মাওলানা মুহাম্মাদ ইদরীস কান্ধলাভী ।।
কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে অনেকেই এ ভুল ধারণার শিকার যে, ‘তারাও ইসলামেরই (?) একটি দল। শুধু শাখাগত কিছু ছোট-খাটো মাসআলায় তাদের সঙ্গে সামান্য বিরোধ আছে। যেরূপ আরো বিভিন্ন ইসলামী ফেরকা ও মুসলমানদের জামাতের ভেতর দেখা যায়।’ এজন্যেই এ মনোভাব পোষণকারীরা কাদিয়ানিদেরকে ‘মুরতাদ, ইসলাম থেকে খারিজ এবং কাফের’ বিশ্বাস করা ও বলা থেকে এড়িয়ে চলেন।
অথচ কাদিয়ানিদেরকে ইসলামের মধ্যকার কোনো ফেরকা বা জামাত মনে করা মারাত্মক ভুল। এ ভুল ধারণার জন্য দায়ী হচ্ছে ইসলাম ও তার বুনিয়াদি শিক্ষা সম্পর্কে অজ্ঞতা ও জানাশোনার অভাব। আর এটা সত্যি আফসোসের বিষয় যে, অনেক মুসলমানেরই ইসলামের মৌলিক বিধি-বিধান সম্পর্কে সঠিক অর্থে কোনো ধারণাই নেই।
কাদিয়ানি আর মুসলমানদের মধ্যে এধরনেরই মৌলিক ও বিশ্বাসগত বিরোধ বিদ্যমান। এ কারণেই কাদিয়ানি ফেরকা মুরতাদ এবং ইসলাম থেকে খারিজ। এ মতপার্থক্যের কিছুটা বিশ্লেষণ বক্ষ্যমাণ প্রবন্ধে করা হচ্ছে, যেন মুসলমানগণ বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে সঠিক বিষয়টি জানতে পারেন।
এটি একটি স্বীকৃত বাস্তবতা যে, প্রত্যেক ধর্মের নিজস্ব কিছু মূলনীতি ও বিশ্বাস রয়েছে, যা সেই ধর্মের পরিচয় ও বৈশিষ্ট্য। সেসব মৌলিক আদর্শের কারণে উক্ত ধর্ম অন্যান্য ধর্ম থেকে পৃথকভাবে পরিচিতি লাভ করে। তেমনি ইসলামেরও কিছু বুনিয়াদি বিধি-বিধান, নীতিমালা এবং বিশ্বাস রয়েছে। ‘জরুরিয়াতে দ্বীনে’র পর্যায়ের সেই নীতি ও বিশ্বাসের গণ্ডিতে থেকে কোনো মতপার্থক্য ঘটলে তা ব্যক্তির ইসলামের উপর প্রভাব ফেলে না। এমন মতভেদকারী ব্যক্তি ইসলামের গণ্ডিতেই থাকে এবং তাকে মুসলমানই বলে। কিন্তু যদি কারো সেই বুনিয়াদি আকীদা ও মূলনীতিগুলোর সঙ্গেই বিরোধ থাকে এবং উক্ত বিশ্বাস ও আদর্শকেই মানতে না চায়, তবে সে আর মুসলমান থাকে না। তাকে মুরতাদ ও ইসলাম ত্যাগকারী বলে।
এক. ইসলাম এবং মুসলমানদের সঙ্গে কাদিয়ানিদের মৌলিক ও বিশ্বাসগত মতবিরোধের দাবি কেবল আমরা মুসলমানরাই করি এমন নয়, স্বয়ং তাদেরই বক্তব্য হচ্ছে, মুসলমানদের সঙ্গে তাদের মতবিরোধ শাখাগত নয়, মৌলিক।
তাদের বই ‘মজমুআয়ে ফাতাওয়ায়ে আহমদিয়া’র এ উদ্ধৃতি লক্ষ্য করুন-
یہ بات تو بالکل غلط ہے کہ ہمارے اور غیر احمدیوں کے درمیان کوئی فروعی اختلاف ہے کسی مامور من اللہ کا انکار کفر ہو جاتا ہے، ہمارے مخالف حضرات مرزا صاحب کی ماموریت کے منکر ہیں، بتاؤ یہ فروعی اختلاف کیونکر ہوا؟ (نہج المصلی فتاوی احمدیہ ২৭৪/১)
অর্থ : এটা তো সম্পূর্ণ ভুল কথা যে, আমাদের আর অ-আহমদীদের (অর্থাৎ মুসলমানদের) মধ্যে কোনো শাখাগত মতভেদ আছে। (কেননা,) কোনো মামুর মিনাল্লাহ (তথা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট)-কে অস্বীকার করা কুফর হয়ে যায়। আমাদের বিরোধীগণ (মুসলমানগণ) মির্যা সাহেবের মামুরিয়্যত (অর্থাৎ আল্লাহ কর্তৃক আদিষ্ট হওয়াকে) অস্বীকার করেন। বলো, এটা শাখাগত মতপার্থক্য কী করে হয়? (নাহজুল মুসল্লা ফাতাওয়া আহমদিয়া ১/২৭৪)
এ প্রসঙ্গে কাদিয়ানির প্রথম খলীফা হাকীম নূরুদ্দীনের এক ঐতিহাসিক বক্তব্য লক্ষ্য করুন-
انکا ( مسلمانوں کا) اسلام اور ہمارا (قادیانوں کا) اسلام اور ہے۔ (اخبار الفضل قادیان جلد ২ ، نمبر ৮৫، ص৬، مورخہ ৩১ دسمبر ১৯১৪م)
অর্থ: তাদের (মুসলমানদের) ইসলাম এবং আমাদের (কাদিয়ানীদের) ইসলাম দুটো আলাদা। (পাঞ্জাবের কাদিয়ান থেকে প্রকাশিত দৈনিক আলফযল, খ- ২, সংখ্যা ৮৫, পৃ: ৬, তারিখ- ৩১/১২/১৯১৪ ঈসাব্দ।)
কাদিয়ানিদের দ্বিতীয় খলিফা মির্যাপুত্র বশিরুদ্দীন মাহমুদের এ বক্তব্যটি দেখুন-
حضرت مسیح موعود علیہ السلام کے منہ سے نکلے ہوئے الفاظ میرے کانوں میں گونج رہے ہیں، آپ نے فرمایا یہ غلط ہے کہ دوسرے لوگ سے ہمارا اختلاف صرف وفات مسیح یا اور جند مسائل میں ہے، آپ نے فرمایا: اللہ تعالی کی ذات رسول کریم صلی اللہ علیہ وسلم قرآن نماز روزہ حج زکوۃ غرض کہ آپ نے تفصیل سے بتایا کہ ایک ایک چیز میں ہمیں ان سے اختلاف ہے۔( خطبہ جمعہ میاں محمود احمد صاحب خلیفہ قادیان ، مندرجہ اخبار ‘الفضل، قادیان ৩০ جولائی ১৯৩১م ص: ৭، کالم: ১)
অর্থ : হযরত মাসীহে মাওউদ আ.-এর মুখ থেকে শোনা শব্দগুলো এখনো আমার কানে ধ্বনিত হচ্ছে। তিনি বলেছেন, এটা ভুল কথা যে, অন্যদের (মুসলমানদের) সঙ্গে আমাদের বিরোধ শুধু ঈসা আ.-এর মৃত্যু বা আরো কিছু শাখাগত মাসআলায়। হযরত বলেছেন, আল্লাহর তাআলার সত্তা, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন, নামায, রোযা, হজ, যাকাত তিনি বিস্তারিত বলেছেন, মোটকথা প্রত্যেকটি বিষয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। (মির্যা মাহমুদের জুমার খুতবা, সূত্র: কাদিয়ান থেকে প্রকাশিত ‘দৈনিক আলফযল’ ৩০ জুলাই ১৯৩১ ঈ. পৃষ্ঠা ৭, কলাম ১)
যাইহোক, আমাদের মুসলমানদের নিকটও ইসলাম ও মুসলমানদের সঙ্গে কাদিয়ানিদের মতভেদ মৌলিক, শাখাগত নয়। আর খোদ কাদিয়ানিদের বক্তব্যও এটি যে, তাদের ও আমাদের মধ্যে পার্থক্য মৌলিক, শাখাগত নয়। অতএব, পরিষ্কার হয়ে গেল যে, ইসলাম ও কাদিয়ানিয়াত দুটি আলাদা ধর্ম।
দুই. সমস্ত মুসলমানের বুনিয়াদি ও সর্বসম্মত আকীদা হল, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যার পর কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী প্রেরিত হবে না। কুরআনে কারীমের আয়াত-
مَا كَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَ لٰكِنْ رَّسُوْلَ اللهِ وَ خَاتَمَ النَّبِیّٖنَ.
