৪ আগস্ট, ২০২০
মাত্র তেত্রিশ কোটি দেবতা যাদের!
সাইয়েদ আবুল হাসান আলী নাদভী ।। হিন্দুদের ধর্মগ্রন্থ বেদে দেবতাদের সংখ্যা ছিল মাত্র তেত্রিশ, খ্রিস্টীয় ষষ্ঠ শতকে যার অকল্পনীয় সংখ্যাস্ফিতি পৌঁছে গেল তেত্রিশ কোটিতে। কল্পনা করুন, তেত্রিশ থেকে তেত্রিশ কোটি! যেকোন সুন্দর, আকর্ষণীয়, অভিনব ও বিদ্ঘুটে বস্তু এবং জীবনের প্রয়োজনীয় যেকোন উপকরণ উপাস্য দেবতার মর্যাদা লাভ করেছে। এভাবে মূর্তি ও প্রতিমা এবং দেবী ও দেবতার সংখ্যা সকল সীমা ছাড়িয়ে গেছে। তাদের উপাস্যের তালিকায় যেমন আছে বিভিন্ন উদ্ভিদ ও বৃক্ষলতা, তেমনি