ওয়ারিস আমীন ।।
অনেক দিন যাবত শুনছিলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ ও উত্তরাঞ্চলে খ্রিস্টান মিশনারি বিভিন্ন রকম তৎপরতার কথা।
ভারতের সীমানাঘেষা পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা। শিক্ষা-দীক্ষা ও নাগরিক সুবিধাদি বঞ্চিত জেলাটি মিশনারিদের নজর কেড়েছে বহু বছর আগেই। এ অঞ্চলের অনেক দীনদার শ্রেণীর সাথে এ বিষয় নিয়ে আমার কথা হয়েছে। তারা এ বিষয়ে খুবই উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
পঞ্চগড়ের বিভিন্ন গ্রামের লোকদের সাথে আমার আলোচনা হয়েছে। প্রত্যেকেই আমাকে বলেছেন, আমাদের গ্রামে মিশনারি কার্যক্রম ভয়াবহ রূপ ধারণ করেছে। যতটুকু জানা গেছে ছোট্ট এ জেলাটিতে বিভিন্ন এনজিও-এর কার্যক্রম চলছে এবং জেলাটিতে কম বেশি ১১ থেকে ১২টি মিশনারি স্কুল রয়েছে। ঐ এলাকার এক ভাই আমার কাছে উদ্বেগ প্রকাশ করে বললেন, আজ থেকে দশ বছর পর যদি খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানিরা মিলে এটিকে তাদের নিজস্ব অঞ্চল বলে ঘোষণা করতে চায় তাহলে সেটা বিচিত্র কিছু হবে না।
পঞ্চগড় শহরের এক ভাই বললেন, আমাদের বাজারের এক তৃতীয়াংশ কাদিয়ানি। আর এক তৃতীয়াংশ খ্রিস্টান মিশনারীদের দ্বারা প্রভাবিত সাধারণ মুসলিম। সেখানকার এক সাবেক উপজেলা চেয়ারম্যানের বক্তব্য হলো, ওদের কার্যক্রম শিক্ষার আবরণে হওয়ায় ওদের বিরুদ্ধে কিছু বলা কঠিন। বললেই শিক্ষা কার্যক্রমে বাধাদানের অভিযোগ তোলে।
আগ থেকেই কিছু বিষয় শুনে আমি ঐ এলাকা দেখার জন্য আগ্রহী হই এবং কিছুদিন আগে সেখানে যাই। সকাল নয়টার দিকে পঞ্চগড় পৌঁছি। আগে থেকে এক ভাইয়ের সাথে যোগাযোগ করে রাহবার ঠিক করি। রাহবার আমাকে নিয়ে যায় চাকলাহাট ইউনিয়নের ভান্ডারু গ্রামে। সেখানে গিয়ে দেখি একটি মিশনারি স্কুল। প্রথমে রাহবার আমাকে স্থানীয় একটি বিদ্যালয়ে নিয়ে যান। এলাকাবাসী এবং শিক্ষকদের সাথে আলোচনায় জানতে পারি কিছু কিছু কথা। এরপর স্কুলটি দেখতে যাই। ভেতরে ঢুকতে চাইলে রাহবারসহ এলাকাবাসী নিষেধ করেন। তারা বললেন, আমরাও ঢুকি না, আপনি ঢুকলে সমস্যা হতে পারে। মিশনারি স্কুলটি সম্পর্কে বিভিন্ন জরুরি বিষয় তুলে ধরেন স্থানীয় এক শিক্ষক। তিনি কয়েকদিন সময় দিয়ে ঐ সমস্ত তথ্য সংগ্রহ করেন। নিম্নে সে বিষয়ে ওই শিক্ষকের সাথে আমার কথোপকথন তুলে ধরছি।
ওয়ারিস আমীন : মিশনারিটি কবে থেকে এবং কীভাবে এখানে কাজ করছে আমাদের জানাবেন কি?
শিক্ষক : আমরা এটা ছোট থেকেই দেখছি। ঠিক কতদিন আগে শুরু হয়েছে তা বলতে পারব না। তবে এদের কার্যক্রম সম্পর্কে বলতে পারব।
ওয়ারিস আমীন : আপনি কি স্কুলটির ভেতরে কখনো ঢুকেছিলেন?
শিক্ষক : হ্যাঁ, আমি একবার বাচ্চাদের টিকা খাওয়ানোর জন্য স্কুলটির ভেতরে গিয়েছিলাম, তখন বেশ কিছু বিষয় আমার দেখার সুযোগ হয়েছে। এরপর আমি কৌতূহলী হয়ে আরো অনেক তথ্য সংগ্রহ করেছি।
ওয়ারিস আমীন : ভেতরের পরিবেশ সম্পর্কে কিছু বলতে পারবেন?
শিক্ষক : স্কুলটির অফিস রুমেই যিশুর মূর্তি রাখা। প্রত্যেক রুমের সামনেই ক্রুশচিহ্ন আছে। আর প্রায় রুমেই যিশু-মেরির ছবি আছে। তারপর এদের কী পড়ানো হয় জিজ্ঞাসা করে জানতে পারি, স্কুলে ইসলাম ধর্ম বই পড়ানো হয় না বরং খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় বই পড়ানো হয়। সে বইয়ের উপরে ছবি আছে মেরি তার বাচ্চা কোলে নিয়ে আসছেন। এটা মূলত বাইবেলের কিছু শ্লোক নিয়ে লেখা হয়েছে।
ওয়ারিস আমীন: বইটি সংগ্রহ করে দেখা যাবে কি?
