৪ আগস্ট, ২০২০

বিশ্বখ্যাত ভারোত্তোলক রেবেকা কোহা’র ইসলাম বরণ

বিশ্বখ্যাত ভারোত্তোলক রেবেকা কোহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লাটভিয়ার অধিবাসী এ নারী ইসলামের অনুসারী হিসেবে হিজাব পরিধানও শুরু করেছেন। ২৬ জুলাই ২০২০ রবিবার রাতে ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে ইসলাম গ্রহণের বিষয়টি সবার সামনে তুলে ধরেন তিনি। তিনি লিখেন, আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। কারণ আজ আমি ইসলামকে বরণ করেছি। তিনি আরও লিখেন, আজ দুপুর তিনটা ৪৮ মিনিটে আমি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করি।

 159,234 total views,  889 views today