১৩ আগস্ট, ২০২০

খেয়া-পারের তরণী

কাজী নজরুল ইসলাম ।। যাত্রীরা রাত্তিরে হতে এল খেয়া পার,বজ্রেরি তূর্যে এ গর্জেছে কে আবার?প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে!ঝন্‌ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে! নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ!মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ!নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে,ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। তমসাবৃতা ঘোরা ‘কিয়ামত’ রাত্রি,খেয়া-পারে আশা নাই ডুবিল রে যাত্রী!দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী,শিঙ্গার হুঙ্কারে থরথর যামিনী! লঙ্ঘি এ সিন্ধুরে প্রলয়ের নৃত্যেওগো কার তরী ধায় নির্ভীক চিত্তে–অবহেলি জলধির ভৈরব গর্জনপ্রলয়ের

 241,028 total views,  356 views today