শিক্ষক : বর্তমানে বইটি ছাত্রছাত্রীদের হাতে দেয়া হয় না। প্রতি রবিবার বইটি ক্লাসে পড়ানো হয়, ঐ সময় অফিস থেকে এনে তাদের হাতে দেয়া হয়। পড়া শেষে তা অফিসে রেখে দেয়া হয়। বাসায় আনতে দেয় না। কারণ, এটা নিয়ে আমাদের মসজিগুলোতে একবার আলোচনা হয়েছিল, তাই তারা সতর্ক হয়ে গেছে।
ওয়ারিস আমীন : আমরা শুনেছি সেখানে মুসলমান বাচ্চাদেরকে খ্রিস্টান বানানো হয়, সেটা কিভাবে?
শিক্ষক : তাদেরকে শুধু খ্রিস্টধর্মের বই পড়ানো হয়, ইসলাম ধর্মের বই পড়ানো হয় না। আর প্রতি রবিবার খ্রিস্টানদের ইবাদতের দিন। সেদিন মুসলিমসহ সকল বাচ্চাদের তাদের সাথে ইবাদত করতে হয়। সেখানে বাইবেল পাঠ হয়, প্রার্থনা হয়, ছবি আঁকা, নাচ-গান শেখানো হয়। শুক্র ও শনিবার ছাড়া দৈনিক স্কুলেই তাদের দুপুরে খাওয়ার ব্যবস্থা থাকে। খাওয়ার আগে তাদের বিশেষ কক্ষে বিশেষ ধরনের প্রার্থনা করানো হয়। সব বাচ্চারা খাওয়ার আগে মাথার ওপর হাত তুলে ক্রুশচিহ্ন বানায় আর বলে, ‘হে প্রভু যিশু, তুমি যে আমাকে খেতে দিয়েছ, যারা পায়নি তাদেরকেও দাও’, ‘আমরা যিশুর নামে চাই’ অর্থাৎ তারা নিজেদেরকে যিশুর নামে উৎসর্গ করে।
ওয়ারিস আমীন : কী বলেন, তাহলে তো খ্রিস্টান হতে আর কিছু বাকি থাকে না!
শিক্ষক : তাই তো।
ওয়ারিস আমীন : এদের পরিবারের লোকজন এ সমস্ত খবর জানে?
শিক্ষক : হ্যাঁ, অবশ্যই জানে। আমি কয়েকজন অভিভাবকের সাথে এ বিষয়ে আলোচনা করেছি। একজন আমাকে বলে বসেছে যে, আমরা জানি বাচ্চাটা সেখানে গিয়ে খ্রিস্টান হচ্ছে, কিন্তু আমরা বাসায় নিয়ে এসে তাদেরকে কালেমা পড়াই কুরআন শিখাই। পরে আমি তাদেরকে বলি দেখেন, বাচ্চাটা এক সময় পুরা খ্রিস্টান হয়ে যাবে। সেক্ষেত্রে এর সম্পূর্ণ গুনাহ আপনার হবে। কারণ, সে তো নিষ্পাপ, কিছু বুঝে না। আপনি সেখানে দেয়ার কারণে যে খ্রিস্টান হচ্ছে, এর জন্য দায়ী আপনি হবেন। এক অভিভাবক তো আমার কাছে কেঁদেই ফেলেছে এই বলে যে, আমরা কী করবো? দেখেন আমার তিনটা ছেলে, একটা ছেলেকে ঐ স্কুলে দেয়ার কারণে বাকি ছেলেদের অন্য প্রতিষ্ঠানে পড়াতে পারি। কারণ, তারা ঐ বাচ্চার সম্পূর্ণ খরচ বহন করে। এতে মোটামুটি আমার সংসার চলে। ঐ বাচ্চাটাকে ওখানে না দিলে বাকিদের পড়াতে পারবো না।
ওয়ারিস আমীন : তারা বাচ্চাদের কী দেয়?
শিক্ষক : তারা মানুষের জন্য প্রয়োজনীয় বিষয় – খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা – প্রায় সবই দেয়।
ওয়ারিস আমীন : একটু বিস্তারিত বলবেন কি?
শিক্ষক : আমি এক ভাইয়ের কাছে যাই, তার এক মেয়ে ওই স্কুলে পড়ে। সে ২০১৪ নতুন শিক্ষাবর্ষে কী কী পেয়েছে, এছাড়া বাৎসরিক বা মাসিক তারা কী কী দেয়-এ বিষয়ে ঐ ভাই বিভিন্ন তথ্য দিয়েছে।
প্রতি মাসে স্কুলে একটি মা-সমাবেশ হয় বাচ্চাদের মায়েদেরকে নিয়ে। সেখানে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন আলোচনা হয় এবং বিভিন্ন উপহার দেয়া হয়। যেমন প্রতি মাসেই একটি লাক্স সাবান, তিন টাকা দামের দশ পাতা শ্যাম্পু, মাঝারি সাইজের একটি লোশন, মাঝারি সাইজের একটি প্যারাসুট তেল, হাফ কেজি হুইল পাউডারের পেকেট। আর মাঝেমধ্যে ফসল বাজেট আসে, চালের বস্তা আর ডাল ইত্যাদি বাসায় পাঠিয়ে দেয়। বছরে একটা করে স্কুল ব্যাগ, একসেট স্কুল ড্রেস। ছয় মাস পর পর এক জোড়া মোজা দেয়া হয়। প্রতি শীতে একটি করে কম্বল। একটা বাচ্চা যখন ভর্তি হয়, তখন একটা বড় লেপ দেয়া হয়। প্রতি মাসেই খাতা কলম দেয়া হয়। বছরে একবার বই, নোট ইত্যাদি দেয়া হয়। বছরে এক/দুই বার ছেলেদেরকে খেলনার গাড়ি বা হেলিকপ্টার দেয়া হয়। প্রতিটি গাড়ি বা হেলিকপ্টারের মূল্য তিনশ থেকে সাড়ে তিনশ টাকা হবে। আর মেয়েদরকে পুতুল দেয়। প্রত্যেক বাচ্চাকে তার জন্মদিন পালনের জন্য যাবতীয় খরচ যেমন কেক, মোমবাতি, নতুন পোশাক ইত্যাদি দেয়া হয়। প্রত্যেক বাচ্চাকে শীতে ড্রেসের সাথে মিল রেখে জ্যাকেট দেয়া হয় এবং প্রতি মাসে তিনশ করে টাকা দেয়া হয়। তবে রবিবার তাদের উপাসনার দিন হওয়ায় সেদিন সকল বাচ্চার উপস্থিত থাকা আবশ্যক। সেদিন কোনো বাচ্চা উপস্থিত না থাকলে ঐ তিনশ টাকা থেকে একশ টাকা কাটা হয়। আর শুক্র ও শনি ছাড়া দৈনিক দুপুরে খাওয়ার ব্যবস্থা থাকে। আর মাঝেমধ্যে বন্ধুদের থেকে উপহার পায়।
ওয়ারিস আমীন : কোন বন্ধু থেকে তারা উপহার পায়?
