২০ জানুয়ারী, ২০২০
খ্রিস্টীয় ত্রিত্ববাদ
মুহসিনুদ্দীন মাহমূদ ।। খ্রিস্টধর্মের আরেকটি প্রচারণা হলো, মানবজাতির উপাস্য বিশ্বপ্রভু তিনটি রূপ ধারণ করেছেন। এক. তিনি 'ঈশ্বর (God)' নামে পিতাপ্রভু। দুই. তিনি 'যিশু (Jesus)' নামে পুত্রপ্রভু। তিন. তিনি 'পবিত্র আত্মা (Holy Ghost)' নামে ধর্মীয় দীক্ষাদাতা প্রভু। কিন্তু একমাত্র মহান স্রষ্টা, সর্বশক্তিমান আল্লাহ্ তা'আলাকে কেন এভাবে তিনভাগে, তিন রূপে বিভক্ত হতে হবে? কেন তাঁকে জন্মদাতা-জন্মগ্রহীতা-মৃত্যুবরণকারী হতে হবে? মহান আল্লাহ্কে এমন করে দেখার ধর্মবিশ্বাস নবী ঈসা (আলাইহিস সালাম) কখনো প্রচার করেননি। এটা