মুহাম্মাদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের মধ্যে সর্বশেষ। -সূরা আহযাব (৩৩) : ৪০
এছাড়া অসংখ্য হাদীসের আলোকে সাহাবায়ে কেরাম রা., তাবেঈন এবং সমগ্র মুসলিম জাতির এটিই আকীদা। এ বিষয়ে সকলে একমত যে, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষনবী। নবুওতের ধারাবাহিকতা তাঁর মাধ্যমে সমাপ্ত হয়ে গেছে। এখন কোনো নতুন নবী আসবেন না।
এটা ইসলামের এমন বুনিয়াদি ও মৌলিক বিশ্বাস, যার ব্যাপারে কোনও ইসলামী দল বা জামাতের দ্বিমত নেই। (পক্ষান্তরে হযরত ঈসা আ.-এর বিষয়টি ভিন্ন। তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী। তাঁর যুগেই তাঁকে আকাশে তুলে নেয়া হয়। কিয়ামতের পূর্বে যখন তিনি তাশরীফ আনবেন, আমাদের নবীর দ্বীন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তাশরীফ আনবেন। নতুন কোনো নবুওত নিয়ে আসবেন না। এজন্যে তাঁর আগমনে আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো প্রভাব পড়ে না।)
সকল মুসলমানের বিপরীতে কাদিয়ানিদের আকীদা হল, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুওতের ধারাবাহিকতা শেষ হয়ে যায়নি।
এজন্য আখেরী নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের তের শ বছর পর এসে মির্যা কাদিয়ানি বিংশ শতাব্দীর মানুষদের লক্ষ্য করে বলছেন-
میں کوئی نیا نبی نہیں مجھ سے پہلے سیکڑوں نبی آچکے ہیں۔ (الحکم ১০ اپریل ص: ২، کالم: ২، ১৯০৮)
অর্থ : আমি কোনো নতুন নবী নই। আমার পূর্বে শত শত নবী আগমন করেছেন। (কাদিয়ানিদের সাবেক পত্রিকা ‘দৈনিক আলহাকাম’, ১০ এপ্রিল ১৯০৮ঈ., পৃ: ২, কলাম: ২.)
গোলাম আহমদ কাদিয়ানির আরো কিছু বক্তব্য-
پس تم بغیر نبیوں اور رسولوں کےذریعہ کے
وہ نعمتیں کیوں کر پا سکتے ہو، لہاذا ضروری ہوا کہ تمہیں یقین اور محبت کے مرتبہ تک پہونچانے کے لئے خدا کے انبیاء وقتا فوقتا آتے رہیں، جن سے تم وہ نعمتیں پاؤ۔ (لیکچر سیالکوٹ ، روحانی خزائن ২২৭/২০)
অর্থ : সুতরাং তোমরা নবী এবং রাসূলদের মধ্যস্থতা ব্যতীত সেসব নিয়ামত কীভাবে পেতে পারো! অতএব এটা অপরিহার্য যে, তোমাদেরকে ইয়াকীন ও মুহাব্বতের স্তর পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর নবীগণ সময়ে সময়ে আসতে থাকবেন। যাদের মাধ্যমে তোমরা সেই নিআমতরাজি লাভ করবে। (লেকচার শিয়ালকোট, রূহানী খাযায়েন ২০/২২৭.)
میں اس خدا کی قسم کھا کر کہتا ہوں جس کے ہاتھ میں میری جان ہے اسی نے مجھے بھیجا ہے اور اسی نے میرا نام نبی رکھا ہے۔ (تتمۂ حقیقۃ الوحی ، روحانی خزائن ৫০৩/২২)
অর্থ : আমি ঐ খোদার শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, তিনিই আমাকে প্রেরণ করেছেন এবং তিনিই আমার নাম ‘নবী’ রেখেছেন। (হাকীকতুল ওহীর পরিশিষ্ট, খাযায়েন ২২/৫০৩)
سچا خدا وہی ہے جس نے قادیان میں اپنا رسول بھیجا۔ (دافع البلاء، روحانی خزائن ২৩১/১৮)
অর্থ : প্রকৃত সত্য খোদা তিনিই, যিনি কাদিয়ানে তাঁর রসূল পাঠিয়েছেন। (দাফেউল বালা, রূহানী খাযায়েন ১৮/২৩১; বাংলা ‘দাফেউল বালা’ পৃ: ১২, ঢাকা বকশী বাজারস্থ আহমদিয়া মুসলিম (?) জামাত কর্তৃক জুলাই ২০১০ ঈসাব্দে প্রকশিত।)
ہمارا دعوی ہے کہ ہم رسول اور نبی ہیں۔ (الحکم ৫ مارچ ১৯০৮)
অর্থ : আমার দাবি হল, আমি রাসূল এবং নবী। (দৈনিক আলহাকাম, ৫ মার্চ ১৯০৮ঈ.; মির্যা কাদিয়ানীর ‘মালফুযাত’ ১০/১২৭, পুরাতন সংস্করণ)
এভাবে গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুওতের সিলসিলা জারি সম্পর্কে নিজের ভিন্ন মনগড়া আকীদা তৈরি করে নবুয়তের মিথ্যা দাবি করে। আর তার অনুসারীরা তাকে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নিজেদের নবী হিসেবে গ্রহণ করে নেয় এবং খতমে নবুওত সংক্রান্ত কুরআনের স্পষ্ট আয়াতের অর্থে অপব্যাখ্যা করে। তারা আমাদের এ সর্বসম্মত আকীদার অপব্যাখ্যা এভাবে করে থাকে-
اللہ جلّ شانہ آنحضرت صلی اللہ علیہ وسلم کو صاحب خاتم بنایا، یعنی آپ کو افاضہ کمال کے لئے مہر دی، جو کسی اور نبی کو ہر گز نہیں دی گئی اسی وجہ سے آپ کا نام خاتم النبیین ٹھرا۔ (حاشیۂ حقیقۃ الوحی، روحانی خزائن: ১০০/২২)
অর্থ : মহা প্রতাপশালী আল্লাহ আঁ হযরত সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে খাতামের অধিকারী বানাইয়াছেন। অর্থাৎ তাঁহাকে পরিপূর্ণ আশিসের জন্য মোহর দেওয়া হয় যাহা আর কোন নবীকে কখনো দেওয়া হয় নাই। এই কারণেই তাঁহার নাম খাতামুন্নাবীয়্যীন সাব্যস্ত করা হইয়াছে। (অর্থাৎ তাঁহার পরিপূর্ণ অনুবর্তিতা নবুওয়ত দান করে এবং তাঁহার আধ্যাত্মিক মনোনিবেশ নবী সৃষ্টিকারী হয়।) (হাশিয়ায়ে হাকীকাতুল ওহী, রূহানী খাযায়েন ২২/১০০; বাংলা ‘হাকীকাতুল ওহী’র টীকা, পৃ: ৭৫. বইটি ঢাকা বকশী বাজারস্থ মজলিসে আনসারুল্লাহ বাংলাদেশ কর্তৃক ১৯৯৯ঈসাব্দে প্রকাশিত।)
