১১ আগস্ট, ২০২০
যে আল্লাহ্র কথা শোনে
কাজী নজরুল ইসলাম ।। যে আল্লাহ্র কথা শোনেতাঁরই কথা শোনে লোকে।আল্লাহ্র নূর যে দেখেছেপথ পায় লোক তার আলোকে।। যে আপনার হাত দেয় আল্লাহ্য়জুল্ফিকারের তেজ সে পায়,যার চোখে আছে খোদার জ্যোতিরাত্রি পোহায় তাঁরই চোখে।। ভোগের তৃষ্ণা মিটেছে যারখোদার প্রেমের শিরনি পেয়ে,যায় বাদ্শা-নবাব গোলাম হ'য়েসেই ফকিরের কাছে যেয়ে। আসে সে-ই কওমের ইমাম সেজেকওমকে পেয়েছে যে,তাঁরই কাছে খোদার দেওয়াশান্তি আছে দুখে-শোকে।।