৯ ফেব্রুয়ারী, ২০২০

ইসলাম এবং কাদিয়ানিয়াত – দুটি আলাদা ধর্ম

মাওলানা মুহাম্মাদ ইদরীস কান্ধলাভী ।। কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে অনেকেই এ ভুল ধারণার শিকার যে, ‘তারাও ইসলামেরই (?) একটি দল। শুধু শাখাগত কিছু ছোট-খাটো মাসআলায় তাদের সঙ্গে সামান্য বিরোধ আছে। যেরূপ আরো বিভিন্ন ইসলামী ফেরকা ও মুসলমানদের জামাতের ভেতর দেখা যায়।’ এজন্যেই এ মনোভাব পোষণকারীরা কাদিয়ানিদেরকে ‘মুরতাদ, ইসলাম থেকে খারিজ এবং কাফের’ বিশ্বাস করা ও বলা থেকে এড়িয়ে চলেন। অথচ কাদিয়ানিদেরকে ইসলামের মধ্যকার কোনো ফেরকা বা জামাত মনে করা মারাত্মক ভুল।

 252,295 total views,  78 views today