২৭ আগস্ট, ২০২০
তরুণ মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
মুহম্মদ নূরুল হুদা ।। কুসংস্কার আর কুসংস্কার।আরবের সর্বত্র তখন শুধু কুসংস্কারের রাজত্ব।পবিত্র কাবাগৃহে শোভা পাচ্ছে ৩৬০টি মূর্তি।মানুষ আল্লাহর কথা ভুলে মূর্তিপূজায় লিপ্ত। সামান্য কারণেই দাউ দাউ জ্বলে উঠছে যুদ্ধের বিভীষিকা।মানুষের হৃদয় থেকে যেন লোপ পেয়ে গেছে দয়ামায়া।মানুষের মধ্যকার মানবিক বন্ধন যেন ছিন্ন হয়ে গেছে। সে-সময়ে আরবে নানা ধরনের মেলা বসতো। এতে জড়ো হতো বিভিন্ন গোত্রের লোকজন। তারা কবিতার সুরে সুরে নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রতিদ্বন্দ্বী গোত্রের কুৎসা রটনা করতো। ‘ওকাজ’ মেলা