৪ আগস্ট, ২০২০
আমার ইসলাম বরণের অভিযাত্রা : ২
মাওলানা আবু সাঈদ আবদুল্লাহ ।। আমি ছিলাম শ্রী সুবাস চন্দ্র বিশ্বাস, হিন্দু সনাতন ধর্মাবলম্বী। বাবা শ্রী প্রসন্ন চন্দ্র বিশ্বাস। মা শ্রীমতী সবিতা রাণী। ছোট ভাই শ্রী কৃষ্ণ বিশ্বাস। বোন শ্রীমতি কল্পনা রাণী। দিনাজপুর আমাদের বাড়ি। আল্লাহ্র দরবারে শোকর আদায়ের ভাষা নেই। শুধু মুখে আলহামদুলিল্লাহ্ বলতে পারি। আল্লাহ্ অন্তর্যামী, আমি কুফর ও শির্ক থেকে মুক্তি পেয়েছি। চিনতে পেরেছি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, ইবাদাতের উপযুক্ত একমাত্র সত্তা মহান আল্লাহ্ তা'আলাকে। পরিচয় পেয়েছি আমার