১৩ মার্চ, ২০২০

হিন্দু সমাজে বৈধব্য : বঞ্চনার করুণ গল্প

মুজাহিদুল ইসলাম, ভারত ।। রাধা এখন ২৮ বছরের নারী। স্বামীর মৃত্যুর সময় ছিলেন অষ্টাদশী তরুণী। অকাল বৈধব্যের ধকলের মধ্যেই ধর্ষিত হন স্বামীপরিবারের একাধিক সদস্যের দ্বারা। অশ্রুসজল চোখে তুলে ধরেন জীবনের নির্যাতন-নিপীড়নের করুণ কাহিনি। তবে সামাজিক দুর্নাম ও স্বামীপরিবারের হুমকির মুখে চুপ থাকাকেই ভালো মনে করেন বিধবা রাধা। সুপ্রা দেশাই পরপারের আশায় থাকা ৬৭ বয়সী বিধবা। স্বামীর মৃত্যুর পর সন্তানরা সকলে মুখ ফিরিয়ে নিয়েছে। নিজ বাড়ি রেখে এখন চলে গেছেন বহুদূরে।

 269,501 total views,  10 views today