১৭ জানুয়ারী, ২০২০
শোবিজ জগত ছেড়ে দীনের পথে পাকিস্তানের হামযাহ আলী আব্বাসী
ওলিউর রহমান ।। পাকিস্তানের পরিচিত অভিনেতা হামযাহ আলী আব্বাসী শোবিজের অন্ধকার জগত ত্যাগ করে দীনের পথে চলার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ২৩ মিনিটের এক ভিডিও বার্তায় হামাযাহ তার এ সিদ্ধান্তের কথা জানান। এবং এটিকে তার জীবনের সেরা সিদ্ধান্ত বলেও আখ্যায়িত করেন।২৩ মিনিটের ভিডিও বার্তায় হামাযাহ আব্বাসী বলেন, ফিল্মের অন্ধকার জগত থেকে আমি বেরিয়ে আসব। আমি দীন শিখব। তালিবে ইলমদের কাছ থেকে শিখব। সাধারণ দীনদার লোকদের থেকে শিখব। এখন থেকে আমি