১৯ মার্চ, ২০২০

বিজ্ঞান গবেষণা কেন : ইসলামের নির্দেশ ‘দু‘আ ও দাওয়াই’

আরজু আহমেদ ।। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলছেন, ‘আল্লাহ পৃথিবীতে এমন কোনও রোগ দেননি- যার প্রতিষেধক তিনি রাখেননি। (বুখারী) এর মানে হচ্ছে, সমস্ত রোগেরই প্রতিষেধক আছে। আমরা হয়তো তা জানি না। ফলত তা খুঁজে নেওয়া আমাদের কর্তব্য। সেটা আল্লাহর রহমেরই খোঁজ করা। সুতরাং এটাও ইবাদাত। এই হাদীসের মধ্যে দিয়ে প্রকারান্তরে সেটাই বলা হচ্ছে। মানুষের কর্তব্য সেই প্রতিষেধকের অনুসন্ধান করা। আবিষ্কারে উৎসাহ দানই এর উদ্দেশ্য। সপ্তম শতাব্দীতে পৃথিবীতে ইসলামের উত্থান

 256,507 total views,  204 views today