২১ জানুয়ারী, ২০২০

খ্রিস্টীয় প্রায়শ্চিত্তবাদ

মুহসিনুদ্দীন মাহমূদ ।। আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে তাঁর রাসূল হযরত ঈসা (আ.) যে বিশুদ্ধ আকীদা-বিশ্বাস প্রচার করে বিদায় নিয়েছেন, তাকে জলাঞ্জলি দেয়ার মতলবে অসাধু পল আগেই আদি পাপের বানোয়াট বিশ্বাস (Doctrine of Original Sin) এবং ত্রিত্ববাদের মিথ্যা তত্ত্ব (Doctrine of Trinity) ঠিক করেছেন। এরপর তিনি তৃতীয় একটি মনগড়া মতবাদ 'প্রায়শ্চিত্তবাদ' (Doctrine of Atonement)' প্রচার করেন। এই মতবাদে তিনি বলেন যে, আদি পিতামাতা আদম-হাওয়া (আলাইহিমুস সালাম) নিষিদ্ধ গাছের ফল খেয়ে তাঁদের

 248,374 total views,  64 views today