১৯ জানুয়ারী, ২০২০
নেদারল্যান্ডসে আজানের সুমধুর সুর শুনতে অমুসলিমদের ভিড়
অনেক আগেই বাঙ্গালী এক কবি বলে গেছেন, মর্মে মর্মে সেই সুর বাজিল কী সমধুর। হ্যাঁ, আজানের সমধুর ধ্বনি শোনার জন্যে অমুসলিমরাও এবার ভিড় জমাচ্ছেন নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডমের নিউ ওয়েস্ট জেলায় অবস্থিত ব্লু-মস্ক বা নীল মসজিদে। জানা যায়, গত ৮ নভেম্বর থেকে এই মসজিদে উচ্চস্বরে আজান দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরিচালনা কমিটি। কিন্তু মুসলিম-বিদ্বেষীরা এটা জানতে পেরে মাইকে আজান বন্ধ করতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাই আগের মতোই আরও কয়েক দিন