এরূপ আরো বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে মির্যা ও তার অনুসারীরা এটা বলে যে, আলোচ্য আয়াতে ‘খাতাম’ শব্দের অর্থ ‘শেষ’ নয়; বরং এমন সীলমোহর (!) বিশেষ যা ব্যবহার করে করে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে নবী বানাতে থাকেন।
অথচ একমাত্র কাদিয়ানিরা ছাড়া গোটা মুসলিম উম্মত এ বিষয়ে ঐক্যবদ্ধ যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আখেরি নবী। সহীহ হাদীসের ভাণ্ডারে এর পরিষ্কার উল্লেখ বিদ্যমান।
একথা স্বতঃসিদ্ধ, সর্বপ্রথম এ বিষয়ে উম্মতে মুসলিমার ইজমা হয়েছে যে, যে ব্যক্তি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুওতের দাবি করবে, সে মিথ্যাবাদী। তাকে মুরতাদ হিসেবে হত্যা করা মুসলিম শাসকের দায়িত্ব। এজন্য স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন আসওয়াদ আনাসী নামের লোক নবুওতের দাবি করে, তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে তাকে হত্যা করতে আদেশ দেন। সে মোতাবেক লোকটির শিরশ্ছেদ করা হয়।
সিদ্দীকে আকবার রা. খালেদ বিন ওয়ালিদ রা.-এর নেতৃত্বে ঐ সময়ের নবুওতের মিথ্যা দাবিদার মুসায়লামা কাযযাব ও তার বাহিনীর বিরুদ্ধে জিহাদের জন্য সেনাবাহিনী প্রেরণ করেন। এ জিহাদে এ ভণ্ড দাবিদার ও তার অনুসারী বিশাল জনগোষ্ঠী নিহত হয়। একইভাবে তুলায়হা আসাদী নবুওতের দাবি করলে সিদ্দীকে আকবার রা. তাকেও হত্যার নির্দেশ দেন। সেও নিহত হয়। এভাবে হারেস নামে এক ব্যক্তি যখন নবী দাবি করে, তখন খলীফা আবদুল মালিক সাহাবা ও তাবেঈন রা.-এর সর্বসম্মত ফতোয়ার ভিত্তিতে তাকে হত্যা করে শূলিতে চড়িয়ে দেন। খলীফা হারুনুর রশীদের যুগেও এক ব্যক্তির নবুওতের দাবির কারণে আদালতের রায় অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এসবের অর্থ একটাই, ইসলাম ও মুসলমানদের নিকট হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তাঁর পরে কোনো ধরনের কোনো নতুন নবী আসবে না। যে তাঁর পরে নবী দাবি করবে সে মুরতাদ। আর যে তাকে নবী মানবে সেও মুরতাদ। আর জানা থাকা উচিত, ইসলামে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। যা প্রয়োগ করা মুসলিম শাসকের দায়িত্ব। এমনকি স্বয়ং কাদিয়ানি ধর্মেও তাদের নবী বরং খলীফাকে অমান্যকারীর শাস্তিও এমন। যেমন তাদের প্রথম খলীফা হাকীম নূরুদ্দীনের বক্তব্য-
مجھے خدا نے خلیفہ بنادیا ہے اور اب نہ تمہارے کہنے سے معزول ہو سکتا ہوں نہ کسی میں طاقت ہے کہ وہ معزول کرے، اگر تم زیادہ زور دوگے تو یاد رکھو میرے پاس ایسے خالد بن ولید ہیں جو تمہیں مرتدوں کی طرح سزا دیں گے۔ ( تشحیذ الاذھان جلد ৯ شمارہ: ১১ صفحہ :১৪)
অর্থ : আমাকে আল্লাহ খলীফা বানিয়ে দিয়েছেন। এখন না তোমাদের কথায় আমার হটা সম্ভব; না আমাকে সরিয়ে দেবার ক্ষমতা কারো আছে। যদি তোমরা বেশি বাড়াবাড়ি কর, তাহলে মনে রেখো, আমার কাছে এমন খালেদ বিন ওয়ালিদ আছে, যে তোমাদেরকে মুরতাদদের মতো শায়েস্তা করবে।
(তাশহীযুল আযহান, খণ্ড ৯, সংখ্যা : ১১, পৃ : ১৪, নভেম্বর ১৯১৪)
তিন. সমস্ত মুসলমান এ বিষয়ে ঐক্যবদ্ধ যে, পরকালীন নাজাতের জন্য হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওতের ওপর ঈমান এবং তাঁর অনুসরণই যথেষ্ট। কিন্তু কাদিয়ানিদের নিকট এটুকু যথেষ্ট নয়। বরং যতক্ষণ না কোনো ব্যক্তি মির্যা গোলাম আহমদের নবুওতের ওপর ঈমান আনবে, সে চিরস্থায়ী কাফের এবং জাহান্নামী হবে। তার সঙ্গে বিবাহ বন্ধন জায়েয নেই। তার জানাযার নামায পড়াও বৈধ নয়। কাদিয়ানির বক্তব্য লক্ষ্য করুন-
اور جو میرے مخالف تھے انکا نام عیسایئ اور یہودی اور مشرک رکھا گیا (نزول المسیح، روحانی خزائن: ৩৮২/১৮)
অর্থ : আর যারা আমার বিরোধী ছিল, তাদের নাম খ্রিস্টান, ইহুদী এবং মুশরিক রাখা হয়েছে। (নুযূলুল মাসীহ, রূহানী খাযায়েন ১৮/৩৮২.)
মির্যা কাদিয়ানি বলেছেন-
ہر ایک شخص جسکو میری دعوت پہونچی ہے اور اس نے مجھے قبول نہیں کیا وہ مسلمان نہیں ہے۔ (حقیقتہ الوحی ، روحانی خزائن ১৬৭/২২؛ تذکرۃ : ৫১৯ چہارم ایڈیشن২০০৪م)
অর্থ : যাহাদের নিকট আমার দাওয়াত পৌঁছা সত্ত্বেও আমাকে গ্রহণ করে নাই, তাহারা মুসলমান নহে। (হাকীকাতুল ওহী ২২/১৬৭; বাংলা ‘হাকীকাতুল ওহী’, পৃ : ১৩০; তাযকিরা পৃ : ৫১৯. ৪র্থ সংস্করণ, ২০০৪ ঈ.)
