১০ আগস্ট, ২০২০

দাওয়াতের দু’টি পদ্ধতি

মুফতি মুহাম্মাদ রফী উসমানী ।। আল্লাহ্‌র দিকে দাওয়াতের দু'টি পদ্ধতি রয়েছে : এক. কথার মাধ্যমে দুই. কাজের মাধ্যমে প্রথম পদ্ধতিটি দুই প্রকারের। এক. বয়ান-বক্তৃতা। দুই. লেখা। একটির সম্পর্ক যবানের সঙ্গে, আরেকটির সম্পর্ক কলমের সঙ্গে। সুতরাং দাওয়াতের কাজ যে প্রকারেই করা হোক না কেন, দা'ঈর ভাষা সাহিত্যের মানে উত্তীর্ণ হওয়া জরুরি। প্রথমে তার মাতৃভাষা ও তার সমাজের পরিভাষা সম্পর্কে তাকে প্রাজ্ঞ হতে হবে; চাই তার মাতৃভাষা যাই হোক না কেন। কারণ,

 252,327 total views,  27 views today