২৩ আগস্ট, ২০২০
হিন্দু জনসমাজে বর্ণাশ্রম ব্যবস্থা
এবনে গোলাম সামাদ ।। হিন্দু জনসমাজ বর্ণাশ্রম ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত। ‘বর্ণ’ কথাটার অর্থ হলো ‘রং’। হিন্দুধর্মে বলা হয়, মানুষ হলো চার রঙের। এরা হলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণদের গায়ের রং হলো ফর্সা, ক্ষত্রিয়দের গায়ের রং হলো রক্তাভ, বৈশ্যদের গায়ের রং হলো হরিদ্রাভ আর শূদ্ররা হলো কৃষ্ণকায়। এ কথা বলা হয়েছে মহাভারতের শান্তিপর্বে। ব্রাহ্মণদের কাজ হলো পূজা-অর্চনা ও জ্ঞান চর্চা করা। ক্ষত্রিয়দের কাজ হলো যুদ্ধ করে ক্ষেত্র রক্ষা করা।