১ ডিসেম্বর, ২০২০

মূর্তি, চিত্র এবং প্রতীক পূজার বিরুদ্ধে খ্রিস্টধর্ম

মুহসিনুদ্দীন মাহমূদ ।। মহামহিম আল্লাহ্ যুগে যুগে দেশে দেশে মানবমণ্ডলীর জন্য তাঁর পথনির্দেশিকা প্রেরণ করেছেন; নবী-রাসূলগণের মাধ্যমে, কিতাব সহকারে। বনী ইসরাঈল জাতির কাছে পাঠিয়েছেন তাঁর দুইজন রাসূল; হযরত মূসাকে (তাঁর ওপর আল্লাহর ঝরুক সালাম) পাঠিয়েছেন ‘তওরাত’ সহ, হযরত ঈসাকে (তাঁর ওপর আল্লাহর ঝরুক সালাম) পাঠিয়েছেন ‘ইঞ্জিল’ সহ। বনী ইসরাঈল হযরত মূসার ইন্তেকালের পর আল্লাহর দীনের মধ্যে বিকৃতি ঘটিয়ে ‘ইহুদী ধর্মের’ গোড়াপত্তন করে। এরপর আসেন হযরত ঈসা। তাঁকে আল্লাহ্ তা‘আলা জীবিত

 159,185 total views,  840 views today