৮ নভেম্বর, ২০২০

বিশ্বের দরবারে রাসূল মুহাম্মাদ

।। তাঁর ওপর আল্লাহর ঝরুক সালাম ।। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ।। শেষ নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পূর্বে যত নবী বা ধর্মপ্রবর্তক এসেছেন, তাঁরা তাঁদের স্বজাতির জন্য আবির্ভূত হয়েছিলেন। এমনকি মহাত্মা যীশু খ্রিস্ট পর্যন্ত বলেছেন, "I am not sent, but unto the lost sheep of the house of Israel." (Mathew, 15 : 24) অর্থাৎ - “আমি ইসরাইল বংশের হারানো মেষদের জন্য প্রেরিত হয়েছি, ইহা ভিন্ন নহে।” কিন্তু হযরত মুহাম্মাদ (তাঁর

 248,390 total views,  80 views today