ইসলাম আমার ভালো লাগে!

রিতু কুন্ডু, প্রত্যাবর্তিত মুসলিম ।।

এক আল্লাহয় বিশ্বাসী হতে ভালো লাগে,
আল্লাহর রহমত পেতে ভালো লাগে,
যেকোন অবস্থায়, যেকোন প্রয়োজন যাকে বলা যায়,
সকল ভুলের মাফ পাওয়া যায়,
সংখ্যার একাধিক্যে সংশয়বাদ নয়,
প্রশান্ত একত্ববাদ তাই ভালো লাগে।

পাঁচ ওয়াক্ত নামায, সকাল থেকে সন্ধ্যারাত অব্দি
সুনিপুণ গোছানো নিয়মানুবর্তিতায় ভালো লাগে।
অলস আমার হালকা ব্যায়াম, সাথে
মেডিটেশনের আনন্দও ভালো লাগে।
রোযা রেখে কষ্টের মাঝে স্বস্তি লাগে,
যাকাতের হকদারকে তার প্রাপ্য দিতে ভালো লাগে,
কিছু পুরস্কার আল্লাহর কাছ থেকে নেয়ার আশা,
আর আল্লাহর নৈকট্য আমার খুউব ভালো লাগে।

মক্কা মদিনার পথে পথে
যেখানে প্রিয় রাসূলের পদচারণা ছিল,
সেখানে হেঁটে যেতে ভালো লাগে,
ঘুরে ঘুরে ইসলামের বিজয় নিশানের চিহ্ন, আর
স্মৃতিময় আরাফার ময়দান দেখতে আমার ভালো লাগে।
আল্লাহর ঘরের তাওয়াফ আমার ভালো লাগে,
ইসমাইলের জন্য হাজারের কষ্টের পর্বত-
সাফা মারওয়া দৌড়ে বেড়াতে
আমার তাই খুব ভালো লাগে।

আল্লাহর জন্য উৎসর্গ করা
কোরবানি আজ ভালো লাগে,
গরিবের কাছে পৌঁছে দেয়া
মাংসের ব্যাগটাও আজ ভালোই লাগে।
আত্মীয়তার মাঝে বেঁচে থাকতে ভালো লাগে,
এ পৃথিবীর মায়াভরা দিন খুব, খুব ভালো লাগে।

কবরের অন্ধকার জীবন ভালো লাগে,
জান্নাত আর জাহান্নামের ফয়সালা, সাথে
মৃত্যুর পরের জীবনও ভালো লাগে।

পৃথিবী শেষ হলেও শেষ হবো না আমি!
এটা ভাবতেই খুব ভালো লাগে।

দুনিয়ার বুকে জীবনের সবকিছুর বিনিময়ে,
ইসলাম তাই আমার এত ভালো লাগে!

২০.০৭.২০

রিতু কুন্ডু: সহকারী অধ্যাপিকা, লোকপ্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 4,736 total views,  26 views today


মন্তব্য (২ টি)

  • נערות ליווי בקיסריה বলেছেন, জবাব

    I was pretty pleased to discover this web site. I want to to thank you for your time for this fantastic read!! I definitely really liked every bit of it and I have you book marked to see new things on your web site.

    এপ্রিল ২০, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন
  • https://iloveroom.co.il/room/דירות-דיסקרטיות-בקריות/ বলেছেন, জবাব

    Good post. I learn something new and challenging on blogs I stumbleupon on a daily basis. Its always exciting to read content from other authors and use a little something from other web sites.

    মে ৮, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না