২৭ আগস্ট, ২০২০

মোনাজাত

কাজী নজরুল ইসলাম ।। শুরু করিলাম লয়ে নাম আল্লারকরুণা ও দয়া যাঁর অশেষ অপার। সকলি বিশ্বের স্বামী আল্লার মহিমাকরুণা কৃপার যাঁর নাই নাই সীমা। বিচার দিনের খোদা! কেবল তোমারিআরাধনা করি আর শক্তি ভিক্ষা করি। সরল সহজ পথে মোদেরে চালাওযাদেরে বিলাও দয়া সে পথ দেখাও। যারা অভিশপ্ত পথভ্রষ্ট এ জগতেচালায়ো না খোদা যেন তাহাদের পথে। (সূরা ফাতিহা অনুসরণে রচিত)

 254,189 total views,  77 views today

২২ আগস্ট, ২০২০

জাতের বজ্জাতি

কাজী নজরুল ইসলাম ।। জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি – ভাব্‌লি এতেই জাতির জান,তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে একশ’-খান।এখন দেখিস ভারত-জোড়াপ’চে আছিস বাসি মড়া,মানুষ

 254,190 total views,  78 views today

১৩ আগস্ট, ২০২০

খেয়া-পারের তরণী

কাজী নজরুল ইসলাম ।। যাত্রীরা রাত্তিরে হতে এল খেয়া পার,বজ্রেরি তূর্যে এ গর্জেছে কে আবার?প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে!ঝন্‌ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে! নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ!মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ!নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে,ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।

 254,191 total views,  79 views today

১১ আগস্ট, ২০২০

যে আল্লাহ্‌র কথা শোনে

কাজী নজরুল ইসলাম ।। যে আল্লাহ্‌র কথা শোনেতাঁরই কথা শোনে লোকে।আল্লাহ্‌র নূর যে দেখেছেপথ পায় লোক তার আলোকে।। যে আপনার হাত দেয় আল্লাহ্‌য়জুল্‌ফিকারের তেজ সে পায়,যার চোখে আছে খোদার জ্যোতিরাত্রি পোহায় তাঁরই চোখে।। ভোগের তৃষ্ণা মিটেছে যারখোদার প্রেমের শিরনি পেয়ে,যায়

 254,192 total views,  80 views today