শিক্ষক : ও! আপনাকেতো বলিনি, যে বাচ্চাগুলো মিশন-স্কুলে পড়ে, প্রত্যেক বাচ্চারই ইউরোপিয়ান খ্রিস্টান বন্ধু থাকে, ছেলেদের জন্য মেয়ে বান্ধবী, মেয়েদের জন্য ছেলে বন্ধু। এখানের শিক্ষকরা মাঝে মধ্যে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেয়। ইউরোপীয়ান বাচ্চারা তো বাংলা জানে না। তারা শুধু এতটুকু বলে, বন্ধু কেমন আছ, তোমার কী প্রয়োজন? স্কুলের বাচ্চারা তাদের প্রয়োজন বলে; কেউ খেলনা চায় কেউ পোশাক চায়। এ ক্ষেত্রে দোভাষী থাকে তারা বিদেশি বন্ধুদেরকে বুঝিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে টাকা পাঠিয়ে দেয়। আর এখানে যারা দায়িত্বে থাকে তারা সে টাকা দিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিনে দেয়।
ওয়ারিস আমীন : এভাবে বন্ধু বানায় কেন, এতে এদের কী লাভ?
শিক্ষক : স্বাভাবিক কথা, ছেলের সাথে মেয়ের বন্ধুত্ব বা মেয়ের সাথে ছেলের বন্ধুত্ব এমনিতেই জমে ওঠে। আবার যখন সে উপহার পাঠায়, সেক্ষেত্রে তাদের সম্পর্ক আরো গভীর হয় এবং পরবর্তী জীবনে খ্রিস্টান হতে বাধ্য হয় বা উদ্বুদ্ধ হয়। বন্ধুর কারণে খ্রিস্টান হওয়ার জন্য বেশ মানসিক চাপে থাকে।
ওয়ারিস আমীন : বন্ধু থেকে এরা কী কী পেয়েছে এমন কিছু জানেন কি?
শিক্ষক : এক মেয়ে তার বন্ধুর কাছে পোশাক চেয়েছিল, সে তেরশত টাকা পাঠালে তা দিয়ে তাকে পোশাক কিনে দেয়া হয়েছে। আরেকটি মেয়ে প্রথম শ্রেণীতে পড়ে। তার চোখের সমস্যা ছিল, একথা তার বন্ধুর কাছে বলেছে। তার চিকিৎসার জন্য বিদেশি বন্ধু সত্তর হাজার টাকা পাঠিয়েছে। আরেক ছেলে তার বান্ধবীর কাছ থেকে আট হাজার একশত এক টাকা পেয়েছে। আরেকটি ছেলের বান্ধবী বন্ধুর জন্য এক হাজার দুইশত বিয়াল্লিশ টাকা পাঠিয়েছে।
মিশন থেকে মাঝে মাঝে বাচ্চাদের জন্য গরু-ছাগলও কিনে দেয়া হয়। তবে এক্ষেত্রে নিয়ম হলো, পুরা খরচ মিশন দেয় না; আংশিক বাচ্চার পরিবারও দেয়।
ওয়ারিস আমীন : ঐ স্কুলে মোট কতজন শিশু আছে?
শিক্ষক : ১৯৭ জন ছাত্র-ছাত্রী আছে। পাশে প্রাইমারি স্কুলেরও কিছু বাচ্চা আছে, যারা তাদের স্কুলের তালিকাভুক্ত, তাদেরকেও তারা মাসিক বিভিন্ন উপহার দেয়। ফলে তারাও এদের আওতায় চলে।
ওয়ারিস আমীন : তাদের আওতায় মোট কতজন শিশু রয়েছে?
শিক্ষক : মোট চারশত-এর মত হবে।
ওয়ারিস আমীন : সবাই কি একই গ্রামের?
শিক্ষক : শিশুগুলো বিভিন্ন গ্রামের, দূর থেকেও অনেক বাচ্চা আসে। মিশন এদের আসা-যাওয়ার ভাড়া দিয়ে দেয়।
ওয়ারিস আমীন : মুসলমান বাচ্চা কতজন?
শিক্ষক : তিনশত হবে। বাকিরা অন্যান্য ধর্মের। এলাকায় কিছু মানুষ আছে যারা স্কুলে খ্রিস্টান বানায় শুনে তাদের বাচ্চাদের ঔ স্কুলে দেয় না।
ওয়ারিস আমীন : স্কুলটি কোন শ্রেণি পর্যন্ত?
