১৮ জানুয়ারী, ২০২০
কোয়ান্টাম মেথড : বন্দনা ও বন্দেগি রীতি
‘কোয়ান্টাম মেথড’ একটি মনোপূজার নতুন ধর্মীয় ধারণা দেয়ার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এই মনোপূজার বন্দনা ও বন্দেগি রীতি হলো ধ্যান, যোগ সাধনা বা মেডিটেশন। যার মাধ্যমে পূজারী নিজেরই বন্দনা ও বন্দেগিতে লিপ্ত হন। সেইসাথে কোয়ান্টাম মেথডে এর প্রতিষ্ঠাতা শহীদুল আলম দুলুরও বন্দেগি চালু আছে।