সময়ের প্রয়োজন সম্পর্কে অনেকের কাছেই সংবাদ পৌঁছে না। এভাবেই এসময়ে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব এবং দাওয়াহ্ বিষয়ে উচ্চতর শিক্ষালাভের গুরুত্ব অনেকেই এখনো অনুধাবন করতে পারছেন না। এবিষয়ে মাদরাসার উচ্চতর শ্রেণির ছাত্রদেরকে তাকিদ দিয়ে একটি বক্তব্য প্রদান করেছেন শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক।
আসুন শুনি!
সৌজন্যে : KhutbahTV
645 total views, 1 views today
মন্তব্য (১ টি)
যেসব ভাই জীবনের জন্যে একটা মিশন বেছে নিতে চাইছেন, তারা শায়েখের এই বক্তব্যটি থেকে কিছু দিকনির্দেশনা পাবেন, ইনশা আল্লাহ্।
ফেব্রুয়ারী ৬, ২০২০, ১২:৫৪ পূর্বাহ্ন