শিক্ষক : পঞ্চম শ্রেণি পর্যন্ত। কোনো বাচ্চা মেধাবী হলে মিশন সেই বাচ্চার আঠারো বছর পর্যন্ত পড়ার খরচ চালায়।
ওয়ারিস আমীন : আপনাদের এত কাছে মুসলমান বাচ্চাদের খ্রিস্টান বানানো হচ্ছে, এক্ষেত্রে আপনাদের কোনো উদ্যোগ আছে কি?
শিক্ষক : এ বিষয়গুলো দেখে আমরা খুবই চিন্তিত, কিন্তু আসলে কী করবো? তারপরও মুসলমান বাচ্চাগুলোকে আমাদের এখানে আনার জন্য অনেক চেষ্টা করি, অভিভাবকদের বুঝাই এবং তারা যা দিচ্ছে আমরাও সেভাবে কিছু দেয়ার চেষ্টা করি। যেমন তারা পিকনিকে নিয়ে যায়, আমরাও পিকনিকে নিয়ে গিয়েছিলাম। তারা বই ফ্রি দেয়, আমরা গরিবদের কাছে অর্ধেক দামে বই বিক্রি করি। তারা চিকিৎসা সম্পূর্ণ ফ্রী দেয়। তাদের এক বাচ্চা গাছ থেকে পড়ে পা ভেঙ্গে গিয়েছিল, দিনাজপুর নিয়ে গিয়ে মিশনারি হাসপাতাল থেকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা করানো হয়েছে। আরেক বাচ্চা বড় ধরনের অসুস্থ ছিল, তাকে বিদেশ থেকে পর্যন্ত চিকিৎসা করিয়ে এনেছে। আমরা প্রাথমিক চিকিৎসা ফ্রি করার জন্য বিভিন্ন ক্লিনিকের সাথে আলোচনা করেছি, একটি ক্লিনিক আমাদের ফ্রি চিকিৎসার আশ্বাস দিয়েছে ।আমরা ফ্রি ড্রেস দেয়ার একটা উদ্যোগ নেই ২০১৩ এর জানুয়ারিতে। ছাত্র সংখ্যা ছিল ষাট জন। আমরা তাদের ফ্রি ড্রেস তৈরি করার জন্য পঞ্চগড়ের বিভিন্ন দাতাদের কাছে যাই। আলহামদুলিল্লাহ এর ব্যবস্থাও হয়েছে। আমরা অভিভাবক সমাবেশ ডেকে ড্রেস বিতরণ করি। এতে বেশ সাড়া পড়ে। দেখা যায় অল্প সময়ের মধ্যে ছিয়ানববই জন ভর্তি হয়ে যায়। গত বছর শেষ পর্যন্ত একশত পয়ত্রিশ জন হয়েছে। এমনকি মিশনারি স্কুল থেকেও কয়েকজন এখানে চলে এসেছে।
ওয়ারিস আমীন : শুধু ড্রেস দেয়াতে চলে আসলো, আপনারা তো অন্য কিছু দেন না, মিশনারিরা তো অনেক কিছু দেয়।
শিক্ষক : আগে এদের অভিভাবকদের বুঝানোও হয়েছিল। আসলে এলাকার মানুষ খুবই গরিব। এদেরকে কিছু সহযোগিতা করতে পারলে বাচ্চাদের সহজে আনা যায়। এ বছর আমরা কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছিলাম। যাদের বাচ্চা মিশনে দিবে বলে মনে হচ্ছে, তাদেরকে ঘরে ঘরে কম্বল দিয়ে আসতে পারলে তাদের বাচ্চাগুলো এদিকে আনা যেত, কিন্তু পর্যাপ্ত কম্বল পাইনি। মিশনারি স্কুলে তো রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন খাওয়ানো হয়, আমরা মাসে একদিন খানার আয়োজন করি; সব ছাত্ররা চাল নিয়ে আসে, সাথে কেউ দশ টাকা, কেউ বিশ টাকা দেয়। বাকি টাকা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিয়ে আমরা খিচুড়ি-গোস্তের আয়োজন করি।
ওয়ারিস আমীন : আপনাদের এখানে বেতন কত?
শিক্ষক : একশত টাকা করে ধরা আছে, ২০% সম্পূর্ণ ফ্রি পড়ে, ২০% অর্ধেক দেয়।আলহামদুলিল্লাহ, আল্লাহ এতেই তাদের তুলনায় বেশি ফল দিচ্ছেন। দেখছেন তো আমাদের সবগুলো ঘরই বেড়ার তৈরি, নিচে মাটি। একটিও পাকা ঘর নেই। শিক্ষকের বেতনও কম। তাও ঠিকমত পরিশোধ হয় না।
ওয়ারিস আমীন : মুসলিম শিশুদের ঈমান রক্ষায় এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী বলে আপনি মনে করেন?
শিক্ষক : মূলত এলাকাটিতে দুটি সমস্যা প্রকট : ১. এলাকায় বড় কোনো যোগ্য আলেম নেই। কোনো বড় মাদরাসাও নেই, পুরো পঞ্চগর জেলাতেই নেই। তাই মুসলমানগণ তাদের দীন সম্পর্কে সহীহ জ্ঞান থেকে বঞ্চিত থাকছে। ২. দরিদ্রতার আধিক্য। যেটিকে পুঁজি করে মিশনারিগুলো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাই এ পরিস্থিতির মোকাবেলার জন্য প্রয়োজন এলাকায় একটি ভালো মানের বড় মাদরাসা ও যোগ্য কিছু আলেম এবং গ্রামে-গ্রামে প্রাইমারি মক্তব। সাথে সাথে মুসলিম বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে দরিদ্র শিশুদের পড়াশোনার খরচ নির্বাহের ও আনুষঙ্গিক খরচাদি মেটানোর জন্য প্রয়োজনীয় ফান্ড নিয়ে।
ওয়ারিস আমীন : আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনাদের নেক নিয়ত কবুল করুন। সকলের ঈমানের হেফাজত করুন। আমীন।
সৌজন্যে : মাসিক আলকাউসার
1,703 total views, 1 views today
মন্তব্য (১০২ টি)
справки
জুন ২৭, ২০২৩, ৬:৪১ পূর্বাহ্নHeya i’m for the primary time here. I came across this board and I in finding It truly useful & it helped me out a lot. I am hoping to offer something back and help others like you helped me.
