১০ আগস্ট, ২০২০

মানুষের সেবা

আবদুল কাদির ।। হাশরের দিন বলিবেন খোদা- হে আদম সন্তানতুমি মোরে সেবা কর নাই যবে ছিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে - তুমি প্রভু করতার,আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার? বলিবেন খোদা- দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে,তারি শুশ্রূষা করিলে তুমি যে সেথায় পাইতে মোরে। খোদা বলিবেন- হে আদম সন্তান,আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি কর নাই দান। মানুষ বলিবে- তুমি জগতের প্রভু,আমরা কেমনে খাওয়াব তোমারে, সে কাজ কি হয় কভু? বলিবেন খোদা-

 248,392 total views,  82 views today