তিনি আরো বলেছেন-
دشمن ہمارے بیابانوں کے خنزیر ہو گئے اور انکی عورتیں کتیوں سے بڑھ گئی ہیں۔ (نجم الہدی، روحانی خزائن ৫৩/১৪)
অর্থ : শত্রুরা আমাদের জঙ্গলের শূকরে পরিণত হয়েছে। আর তাদের স্ত্রীরা কুকুরনীর চেয়েও নিকৃষ্ট। (নাজমুল হুদা, রূহানী খাযায়েন ১৪/৫৩)
কাদিয়ানিদের দ্বিতীয় খলিফা মির্যাপুত্র বশীরুদ্দীন মাহমুদের বক্তব্য দেখুন-
کل مسلمان جو حضرت مسیح موعود کی بیعت میں شامل نہیں ہوئے خواہ انہوں نے حضرت مسیح موعود کا نام بھی نہیں سنا وہ کافر اور اسلام سے خارج ہیں۔ (آئینہ صداقت در انوار العلوم ১১০/৬)
অর্থ : সকল মুসলমান, যারা হযরত মাসীহে মাওউদ (মির্যা গোলাম আহমদ)-এর বাইআতে শামিল হয়নি, চাই তারা হযরত মাসীহে মাওউদের নামও না শুনে থাকুক, সবাই কাফের এবং ইসলাম থেকে খারিজ। (আয়নায়ে সাদাকাত, আনওয়ারুল উলূম ৬/১১০)
এসব কথার অর্থ হল, সারা পৃথিবীর কোটি কোটি মুসলমান, যারা মির্যা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে না, তারা সবাই কাদিয়ানিদের নিকট কাফের, মুশরিক এবং জাহান্নামী। মুসলমান (!) একমাত্র তারাই! (নাউযুবিল্লাহ)
চার. মুসলমান কুরআনে কারীমকে আল্লাহ তাআলার আখেরি কিতাব বিশ্বাস করে। তাদের ঈমান হল, এরপর আর কোনো বাণী বা কিতাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নাযিল করবেন না। কিন্তু কাদিয়ানিদের নিকট মির্যার তথাকথিত ওহী-ইলহামও কুরআনের সমতুল্য। সেসবের প্রতি ঈমান আনা তাদের মতে এতটাই জরুরি, যতটা কুরআনের ওপর ঈমান রাখা জরুরি। আর মির্যার মনগড়া ইলহামী বাণীগুলোর তিলাওয়াতও নাকি কুরআন তিলাওয়াতের মতো ইবাদত। মির্যা সাহেবের ওহীও ঠিক তেমন মু‘জেযা যেমন কুরআনে কারীম মু‘জেযা।
মির্যা কাদিয়ানির বক্তব্য লক্ষ্য করুন-
اور خدا کا کلام اس قدر مجھ پر نازل ہوا ہے کہ اگر وہ تمام لکھا جائےۓ تو بیس جزو سے کم نہیں ہوگا۔ (حقیقۃ الوحی، روحانی خزائن ৪০৭/২২)
অর্থ : খোদার কালাম এত বিপুল পরিমাণে আমার উপর অবতীর্ণ হইয়াছে যে, যদি ঐগুলির সব কয়টি লেখা হয় তবে ২০ (বিশ) খণ্ডের চাইতে কম গ্রন্থ হইবে না। (হাকীকাতুল ওহী, রূহানী খাযায়েন ২২/৪০৭; কাদিয়ানিদের অনূদিত বাংলা ‘হাকীকাতুল ওহী’, পৃ : ৩৩১)
মির্যাপুত্র বশীরুদ্দীন মাহমুদ ২৪শে মার্চ ১৯২৮ঈসাব্দে ঈদুল ফিতরের খোতবায় একথা বলেছিলেন-
جو سرور ویقین قرآن شریف سے پیدا ہوتا ہے وہ کسی اور (کتاب ) سے نہیں ہوتا اسی طرح وہ سرور و لذت جو حضرت مسیح موعود علیہ السلام کے الہاموں کی پڑھنے سے حاصل ہوتی ہے اور کسی کتاب کو پڑھنے سے نہیں ہو سکتی۔ حضرت مسیح موعود علیہ السلام اپنی وحی اپنی جماعت کو سنانے پر مامور ہیں، جماعت احمدیہ کو اس وحی پر ایمان لانا اور اس پر عمل کرنا فرض ہے۔ (الفضل ৩/اپریل ১৯২৮م ص: ৬ کالم: ৩)
অর্থ : যে আনন্দ এবং ইয়াকীন কুরআন শরীফ থেকে অর্জিত হয়, তা অন্য কোনো কিতাব থেকে হয় না। এমনিভাবে যে আনন্দ এবং স্বাদ হযরত মাসীহে মাওউদ আ.-এর ইলহামসমূহ পড়লে হাসিল হয়, তা অন্য কোনো কিতাব পড়ার দ্বারা হতে পারে না। হযরত মাসীহে মাওউদ আ. নিজ ওহী নিজ জামাতকে শোনাতে আদিষ্ট। আহমদিয়া জামাতের উপর এ ওহীর প্রতি ঈমান আনা এবং সে মোতাবেক আমল করা ফরয। (দৈনিক আলফযল, ৩রা এপ্রিল ১৯২৮ঈ. পৃ : ৬, কলাম : ৩)
পাঁচ. ইসলামী আকীদা মতে জিহাদ একটি ফরয ইবাদত। এর বিধান ততদিন বাকি থাকবে, যতদিন ইসলাম আছে। কুরআন ও হাদীসের অসংখ্য জায়গায় এ বিধানের উল্লেখ আছে। এর প্রতি উৎসাহ প্রদান এবং এর শর্ত-শরায়েত ও নিয়মকানুন বিদ্যমান আছে। কিন্তু মির্যা সাহেবের দাবি হল, আমার আগমনের দ্বারা জিহাদের হুকুম রহিত হয়ে গেছে। বিশেষত ইংরেজদের সঙ্গে জিহাদ করা অকাট্য হারাম। দেখুন তার বক্তব্য-
سو اب میرے ظہور کے بعد تلوار کا کوئی جہاد نہیں ہے ہماری طرف سے امن اور صلح کاری کا سفید جھنڈا بلند کیا گیا۔(مجموعۂ اشتہارات ২৯৫/৩)
অর্থ : সুতরাং এখন আমার আবির্ভাবের পর তরবারির কোনো জিহাদ নেই। আমাদের পক্ষ থেকে নিরাপত্তা ও সন্ধির সাদা পতাকা উত্তোলন করা হল। (মজমুআয়ে ইশতিহারাত ৩/২৯৫)
মির্যা কাদিয়ানী আরো বলেছেন-
اب چھوڑ دو جہاد کا اے دوستو خیال/ دین کے لئے حرام ہے اب جنگ و قتال،
دشمن ہے وہ خدا کا جو کرتا ہے جہاد/ منکر نبی کا ہے جو یہ رکھتا ہے اعتقاد۔
(ضمیمۂ تحفۂ گولڑویہ، روحانی خزائن ৭৭-৭৮/১৭)
অর্থ : এখন বন্ধুরা বাদ দাও জিহাদের চিন্তা। দ্বীনের জন্য এখন যুদ্ধ-জিহাদ করা হারাম।
খোদার দুশমন সে, যে জিহাদ করে। নবীকে অস্বীকার করে সে, যে এ বিশ্বাস (অর্থাৎ জিহাদ বাকি থাকার বিশ্বাস) রাখে। (‘তোহফায়ে গোলড়বিয়া’র পরিশিষ্ট, রূহানী খাযায়েন ১৭/৭৭-৭৮)
এ সম্পর্কে তার আরো কয়েকটি বক্তব্য পড়ুন-
مسیح موعود کے وقت قطعا جہاد کا حکم موقوف کر دیا گیا۔ ( اربعین، خزائن ৪৪৩/১৭)
অর্থ : মাসীহে মাওউদ (মির্যা গোলাম আহমদ)-এর আমলে জিহাদের বিধান সম্পূর্ণ মওকুফ করে দেয়া হয়েছে। (আরবাঈন, রূহানী খাযায়েন ১৭/৪৪৩)
آج سے دین کے لئے لڑنا حرام کیا گیا (خطبہ الہامیہ، روحانی خزائن ১৭/১৬)
অর্থ : আজ থেকে দ্বীনের জন্য যুদ্ধ হারাম করা হলো। (খোতবায়ে ইলহামিয়া, রূহানী খাযায়েন ১৬/১৭)
یہ بات تو بہت اچھی ہے کہ گورنمنٹ برطانیہ کی مدد کی جائےۓ اور جہاد کے خراب مسئلہ کے خیال کو دلوں سے مٹا دیا جائے۔ (اعجاز احمدی ، روحانی خزائن ১৯/ ১৪৪)
অর্থ : এ তো খুবই ভালো কথা যে, বৃটিশ সরকারের সহযোগিতা করা হবে এবং জিহাদ করার মন্দ চিন্তা মানুষের মন থেকে দূর করা হবে। (ই‘জাযে আহমদী, রূহানী খাযায়েন ১৯/১৪৪.)
