মুহসিনুদ্দীন মাহমূদ ।।
খ্রিস্টধর্মের প্রবর্তক সেন্ট পল হযরত ঈসার (আ.) উপস্থিতিকালে ছিলেন একজন আত্মস্বীকৃত খুনি ও অবিশ্বাসী। তার নিজেরই বর্ণনায়,
“ঈসার পথে যারা চলত আমি তাদের জুলুম করে অনেককে হত্যা করতাম আর পুরুষ ও স্ত্রীলোকদের ধরে জেলখানায় দিতাম।” (প্রেরিত, ২২ : ৪)
“আমি নিজেই বিশ্বাস করতাম, নাসরতের ঈসার বিরুদ্ধে যা করা যায় তার সবই আমার করা উচিত, আর ঠিক তা-ই আমি জেরুজালেমে করছিলাম।” (প্রেরিত, ২৬ : ৯-১০)
ঈসা পৃথিবী ত্যাগ করার পর তিনি ভোল পাল্টে সাধু সেজে প্রচার করেন যে ঈসা তাকে দেখা দিয়ে নবী হিসেবে নিয়োগ দিয়েছেন।
আল্লাহ্র নবী হযরত ঈসা নন, কথিত সাধু পলই যে খ্রিস্টধর্মের প্রবর্তক, এর একটি বড় প্রমাণ, উইকিপিডিয়া বলছে, “খ্রিস্টধর্মের বাণীর আদি প্রচারকদের মধ্যে সন্ত পৌল (৫ খ্রিস্টপূর্বাব্দ- আনু. ৬৭ খ্রিস্টাব্দ) বিশেষভাবে উল্লেখযোগ্য; বাইবেলের নতুন নিয়মের ২৭টি পুস্তকের মধ্যে ১৩টিই তিনি রচনা করেন।”
79,448 total views, 33 views today
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
মন্তব্য (১ টি)
Good
জানুয়ারী ২২, ২০২০, ৮:২৫ অপরাহ্ন