জুন ২৮, ২০২৩, ১:৩৬ পূর্বাহ্নRight now it sounds like BlogEngine is the top blogging platform out there right now. (from what I’ve read) Is that what you’re using on your blog?
জুন ৩০, ২০২৩, ৮:৩১ অপরাহ্নHurrah! At last I got a webpage from where I be able to actually take useful information regarding my study and knowledge.
জুলাই ৪, ২০২৩, ১২:২৩ পূর্বাহ্নI am extremely inspired with your writing skills and alsosmartly as with the layout on your blog. Is this a paid topic or did you customize it yourself? Either way stay up the nice quality writing, it’s rare to peer a nice blog like this one nowadays..
জুলাই ৪, ২০২৩, ৩:৪০ অপরাহ্নMagnificent beat ! I wish to apprentice even as you amend your site, how can i subscribe for a blog site? The account aided me a applicable deal. I were tiny bit familiar of this your broadcast provided shiny transparent concept
জুলাই ৪, ২০২৩, ৯:২৩ অপরাহ্নI have been surfing online more than 2 hours today, yet I never found any interesting article like yours. It’s pretty worth enough for me. In my opinion, if all site owners and bloggers made good content as you did, the net will be much more useful than ever before.
জুলাই ৬, ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্নHi there, after reading this remarkable piece of writing i am also glad to share my familiarity here with friends.
জুলাই ৬, ২০২৩, ৯:৫৫ অপরাহ্নI always spent my half an hour to read this weblog’s articles or reviews every day along with a cup of coffee.
জুলাই ১০, ২০২৩, ৪:৫৬ পূর্বাহ্নIts like you read my mind! You seem to know so much about this, like you wrote the book in it or something. I think that you could do with some pics to drive the message home a bit, but other than that, this is wonderful blog. An excellent read. I’ll definitely be back.
জুলাই ১০, ২০২৩, ১০:২১ অপরাহ্নHey there, You have performed a fantastic job. I will definitely digg it and individually recommend to my friends. I am sure they will be benefited from this site.
জুলাই ১১, ২০২৩, ৮:২৩ অপরাহ্নThanks for one’s marvelous posting! I genuinely enjoyed reading it, you’re a great author.I will ensure that I bookmark your blog and will come back at some point. I want to encourage that you continue your great writing, have a nice holiday weekend!
জুলাই ১২, ২০২৩, ৭:১৮ অপরাহ্নYou really make it seem so easy with your presentation but I find this topic to be really something which I think I would never understand. It seems too complicated and very broad for me. I am looking forward for your next post, I will try to get the hang of it!
জুলাই ১৩, ২০২৩, ৬:০৭ পূর্বাহ্নHi there to all, how is everything, I think every one is getting more from this web site, and your views are nice for new viewers.
জুলাই ১৪, ২০২৩, ৬:৫৯ অপরাহ্নHi! I could have sworn I’ve been to this website before but after going through a few of the posts I realized it’s new to me. Anyways, I’m definitely pleased I found it and I’ll be bookmarking it and checking back frequently!
জুলাই ১৬, ২০২৩, ২:৩৪ পূর্বাহ্নI don’t even understand how I ended up here, however I assumed this submit was good. I don’t recognize who you’re however definitely you are going to a famous blogger if you are not already. Cheers!
জুলাই ১৭, ২০২৩, ৪:২১ অপরাহ্নExcellent site you have here but I was wanting to know if you knew of any discussion boards that cover the same topics talked about in this article? I’d really love to be a part of group where I can get advice from other knowledgeable individuals that share the same interest. If you have any recommendations, please let me know. Kudos!
জুলাই ১৯, ২০২৩, ১১:২২ অপরাহ্নWow, that’s what I was seeking for, what a information! present here at this blog, thanks admin of this website.
জুলাই ২০, ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্নGreat blog you have here.. It’s hard to find high-quality writing like yours these days. I really appreciate people like you! Take care!!
জুলাই ২১, ২০২৩, ২:৪০ অপরাহ্নGreat info. Lucky me I ran across your site by accident (stumbleupon). I have bookmarked it for later!
জুলাই ২১, ২০২৩, ৩:৫৫ অপরাহ্নIt’s an remarkable piece of writing designed for all the internet users; they will take benefit from it I am sure.
জুলাই ২২, ২০২৩, ২:৪৫ অপরাহ্নHi i am kavin, its my first time to commenting anywhere, when i read this post i thought i could also make comment due to this sensible post.
জুলাই ২৪, ২০২৩, ৪:৩৬ পূর্বাহ্নGreat web site you have here.. It’s hard to find high quality writing like yours these days. I truly appreciate people like you! Take care!!
জুলাই ২৫, ২০২৩, ৩:৪৬ পূর্বাহ্নFine way of describing, and good post to get data regarding my presentation subject, which i am going to convey in university.
জুলাই ২৬, ২০২৩, ৩:৩০ পূর্বাহ্নalways i used to read smaller articles or reviews which also clear their motive, and that is also happening with this article which I am reading at this time.
জুলাই ২৭, ২০২৩, ১০:৪২ অপরাহ্নHello! I just would like to give you a huge thumbs up for the great info you have here on this post. I’ll be coming back to your site for more soon.