ছয়. ইসলাম ও মুসলমানদের আকীদা হল, আম্বিয়ায়ে কেরাম আ. সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর চেয়েও মর্যাদাবান। কোনো ব্যক্তি যতই নেককার এবং মুত্তাকী হয়ে যাক, নবীর সমতুল্য সে হতে পারবে না। পক্ষান্তরে কাদিয়ানি সম্প্রদায় এবং মির্যা গোলাম আহমদের আকীদা হল, মির্যা নিজে সকল নবী বরং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও শ্রেষ্ঠ। দেখুন নিজের ব্যাপারে তিনি কী বলেছেন-
ابن مریم کے ذکر کو چھوڑو/ اس سے بہتر غلام احمد ہے۔ (دافع البلاء، روحانی خزائن ২৪০/১৮)
অর্থ : মরিয়ম পুত্র (ঈসা আ.)-এর আলোচনা বাদ দাও। তাঁর চেয়ে উত্তম গোলাম আহমদ। (দাফেউল বালা, রূহানী খাযায়েন ১৮/২৪০)
একবার কাদিয়ানির জনৈক মুরিদ কাযী যহুরুদ্দীন আকমাল মির্যা কাদিয়ানী সম্পর্কে একটি প্রশংসামূলক কবিতা রচনা করে। মির্যার সামনে যখন সেই কবিতা আবৃত্তি করা হয়, তখন তিনি খুশি হয়ে এর রচয়িতাকে ‘জাযাকাল্লাহ’ (আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন) বলেছিলেন। দেখুন সেই ধৃষ্টতাপূর্ণ কবিতা-
محمد پھر اتر آئےۓ ہیں ہم میں/ اور آگے سے بڑھ کر ہیں اپنی شان میں،
محمد دیکھنے ہوں جس نے اکمل / غلام احمد کو دیکھے قادیان میں۔ ( اخبار بدرقادیان، ২৫ اکتوبر ১৯০৬)
অর্থ : মুহাম্মাদ আবার নেমে এসেছেন আমাদের মাঝে/ এবং পূর্বের চেয়ে অধিক শান-সম্মানের সঙ্গে।
যে ব্যক্তি পূর্ণতম মুহাম্মাদকে দেখতে চাও/ গোলাম আহমদকে এসে দেখো কাদিয়ানে। (আখবারে বদর কাদিয়ান, ২৫ অক্টোবর ১৯০৬ঈ.)
অর্থাৎ গোলাম আহমদ হচ্ছে নাউযুবিল্লাহ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জন্মরূপ। আর এ দ্বিতীয় জন্মে নাকি প্রথমবারের চেয়ে অধিকতর কামেল যোগ্যতাসহ তার আবির্ভাব ঘটেছে। (কবিতাটি শুনে মির্যার জাযাকাল্লাহ বলার সংবাদ ২২ আগস্ট ১৯৪৪ ঈসাব্দে কাদিয়ানি পত্রিকা ‘আলফযলে’ ৪র্থ পৃষ্ঠার প্রথম কলামে ছেপেছিল।)
সাত. হযরত ঈসা আ. আল্লাহ তাআলার অতি মর্যাদাসম্পন্ন নবী। কুরআনে কারীম তাঁর প্রশংসা ও সচ্চরিত্রের ঘোষণা দিয়েছে। তাঁর মাকে সিদ্দীকা ও সতী-সাধ্বী আখ্যা দিয়েছে। তাঁর ব্যাপারে সমস্ত মুসলমানের আকীদা এটাই। কিন্তু মির্যা গোলাম আহমদ তাঁর সম্পর্কে যেই নাপাক আকীদা পোষণ করে এবং তাঁর শানে যে জঘন্য বেয়াদবি করে, তা উল্লেখ করা তো দূরের কথা, ভাবলেও গা শিউরে উঠে। কিন্তু কাদিয়ানিদের আকীদা বোঝার জন্য এরও দুয়েকটি উদাহরণ দেখে নিন। মির্যা কাদিয়ানি বলেছেন-
مجھے قسم ہے اس ذات کی جس کے ہاتھ میں میری جان ہے کہ اگر مسیح ابن مریم مرے زمانے میں ہوتا تو وہ کام جو میں کر سکتا ہوں وہ ہرگز نہ کر سکتا اور وہ نشان جو مجھ سےظاہر ہو رہے ہیں وہ ہرگز دکھلا نہ سکتا۔ (حقیقۃ الوحی، روحانی خزائن ১৫৩/২২)
অর্থ : আমি কসম করছি সেই সত্তার, যার হাতে আমার প্রাণ, যদি মাসীহ ইবনে মারইয়াম আমার যুগে থাকত, তাহলে যেসব কাজ আমি করতে পারছি, কখনোই সে করতে পারত না। আর যেসব নিদর্শন আমার থেকে প্রকাশ পাচ্ছে, সে কখনোই তা দেখাতে পারত না। (হাকীকতুল ওহী, রূহানী খাযায়েন ২২/১৫৩)
এক জায়গায় তিনি বলেছেন-
تین دادیاں اورنانیاں آپ کی زناکار اور کسبی عورتیں تھیں جن کے خون سے آپ کا وجود ظہور پذیر ہوا۔ (ضمیمۂ انجام آتھم، روحانی خزائن ২৯১/১১)
অর্থ : হযরত মাসীহের তিন জন দাদী ও নানী ব্যভিচারিণী-দেহপসারিণী ছিলেন, যাদের রক্তে তার জন্ম। (আনজামে আথম-এর পরিশিষ্ট, রূহানী খাযায়েন ১১/২৯১)
তার আরেক বেআদবিমূলক বক্তব্য হলো-
یہ بھی یاد رہے کہ آپ کو کسی قدر جھوٹ بولنے کی بھی عادت تھی۔ (ضمیمۂ انجام آتھم ، روحانی خزائن ২৮৯/১১)
অর্থ : এটাও স্মর্তব্য যে, তিনি (হযরত মাসীহ) কিছুটা মিথ্যা বলতেও অভ্যস্ত ছিলেন। (আনজামে আথম-এর পরিশিষ্ট, রূহানী খাযায়েন ১১/২৮৯)
আট. এছাড়া মির্যা সাহেব কুরআনে কারীমের অজস্র আয়াত, যা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নাযিল হয়েছে, যেমন-
اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِیْنًا. اِنَّاۤ اَعْطَیْنٰكَ الْكَوْثَرَ. قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللهَ فَاتَّبِعُوْنِیْ .
