্রভু,আমরা কেমনে খাওয়াব তোমারে, সে কাজ কি হয় কভু? বলিবেন খোদা-

১০ আগস্ট, ২০২০

রাহা দূর বেলা কম

মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ ।। ভাব মন দমে দম, রাহা দূর বেলা কমভুখ বেশী অতি কম খানা।ছামনে দেখিতে পাই পানি তোর তরে নাইকিন্তু রে পিয়াসা ষোল আনা ! দেখিয়া পরের বাড়ী জামা জোড়া ঘোড়া গাড়িঘড়ি ঘড়ি কত সাধ মনে,ভুলেছ কালের তালি,

৯ আগস্ট, ২০২০

সত্যধর্ম অন্বেষণ

মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ ।। কর কর সবে সত্যধর্ম অন্বেষণঅসার অলীক ধর্ম দাও দাও বিসর্জন যে ধর্মে আশ্রয় নিলে,মোক্ষ হবে পরকালে, সে ধর্ম লভিতে ভাই হও সবে সযতনতাহলে অন্তিমে 'পরমপদ' হইবে দরশন।

৮ আগস্ট, ২০২০

ভক্তিভাজন

রবীন্দ্রনাথ ঠাকুর ।। রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম,ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে ‘আমি দেব’, রথ ভাবে ‘আমি’,মূর্তি ভাবে ‘আমি দেব’—হাসে অন্তর্যামী।

৮ আগস্ট, ২০২০

প্রার্থনা

গোলাম মোস্তফা ।। অনন্ত অসীম প্রেমময় তুমিবিচার দিনের স্বামী।যত গুণগান হে চির মহানতোমারি অন্তর্যামী। দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়াতোমারি চরণে পড়ি লুটাইয়াতোমারি সকাশে যাচি হে শকতিতোমারি করুণাকামী। সরল সঠিক পুণ্য পন্থামোদের দাও গো বলি,চালাও সে-পথে যে-পথে তোমারপ্রিয়জন গেছে চলি। যে-পথে তোমার চির-অভিশাপযে-পথে