জুলাই ২৯, ২০২৩, ২:৫৫ পূর্বাহ্নHowdy! Quick question that’s completely off topic. Do you know how to make your site mobile friendly? My site looks weird when viewing from my iphone. I’m trying to find a theme or plugin that might be able to fix this problem. If you have any suggestions, please share. With thanks!
আগস্ট ১, ২০২৩, ৮:৩২ পূর্বাহ্নHey! I realize this is somewhat off-topic but I had to ask. Does building a well-established blog like yours take a lot of work? I’m completely new to blogging but I do write in my diary daily. I’d like to start a blog so I can share my own experience and views online. Please let me know if you have any suggestions or tips for new aspiring bloggers. Appreciate it!
আগস্ট ৩, ২০২৩, ৭:১০ পূর্বাহ্নIt is perfect time to make some plans for the future and it is time to be happy. I have read this post and if I could I wish to suggest you few interesting things or suggestions. Perhaps you could write next articles referring to this article. I wish to read more things about it!
আগস্ট ৩, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্নHi there! Someone in my Myspace group shared this site with us so I came to give it a look. I’m definitely enjoying the information. I’m book-marking and will be tweeting this to my followers! Terrific blog and brilliant style and design.
আগস্ট ৪, ২০২৩, ২:২৫ অপরাহ্নgreat issues altogether, you just won a emblem new reader. What could you suggest in regards to your publish that you made a few days ago? Any positive?
আগস্ট ৫, ২০২৩, ৫:৪০ পূর্বাহ্নI am really loving the theme/design of your web site. Do you ever run into any web browser compatibility problems? A small number of my blog audience have complained about my blog not operating correctly in Explorer but looks great in Safari. Do you have any advice to help fix this issue?
আগস্ট ৫, ২০২৩, ৯:৪৩ অপরাহ্নGood info. Lucky me I ran across your site by accident (stumbleupon). I have book marked it for later!
আগস্ট ৭, ২০২৩, ২:৩৮ অপরাহ্নfantastic issues altogether, you just won a logo new reader. What may you suggest in regards to your post that you made a few days ago? Any sure?
আগস্ট ৭, ২০২৩, ৩:৫৮ অপরাহ্নHello, I believe your website might be having browser compatibility issues. When I look at your site in Safari, it looks fine but when opening in IE, it has some overlapping issues. I simply wanted to give you a quick heads up! Apart from that, fantastic website!
আগস্ট ১০, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্নHi there, everything is going perfectly here and ofcourse every one is sharing data, that’s truly good, keep up writing.
আগস্ট ১০, ২০২৩, ১০:০১ অপরাহ্নThis website was… how do I say it? Relevant!! Finally I have found something that helped me. Thanks!
আগস্ট ১২, ২০২৩, ৭:৩১ পূর্বাহ্নHi there, I enjoy reading all of your article. I like to write a little comment to support you.
আগস্ট ১৩, ২০২৩, ৫:৩৫ অপরাহ্নGreetings! I know this is somewhat off topic but I was wondering which blog platform are you using for this site? I’m getting fed up of WordPress because I’ve had issues with hackers and I’m looking at options for another platform. I would be great if you could point me in the direction of a good platform.
আগস্ট ১৬, ২০২৩, ৪:০২ অপরাহ্নThis blog was… how do I say it? Relevant!! Finally I have found something that helped me. Thank you!
আগস্ট ১৬, ২০২৩, ৪:০৫ অপরাহ্নЭлитный мужской эромассаж в Москве с сауной
আগস্ট ১৭, ২০২৩, ৪:১১ পূর্বাহ্নIt’s really a cool and helpful piece of information. I’m satisfied that you shared this helpful info with us. Please stay us informed like this. Thank you for sharing.
আগস্ট ১৮, ২০২৩, ৪:৪৭ অপরাহ্নHey! Do you use Twitter? I’d like to follow you if that would be ok. I’m definitely enjoying your blog and look forward to new updates.
আগস্ট ২১, ২০২৩, ৩:৪৪ অপরাহ্নExcellent post. I am going through some of these issues as well..
আগস্ট ২২, ২০২৩, ৪:৪৩ পূর্বাহ্নThank you for sharing your info. I truly appreciate your efforts and I am waiting for your next post thank you once again.
আগস্ট ২২, ২০২৩, ১০:৫৮ অপরাহ্নIt’s awesome designed for me to have a site, which is useful designed for my experience. thanks admin
আগস্ট ২২, ২০২৩, ১১:৫৬ অপরাহ্নMy spouse and I stumbled over here coming from a different website and thought I may as well check things out. I like what I see so now i am following you. Look forward to looking at your web page for a second time.
আগস্ট ২৪, ২০২৩, ১১:৪৬ অপরাহ্নI know this if off topic but I’m looking into starting my own blog and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100% sure. Any tips or advice would be greatly appreciated. Thanks
আগস্ট ২৬, ২০২৩, ১০:১৪ পূর্বাহ্নGreetings! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and tell you I truly enjoy reading through your articles. Can you suggest any other blogs/websites/forums that go over the same subjects? Thanks for your time!
আগস্ট ২৯, ২০২৩, ৮:৩৫ পূর্বাহ্নYou ought to take part in a contest for one of the best sites on the net. I am going to recommend this site!
সেপ্টেম্বর ২, ২০২৩, ৬:১৫ পূর্বাহ্নMy family members all the time say that I am wasting my time here at net, but I know I am getting experience everyday by reading such good articles.
সেপ্টেম্বর ৩, ২০২৩, ১২:৫১ পূর্বাহ্নHi there i am kavin, its my first time to commenting anywhere, when i read this article i thought i could also make comment due to this sensible article.