ইত্যাদি অসংখ্য আয়াতের উদ্দেশ্য নিজেকে সাব্যস্ত করেছেন। (দেখুন, হাকীকতুল ওহী, রূহানী খাযায়েন ২২/৯৭; তাযকিরাহ ৫১৪, ৬৩১ ও ১৪৬ নং পৃষ্ঠা।) অথচ এসকল আয়াতের উদ্দিষ্ট ব্যক্তি মুসলিম উম্মাহর সর্বসম্মতিক্রমে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এমনিভাবে কাদিয়ানীদের নিকট-
* কাদিয়ানের ভূমি মক্কা-মদীনার মতো পবিত্র। (আনওয়ারুল উলূম ৬/৩৮)
* কাদিয়ান এলাকায় মির্যা কাদিয়ানীর নির্মিত মসজিদই কুরআনে বর্ণিত মসজিদে আকসা। (খোতবায়ে ইলহামিয়া, রূহানী খাযায়েন ১৬/২১,২৫)
* কাদিয়ানের জলসা হজের সমান। (খোতবাতে মাহমুদ ৪/২৫৪-২৫৬)
* মির্যাকে যারা দেখেছে তারা সাহাবায়ে কেরামের মতো। (খোতবায়ে ইলহামিয়া, রূহানী খাযায়েন ১৬/২৫৮-২৫৯)
* মির্যার পরিবার নবী পরিবার। তার স্ত্রী উম্মুল মুমিনীন (মুমিনদের মা)। (সীরাতুল মাহদী ২/১১৭)
* কাদিয়ানের কবরস্থান সারা ভারতের সকল কবরস্থান থেকে শ্রেষ্ঠ। (তাযকিরাহ- পৃ : ৬০০, ৪র্থ সংস্করণ।)
অথচ মুসলিম মাত্রই জানে- এসব বিশ্বাস ইসলাম ও মুসলমানের আকীদা-বিশ্বাসের সম্পূর্ণ বিরোধী।
যাইহোক, এ ছিল কিছু উদাহরণ, যা দ্বারা একথা আমরা মুসলমানদের সামনে প্রমাণ করতে চাই যে, মির্যা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্মের লোক এবং তারা একটি স্বতন্ত্র ধর্মের প্রবক্তা। তাই কোনোভাবেই তারা মুসলিম হতে পারে না। তারা নিজেদেরকে মুসলমান বলার অর্থ প্রকৃত মুসলমানদের সঙ্গে প্রতারণা করা।
কাদিয়ানিদের উচিত, স্পষ্টভাবে একথা স্বীকার করে নেয়া যে, তারা মুসলিম নয়। তাদের কিতাবও আলাদা, নবীও আলাদা, ধর্মও আলাদা। আর নিজেদের মিথ্যা নবী, মিথ্যা কিতাব এবং মিথ্যা ধর্মকে ইসলাম বা প্রকৃত ইসলাম দাবি করা থেকে বিরত থাকা।
মুসলমানদেরও কর্তব্য, কাদিয়ানিদের মিথ্যাচার, প্রোপাগান্ডা এবং বাতিল অপব্যাখ্যায় প্রতারিত না হওয়া। তাদেরকে কাফের মনে করা এবং আপন সত্য দ্বীনের উপর দৃঢ়ভাবে অবিচল থাকা। কেননা, তারা মুসলমান নয়। ইসলাম ও তার মূল আকীদার সঙ্গে তাদের ন্যূনতম সম্পর্ক নেই।
আল্লাহ তাআলা সকল মুসলমানের ঈমান-আকীদার হেফাযত করুন এবং সব ধরনের প্রতারণা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন- আমীন।
ভাষান্তর : মুহাম্মাদ সাইফুল ইসলাম
সৌজন্যে : মাসিক আলকাউসার (ALKAWSAR.COM), মার্চ ২০১৯
ছবি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাকিস্তানি কাদিয়ানিদের ‘মুসলিম পরিচয় দিতে না পারার’ নালিশ
4,423 total views, 3 views today
মন্তব্য (৭৪ টি)
If some one needs expert view about blogging after that i propose him/her to go to see this website, Keep up the nice job.
জুন ২২, ২০২৩, ৭:৪৬ অপরাহ্নOh my goodness! Incredible article dude! Thank you, However I am experiencing difficulties with your RSS. I don’t know why I can’t subscribe to it. Is there anyone else getting identical RSS problems? Anyone who knows the solution will you kindly respond? Thanx!!
জুন ২৬, ২০২৩, ৯:০০ অপরাহ্নсправки москва
জুন ২৭, ২০২৩, ২:৩৮ পূর্বাহ্নI couldn’t resist commenting. Perfectly written!
জুন ২৭, ২০২৩, ১০:৫১ অপরাহ্নI constantly spent my half an hour to read this weblog’s articles every day along with a cup of coffee.
জুলাই ৪, ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্নThank you a bunch for sharing this with all folks you really understand what you are talking approximately! Bookmarked. Please also talk over with my web site =). We may have a link trade agreement among us
জুলাই ৪, ২০২৩, ৭:৫০ পূর্বাহ্নHi, Neat post. There is a problem with your web site in internet explorer, could check this? IE still is the marketplace leader and a large portion of folks will omit your wonderful writing due to this problem.
জুলাই ৫, ২০২৩, ৩:০৫ পূর্বাহ্নFirst off I want to say fantastic blog! I had a quick question in which I’d like to ask if you don’t mind. I was curious to know how you center yourself and clear your thoughts before writing. I have had a hard time clearing my mind in getting my thoughts out. I do enjoy writing but it just seems like the first 10 to 15 minutes are usually wasted just trying to figure out how to begin. Any ideas or tips? Thanks!
জুলাই ৬, ২০২৩, ৫:৩৭ পূর্বাহ্নI love your blog.. very nice colors & theme. Did you create this website yourself or did you hire someone to do it for you? Plz answer back as I’m looking to create my own blog and would like to know where u got this from. cheers
জুলাই ৭, ২০২৩, ৪:০৯ পূর্বাহ্নWhat’s Happening i’m new to this, I stumbled upon this I have found It positively helpful and it has helped me out loads. I am hoping to give a contribution & aid other users like its helped me. Good job.
জুলাই ৮, ২০২৩, ১০:০১ অপরাহ্নThis is the right web site for anybody who wishes to find out about this topic. You understand so much its almost hard to argue with you (not that I actually would want toHaHa). You definitely put a new spin on a topic that’s been written about for decades. Excellent stuff, just excellent!
জুলাই ১১, ২০২৩, ১২:২৬ অপরাহ্নGood way of explaining, and nice post to get information about my presentation subject matter, which i am going to convey in academy.
