২৩ অক্টোবর, ২০২০

সকল শ্রদ্ধার শীর্ষে

আবদুল মুকীত চৌধুরী ।। সকল শ্রদ্ধার শীর্ষে যে নামের প্রদীপ্ত মহিমাবিনম্র আমার অশ্রু খুঁজে পায় যেখানে আশ্রয়অবক্ষয় ছিন্ন করে ভেঙে ক্ষুদ্রতার পরিসীমাআত্মার মিনার জুড়ে তোমার আযান ধ্বনিময়। বসার যোগ্যতা নেই আমাদের তোমার মাহফিলেতবু নিত্যদিন আসি, সলজ্জ আসন করে নেইজানি এ খোশবু থেকে এক কণা এ উম্মতে দিলেআমাদের লাঞ্ছনার অবসান সূচনা হবেই। বিভ্রান্তির অতলান্তে নিমজ্জিত আমরা, রাসূলকি মুখে দাঁড়াবো, এই শামিয়ানা করে পরিহাস!ব্যর্থতার পক্ষে যদি কোনোদিন ফুটে নাম-ফুলআলোর উদ্ভাসনে গতি পাবে

 192,979 total views,  185 views today