সেপ্টেম্বর ৭, ২০২৩, ৮:৩৫ পূর্বাহ্নIt is appropriate time to make some plans for the future and it is time to be happy. I have read this post and if I could I wish to suggest you few interesting things or suggestions. Perhaps you could write next articles referring to this article. I want to read more things about it!
সেপ্টেম্বর ৭, ২০২৩, ৯:১৭ পূর্বাহ্নArticle writing is also a fun, if you be acquainted with then you can write otherwise it is complex to write.
সেপ্টেম্বর ১১, ২০২৩, ৩:৪৪ অপরাহ্নI used to be recommended this blog by means of my cousin. I am now not positive whether this submit is written via him as no one else understand such unique approximately my problem. You are wonderful! Thank you!
সেপ্টেম্বর ১২, ২০২৩, ৮:৪২ অপরাহ্নAppreciate the recommendation. Will try it out.
সেপ্টেম্বর ১৩, ২০২৩, ৮:০৩ পূর্বাহ্নHi there! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and tell you I genuinely enjoy reading through your blog posts. Can you suggest any other blogs/websites/forums that go over the same subjects? Thanks!
সেপ্টেম্বর ১৪, ২০২৩, ২:১৬ অপরাহ্নHi to every one, it’s in fact a good for me to visit this website, it consists of valuable Information.
সেপ্টেম্বর ১৭, ২০২৩, ৫:৫১ অপরাহ্নI’m not sure where you are getting your info, but good topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for wonderful information I was looking for this information for my mission.
সেপ্টেম্বর ২০, ২০২৩, ৭:৩২ অপরাহ্নPlease let me know if you’re looking for a article writer for your weblog. You have some really great posts and I think I would be a good asset. If you ever want to take some of the load off, I’d absolutely love to write some articles for your blog in exchange for a link back to mine. Please blast me an e-mail if interested. Thank you!
সেপ্টেম্বর ২১, ২০২৩, ৩:৩৯ পূর্বাহ্নA person necessarily lend a hand to make seriously articles I might state. This is the first time I frequented your web page and so far? I amazed with the research you made to create this actual publish incredible. Great activity!
সেপ্টেম্বর ২২, ২০২৩, ৪:০৭ পূর্বাহ্নHowdy would you mind letting me know which hosting company you’re working with? I’ve loaded your blog in 3 completely different web browsers and I must say this blog loads a lot quicker then most. Can you suggest a good internet hosting provider at a honest price? Thanks a lot, I appreciate it!
সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৩:৪৪ পূর্বাহ্নHi, I think your website might be having browser compatibility issues. When I look at your blog site in Firefox, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, amazing blog!
সেপ্টেম্বর ২৫, ২০২৩, ১:২৫ অপরাহ্নHighly energetic article, I liked that a lot. Will there be a part 2?
সেপ্টেম্বর ২৫, ২০২৩, ১১:১৭ অপরাহ্নHello there! Do you know if they make any plugins to protect against hackers? I’m kinda paranoid about losing everything I’ve worked hard on. Any recommendations?
সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৭:০০ পূর্বাহ্নGreetings! I know this is kinda off topic but I was wondering which blog platform are you using for this site? I’m getting tired of WordPress because I’ve had issues with hackers and I’m looking at options for another platform. I would be awesome if you could point me in the direction of a good platform.
সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১২:৩৪ অপরাহ্নThis piece of writing provides clear idea in favor of the new people of blogging, that actually how to do blogging.
সেপ্টেম্বর ২৮, ২০২৩, ৭:৩১ পূর্বাহ্নHave you ever thought about creating an e-book or guest authoring on other websites? I have a blog based upon on the same subjects you discuss and would really like to have you share some stories/information. I know my subscribers would enjoy your work. If you are even remotely interested, feel free to send me an e mail.
সেপ্টেম্বর ২৮, ২০২৩, ৮:২৯ পূর্বাহ্নHi there i am kavin, its my first time to commenting anywhere, when i read this post i thought i could also make comment due to this sensible post.
সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৯:২২ পূর্বাহ্নmagnificent issues altogether, you just gained a emblem new reader. What could you suggest in regards to your post that you made a few days ago? Any sure?
অক্টোবর ১, ২০২৩, ৩:২০ পূর্বাহ্নThis post will help the internet users for creating new website or even a blog from start to end.
অক্টোবর ১, ২০২৩, ১০:৫২ পূর্বাহ্নHi, just wanted to say, I liked this post. It was funny. Keep on posting!
অক্টোবর ১, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্নI know this if off topic but I’m looking into starting my own blog and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100% positive. Any recommendations or advice would be greatly appreciated. Appreciate it
অক্টোবর ২, ২০২৩, ৮:৪৮ পূর্বাহ্নHey there! I could have sworn I’ve been to this site before but after browsing through some of the post I realized it’s new to me. Nonetheless, I’m definitely happy I found it and I’ll be bookmarking and checking back often!
অক্টোবর ৩, ২০২৩, ১:৪৮ অপরাহ্নI was wondering if you ever considered changing the page layout of your blog? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having one or two images. Maybe you could space it out better?
অক্টোবর ৫, ২০২৩, ৮:২৯ পূর্বাহ্নOh my goodness! Incredible article dude! Thanks, However I am experiencing issues with your RSS. I don’t know why I am unable to subscribe to it. Is there anybody else getting identical RSS problems? Anyone who knows the solution will you kindly respond? Thanx!!
অক্টোবর ৫, ২০২৩, ৯:১৬ পূর্বাহ্নВы ищете надежное и захватывающее онлайн-казино, тогда это идеальное место для вас!