জুলাই ১১, ২০২৩, ৬:২৭ অপরাহ্নI’ve read several just right stuff here. Definitely value bookmarking for revisiting. I wonder how so much attempt you put to create one of these magnificent informative web site.
জুলাই ১২, ২০২৩, ৯:২৬ অপরাহ্নHi everyone, it’s my first visit at this web site, and post is truly fruitful for me, keep up posting these articles.
জুলাই ১৩, ২০২৩, ৮:১৭ পূর্বাহ্নGood replies in return of this issue with firm arguments and explaining everything about that.
জুলাই ১৪, ২০২৩, ৯:১৪ অপরাহ্নWith havin so much written content do you ever run into any problems of plagorism or copyright violation? My site has a lot of exclusive content I’ve either created myself or outsourced but it looks like a lot of it is popping it up all over the web without my authorization. Do you know any solutions to help stop content from being ripped off? I’d genuinely appreciate it.
জুলাই ১৬, ২০২৩, ৫:০৩ অপরাহ্নWhat i do not realize is in reality how you’re now not really a lot more well-liked than you may be right now. You are so intelligent. You recognize therefore significantly in terms of this topic, produced me in my opinion consider it from so many numerous angles. Its like men and women aren’t fascinated unless it’s something to accomplish with Woman gaga! Your personal stuffs nice. Always care for it up!
জুলাই ১৭, ২০২৩, ৬:২৯ অপরাহ্নSpot on with this write-up, I truly believe this website needs a lot more attention. I’ll probably be back again to read through more, thanks for the information!
জুলাই ১৯, ২০২৩, ৯:১৩ অপরাহ্নyou are actually a good webmaster. The site loading velocity is incredible. It kind of feels that you are doing any unique trick. In addition, The contents are masterpiece. you have performed a great process in this matter!
জুলাই ২০, ২০২৩, ৮:২৯ পূর্বাহ্নWoah! I’m really loving the template/theme of this site. It’s simple, yet effective. A lot of times it’s very hard to get that “perfect balance” between user friendliness and visual appeal. I must say that you’ve done a excellent job with this. In addition, the blog loads extremely fast for me on Safari. Superb Blog!
জুলাই ২১, ২০২৩, ২:১৭ পূর্বাহ্নHello there! I know this is kind of off topic but I was wondering if you knew where I could find a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having trouble finding one? Thanks a lot!
জুলাই ২১, ২০২৩, ১২:০২ অপরাহ্নNeat blog! Is your theme custom made or did you download it from somewhere? A design like yours with a few simple adjustements would really make my blog jump out. Please let me know where you got your design. Many thanks
জুলাই ২২, ২০২৩, ১:৩১ পূর্বাহ্নWhat’s up, all is going sound here and ofcourse every one is sharing data, that’s in fact good, keep up writing.
জুলাই ২৪, ২০২৩, ১:৪৩ পূর্বাহ্নEvery weekend i used to visit this website, as i want enjoyment, as this this web site conations in fact pleasant funny information too.
জুলাই ২৫, ২০২৩, ২:০৬ পূর্বাহ্নKeep on working, great job!
জুলাই ২৬, ২০২৩, ১:৫৫ পূর্বাহ্নNice post. I used to be checking continuously this blog and I am inspired! Very useful information specially the last phase 🙂 I take care of such info a lot. I used to be seeking this particular info for a long timelong time. Thank you and good luck.
জুলাই ২৭, ২০২৩, ৯:১৮ অপরাহ্নHey There. I found your blog the use of msn. This is a very smartly written article. I will be sure to bookmark it and come back to read more of your useful information. Thank you for the post. I will definitely comeback.
জুলাই ২৯, ২০২৩, ১:১২ পূর্বাহ্নWe are a group of volunteers and starting a new scheme in our community. Your site provided us with valuable information to work on. You have done an impressive job and our whole community will be grateful to you.
আগস্ট ১, ২০২৩, ৬:৫৩ পূর্বাহ্নIt’s going to be finish of mine day, but before finish I am reading this great article to increase my experience.
আগস্ট ২, ২০২৩, ১০:১৮ পূর্বাহ্নHowdy, I think your site could be having internet browser compatibility issues. When I look at your web site in Safari, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping issues. I simply wanted to give you a quick heads up! Apart from that, great website!
আগস্ট ৩, ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্নHey There. I found your blog the use of msn. This is a very well written article. I will be sure to bookmark it and come back to read more of your useful information. Thank you for the post. I will definitely comeback.
আগস্ট ৪, ২০২৩, ৭:৩৭ পূর্বাহ্নGreat blog! Is your theme custom made or did you download it from somewhere? A design like yours with a few simple adjustements would really make my blog shine. Please let me know where you got your design. Thanks a lot
আগস্ট ৪, ২০২৩, ১০:১৪ অপরাহ্নHi there! Someone in my Myspace group shared this site with us so I came to look it over. I’m definitely enjoying the information. I’m book-marking and will be tweeting this to my followers! Superb blog and fantastic style and design.
আগস্ট ৫, ২০২৩, ১:২৪ পূর্বাহ্নI like the valuable information you provide in your articles. I will bookmark your weblog and check again here frequently. I am quite certain I will learn lots of new stuff right here! Good luck for the next!
আগস্ট ৭, ২০২৩, ৪:১১ পূর্বাহ্নhi!,I really like your writing so much! proportion we keep up a correspondence more approximately your post on AOL? I need an expert in this area to unravel my problem. May be that is you! Taking a look forward to see you.
আগস্ট ৭, ২০২৩, ৯:৫২ পূর্বাহ্নyou are in point of fact a good webmaster. The web site loading speed is incredible. It kind of feels that you are doing any unique trick. In addition, The contents are masterpiece. you have performed a fantastic activity in this topic!
আগস্ট ১০, ২০২৩, ৫:৩৩ পূর্বাহ্নHey there! I know this is kinda off topic but I was wondering if you knew where I could find a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having trouble finding one? Thanks a lot!
আগস্ট ১১, ২০২৩, ৩:৫৯ পূর্বাহ্নHi there, everything is going well here and ofcourse every one is sharing information, that’s really good, keep up writing.
আগস্ট ১২, ২০২৩, ১২:১০ পূর্বাহ্নI blog quite often and I truly appreciate your content. This great article has really peaked my interest. I am going to bookmark your site and keep checking for new information about once a week. I subscribed to your RSS feed as well.
আগস্ট ১২, ২০২৩, ১০:২৮ পূর্বাহ্নIt’s a shame you don’t have a donate button! I’d certainly donate to this brilliant blog! I suppose for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account. I look forward to brand new updates and will talk about this site with my Facebook group. Chat soon!
আগস্ট ১৬, ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্নРоскошный частный эромассаж Москва – тайский салон
আগস্ট ১৬, ২০২৩, ১০:০৬ অপরাহ্নYou can definitely see your enthusiasm in the article you write. The world hopes for more passionate writers like you who aren’t afraid to mention how they believe. All the time go after your heart.
আগস্ট ১৬, ২০২৩, ১১:১৫ অপরাহ্নI was pretty pleased to discover this great site. I wanted to thank you for your time due to this wonderful read!! I definitely appreciated every little bit of it and I have you saved as a favorite to see new things on your blog.
আগস্ট ১৭, ২০২৩, ৬:২৭ অপরাহ্নI am extremely inspired together with your writing skills and alsowell as with the format on your blog. Is this a paid topic or did you customize it yourself? Either way stay up the nice quality writing, it’s rare to peer a nice blog like this one these days..
