মুহসিনুদ্দীন মাহমূদ ।।
যোগগুরু শহীদ আল বোখারী ওরফে শহীদুল আলম শিকদার মানুষকে সম্মোহিত এবং ধ্যানমগ্ন করে তাদের মধ্যে এক ধরণের সাময়িক উদ্দীপনা তৈরি করেন; যা তাদের জীবন-উন্নয়নে ভূমিকা রাখে বলে শোনা যায়।
সাথে তিনি মানুষকে তাদের মনের অসীম ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা দিয়ে তারা সব করতে সক্ষম হবে বলে নিশ্চয়তা ও প্রবোধ দিয়ে থাকেন; যার কোনো ভিত্তি নেই। মানুষ এতে খুব খুশি হয়ে যায়, যদিও তা পরে মিথ্যা প্রমাণিত হয়।
এই বাস্তব উদ্দীপনা এবং কাল্পনিক নিশ্চয়তা দিতে তিনি নিচ্ছেন : (১) মোটা অঙ্কের দর্শনী, (২) অনুসারীদের তার প্রতি উৎসর্জন, বন্দনা ও বন্দেগি, (৩) হরণ করছেন অনুসারীদের ঈমান। অনুসারীরা প্রত্যেকে এই গুরুকে এবং নিজের মনকে তাদের ইলাহ্ গণ্য করে এবং একমাত্র ও প্রকৃত ইলাহ্ আল্লাহ্র পরিবর্তে গুরুর এবং নিজের যিকিরে-ফিকিরে লিপ্ত হয়।
ফলাফল, দুনিয়ায় কিছু পাওয়া গেলেও অনন্ত জীবনে অপেক্ষমাণ থাকে কঠিন আযাব!
17,320 total views, 37 views today
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
মন্তব্য (০ টি)