অক্টোবর ৬, ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্নОнлайн казино отличный способ провести время, главное помните, что это развлечение, а не способ заработка.
অক্টোবর ৬, ২০২৩, ৪:১০ অপরাহ্নЭто лучшее онлайн-казино, где вы можете насладиться широким выбором игр и получить максимум удовольствия от игрового процесса.
অক্টোবর ৭, ২০২৩, ১২:১০ পূর্বাহ্নIncredible points. Great arguments. Keep up the amazing effort.
অক্টোবর ৭, ২০২৩, ৭:৪১ অপরাহ্নHighly energetic blog, I enjoyed that a lot. Will there be a part 2?
অক্টোবর ৯, ২০২৩, ৫:১৩ অপরাহ্নHi there would you mind stating which blog platform you’re working with? I’m looking to start my own blog in the near future but I’m having a difficult time choosing between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Apologies for getting off-topic but I had to ask!
অক্টোবর ১১, ২০২৩, ১০:৩১ পূর্বাহ্নI do believe all the concepts you have introduced for your post. They are very convincing and will definitely work. Still, the posts are too brief for newbies. May you please extend them a bit from next time? Thank you for the post.
অক্টোবর ১৩, ২০২৩, ৭:২৯ অপরাহ্নI all the time used to read post in news papers but now as I am a user of web thus from now I am using net for articles or reviews, thanks to web.
অক্টোবর ১৮, ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্নХотите получить идеально ровный пол в своей квартире или офисе? Обратитесь к профессионалам на сайте styazhka-pola24.ru! Мы предоставляем услуги по устройству стяжки пола в Москве и области, а также гарантиру
অক্টোবর ২৩, ২০২৩, ১:৩৮ অপরাহ্নорганизации по поставке строительных материалов
অক্টোবর ২৫, ২০২৩, ১:৪৯ পূর্বাহ্নСайт mehanizirovannaya-shtukaturka-moscow.ru с радостью предлагает услуги машинной штукатурки. Не упустите свой шанс на революционные изменения в области ремонтных работ.
অক্টোবর ২৭, ২০২৩, ৫:৫০ পূর্বাহ্নI seriously love your blog.. Pleasant colors & theme. Did you make this site yourself? Please reply back as I’m planning to create my own blog and want to know where you got this from or exactly what the theme is called. Thanks!
অক্টোবর ৩০, ২০২৩, ১০:৪৬ অপরাহ্নYou really make it seem so easy with your presentation but I find this topic to be really something which I think I would never understand. It seems too complicated and very broad for me. I am looking forward for your next post, I will try to get the hang of it!
নভেম্বর ৩, ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্নHi to all, as I am in fact keen of reading this website’s post to be updated daily. It includes good information.
নভেম্বর ৩, ২০২৩, ৫:২৯ পূর্বাহ্নHowdy just wanted to give you a quick heads up. The text in your content seem to be running off the screen in Internet explorer. I’m not sure if this is a format issue or something to do with web browser compatibility but I thought I’d post to let you know. The layout look great though! Hope you get the problem resolved soon. Cheers
নভেম্বর ৪, ২০২৩, ৮:০৫ পূর্বাহ্নПереставьте сомнения в сторону и обратитесь к профессионалам. механизированная штукатурка с mehanizirovannaya-shtukaturka-moscow.ru – это ваш путь к ровным и гладким стенам.
নভেম্বর ৬, ২০২৩, ১:২৫ পূর্বাহ্নIt’s difficult to find knowledgeable people for this topic, but you sound like you know what you’re talking about! Thanks
নভেম্বর ১০, ২০২৩, ৬:৩৭ পূর্বাহ্নTremendous things here. I’m very satisfied to see your article. Thank you so much and I’m taking a look forward to touch you. Will you please drop me a mail?
নভেম্বর ১১, ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্নHey there! I just wanted to ask if you ever have any trouble with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing months of hard work due to no backup. Do you have any solutions to prevent hackers?
নভেম্বর ১৩, ২০২৩, ৪:৪৫ অপরাহ্নGreat delivery. Great arguments. Keep up the good work.
নভেম্বর ১৫, ২০২৩, ৬:২৮ অপরাহ্নHey There. I found your blog using msn. This is an extremely well written article. I will be sure to bookmark it and come back to read more of your useful information. Thanks for the post. I will definitely comeback.
নভেম্বর ১৭, ২০২৩, ২:১৬ অপরাহ্নWhat’s up, after reading this remarkable post i am too glad to share my experience here with friends.
নভেম্বর ২৬, ২০২৩, ৭:০৭ পূর্বাহ্নI’m really enjoying the design and layout of your blog. It’s a very easy on the eyes which makes it much more enjoyable for me to come here and visit more often. Did you hire out a designer to create your theme? Excellent work!
নভেম্বর ২৬, ২০২৩, ৩:০৬ অপরাহ্নHi there I am so thrilled I found your blog page, I really found you by error, while I was searching on Google for something else, Anyhow I am here now and would just like to say cheers for a remarkable post and a all round exciting blog (I also love the theme/design), I don’t have time to go through it all at the minute but I have saved it and also included your RSS feeds, so when I have time I will be back to read a great deal more, Please do keep up the superb job.
নভেম্বর ২৭, ২০২৩, ১:৩৩ পূর্বাহ্নThank you, I have recently been searching for information approximately this topic for a while and yours is the best I have came upon so far. However, what about the conclusion? Are you sure about the source?
নভেম্বর ২৮, ২০২৩, ৭:৪৭ পূর্বাহ্নUsually I do not read article on blogs, however I wish to say that this write-up very pressured me to take a look at and do so! Your writing taste has been amazed me. Thank you, quite great article.
নভেম্বর ২৯, ২০২৩, ৩:৩৬ পূর্বাহ্ন