২৪ অক্টোবর, ২০২০
তিনি হযরত মুহাম্মাদ
তাঁর ওপর আল্লাহর ঝরুক সালাম কামাল আতাউর রহমান ।। আমি তাঁকে দেখেছি হেরা গিরি গুহায়আমি তাঁকে দেখেছি রাত্রির বুক চিরেকারো কণ্ঠস্বর শুনতে তিনি দারুণ আগ্রহীআমি তাঁকে দেখেছি সওর পর্বতের গুহায়আমি তাঁকে দেখেছি লোহিত সাগরের তীর ঘেঁষেমদিনার দিকে যেতে - সে এক দুঃসহ যাত্রা। তাঁর বিশ্বাস ছিল দৃঢ়শত অত্যাচার আর প্রলোভন তাঁকে কখনোই করেনি সংকল্প বিচ্যুততিনি ছিলেন জ্ঞানী, প্রজ্ঞাবান এবং করুণাময়ের রহমতে ভরপুর।সত্য তাঁর অস্ত্র, বিনয় তাঁর ভূষণ, করুণায় বিগলিত অন্তরসর্বক্ষণ