আগস্ট ২১, ২০২৩, ৮:২৪ পূর্বাহ্নPretty great post. I simply stumbled upon your blog and wanted to mention that I have really enjoyed browsing your blog posts. In any case I’ll be subscribing in your feed and I am hoping you write again soon!
আগস্ট ২১, ২০২৩, ৯:০৬ অপরাহ্নHello would you mind stating which blog platform you’re working with? I’m looking to start my own blog in the near future but I’m having a tough time choosing between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Apologies for getting off-topic but I had to ask!
আগস্ট ২২, ২০২৩, ৫:১৮ অপরাহ্নI like reading a post that will make people think. Also, thank you for allowing me to comment!
আগস্ট ২২, ২০২৩, ৫:৫২ অপরাহ্নDo you have a spam issue on this site; I also am a blogger, and I was curious about your situation; many of us have created some nice methods and we are looking to trade strategies with other folks, why not shoot me an e-mail if interested.
আগস্ট ২৬, ২০২৩, ২:৫৭ পূর্বাহ্নIt’s going to be end of mine day, except before end I am reading this great post to increase my knowledge.
আগস্ট ২৭, ২০২৩, ২:০৭ পূর্বাহ্নHi, after reading this remarkable piece of writing i am also glad to share my knowledge here with mates.
আগস্ট ২৭, ২০২৩, ৬:৩৩ পূর্বাহ্নHello, I do believe your web site may be having internet browser compatibility issues. When I look at your web site in Safari, it looks fine however, if opening in IE, it has some overlapping issues. I just wanted to give you a quick heads up! Other than that, great website!
আগস্ট ২৯, ২০২৩, ২:১২ পূর্বাহ্নHeya i’m for the primary time here. I came across this board and I find It truly useful & it helped me out a lot. I hope to offer something back and help others like you helped me.
সেপ্টেম্বর ১, ২০২৩, ১০:৩৬ অপরাহ্নAfter exploring a few of the blog articles on your website, I truly like your way of blogging. I saved it to my bookmark website list and will be checking back soon. Please check out my web site as well and let me know what you think.
সেপ্টেম্বর ১, ২০২৩, ১১:২৮ অপরাহ্নHi there! I realize this is kind of off-topic but I had to ask. Does running a well-established blog like yours take a massive amount work? I’m completely new to blogging but I do write in my diary everyday. I’d like to start a blog so I can share my own experience and views online. Please let me know if you have any suggestions or tips for new aspiring bloggers. Appreciate it!
সেপ্টেম্বর ৭, ২০২৩, ২:০২ পূর্বাহ্নOh my goodness! Incredible article dude! Thank you, However I am experiencing difficulties with your RSS. I don’t know why I am unable to subscribe to it. Is there anybody else getting the same RSS problems? Anybody who knows the solution will you kindly respond? Thanx!!
সেপ্টেম্বর ৭, ২০২৩, ২:১৯ পূর্বাহ্নI am really pleased to read this blog posts which contains lots of helpful data, thanks for providing such information.
সেপ্টেম্বর ১২, ২০২৩, ১:০০ পূর্বাহ্নWhats up very nice website!! Guy .. Beautiful .. Superb .. I will bookmark your website and take the feeds also? I am glad to find so many useful information here in the publish, we’d like develop more strategies in this regard, thank you for sharing. . . . . .
সেপ্টেম্বর ১৩, ২০২৩, ৯:৫৮ অপরাহ্নIts like you read my mind! You seem to know so much about this, like you wrote the book in it or something. I think that you could do with some pics to drive the message home a bit, but other than that, this is fantastic blog. An excellent read. I’ll definitely be back.
সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৭:৪৪ পূর্বাহ্নIt’s an awesome post in favor of all the internet viewers; they will take benefit from it I am sure.
সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৮:৩০ অপরাহ্নHi there, I found your blog by the use of Google at the same time as searching for a comparable topic, your site got here up, it looks good. I have bookmarked it in my google bookmarks.
সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১১:৪৬ অপরাহ্নgreat submit, very informative. I’m wondering why the other experts of this sector do not understand this. You should continue your writing. I am sure, you have a huge readers’ base already!
সেপ্টেম্বর ২০, ২০২৩, ৫:১৭ পূর্বাহ্নTremendous things here. I’m very glad to peer your article. Thank you so much and I’m taking a look forward to touch you. Will you please drop me a mail?
সেপ্টেম্বর ২০, ২০২৩, ৯:২৭ অপরাহ্নI believe what you postedwrotesaidbelieve what you postedwrotesaidbelieve what you postedwrotesaidthink what you postedwroteWhat you postedwrote was very logicala ton of sense. But, what about this?consider this, what if you were to write a killer headlinetitle?content?typed a catchier title? I ain’t saying your content isn’t good.ain’t saying your content isn’t gooddon’t want to tell you how to run your blog, but what if you added a titleheadlinetitle that grabbed people’s attention?maybe get people’s attention?want more? I mean %BLOG_TITLE% is a little plain. You could peek at Yahoo’s home page and see how they createwrite news headlines to get viewers to click. You might add a video or a pic or two to get readers interested about what you’ve written. Just my opinion, it might bring your postsblog a little livelier.
সেপ্টেম্বর ২১, ২০২৩, ১২:০০ পূর্বাহ্নThank you a bunch for sharing this with all folks you really realize what you are talking approximately! Bookmarked. Please also talk over with my site =). We will have a link exchange agreement among us
সেপ্টেম্বর ২১, ২০২৩, ৬:৫৫ অপরাহ্নGood article. I definitely love this website. Stick with it!
সেপ্টেম্বর ২২, ২০২৩, ১১:০৯ পূর্বাহ্নWhat’s up to every one, as I am in fact keen of reading this weblog’s post to be updated regularly. It consists of nice data.
সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৪:২১ পূর্বাহ্নWhat’s up, always i used to check weblog posts here early in the morning, as i love to learn more and more.
সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৩:৫৩ অপরাহ্নHey There. I found your blog using msn. This is an extremely well written article. I will be sure to bookmark it and come back to read more of your useful information. Thanks for the post. I will definitely comeback.
সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১১:৩৩ অপরাহ্নI’m not sure why but this site is loading extremely slow for me. Is anyone else having this issue or is it a problem on my end? I’ll check back later and see if the problem still exists.
সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১:৫২ পূর্বাহ্নI think this is one of the most important information for me. And i’m glad reading your article. But wanna remark on few general things, The site style is perfect, the articles is really excellent : D. Good job, cheers
সেপ্টেম্বর ২৯, ২০২৩, ২:৫১ পূর্বাহ্নGreat beat ! I wish to apprentice while you amend your site, how can i subscribe for a blog web site? The account aided me a acceptable deal. I had been tiny bit acquainted of this your broadcast provided bright clear concept
সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৬:৫২ পূর্বাহ্নHey! This is kind of off topic but I need some help from an established blog. Is it tough to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about setting up my own but I’m not sure where to start. Do you have any tips or suggestions? With thanks
সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৫:৩৭ পূর্বাহ্নThanks for your marvelous posting! I definitely enjoyed reading it, you will be a great author. I will be sure to bookmark your blog and definitely will come back in the future. I want to encourage yourself to continue your great job, have a nice holiday weekend!
সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৫:৪৬ পূর্বাহ্নWow, amazing blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is wonderful, let alone the content!
অক্টোবর ১, ২০২৩, ৪:৩১ পূর্বাহ্ন