রচনা : মুফতি মনসূরুল হক
প্রকাশনা : মাকতাবাতুল মানসূর, প্রচ্ছদ : মাওলানা মাহমূদুল হাসান
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬, মুদ্রিত মূল্য : ২২০ টাকা
ইসলামী জ্ঞান-গবেষণা ও নির্দেশনার জগতে শ্রদ্ধেয় আলেম শাইখুল হাদীস মুফতি মনসূরুল হক মহোদয়ের মূল্যবান অবদান কমবেশি অনেকেই জানেন। হযরতের ইলমি বিচরণক্ষেত্র ক্রমেই প্রসারিত হয়ে চলছে।
মুফতি সাহেব হুজুরের লিখিত আলোচ্য এ বইটি খ্রিস্টধর্মের ওপর একটি বস্তুনিষ্ঠ পর্যালোচনা গ্রন্থ। এতে একজন পাঠককে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে খ্রিস্টধর্মের ব্যাপারে চিন্তা-ভাবনার আহ্বান জানানো হয়েছে। সঙ্গত কারণেই এতে আক্রমণাত্মক ও বিদ্বেষমূলক আচরণ কিংবা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কোনো উচ্চারণ সতর্কতার সাথে পরিহার করার চেষ্টা করা হয়েছে। ধর্মীয় গোঁড়ামী ও সংকীর্ণতা, অতিরঞ্জন ও অসতর্কতা এড়িয়ে সত্য ও ন্যায়ের পথ গ্রহণের নিবেদন করা হয়েছে।
মূল্যবান এ বইটিতে খ্রিস্টধর্মের মৌলিক ছয়টি বিষয় নিয়ে তিনি পর্যালোচনা করেছেন। বিষয়গুলো –
১. খ্রিস্টধর্মে অনুসরণীয় কে? যীশু খ্রিস্ট, নাকি সেন্ট পল?
২. ‘বাইবেল’ আল্লাহর নাযিলকৃত তাওরাত ও ইঞ্জিল, নাকি সেন্ট পলের ধর্মগ্রন্থ?
৩. খ্রিস্টধর্মে স্রষ্টা একজন, নাকি তিনজন?
৪. খ্রিস্টধর্মে ঈসা ‘আলাইহিস সালামের অন্তর্ধান: ক্রুশে হত্যা করা হয়েছে, নাকি সশরীরে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে?
৫. হযরত ঈসা ‘আলাইহিস সালামের নবুয়ত সর্বজনীন, নাকি কেবল বনী ইসরাঈলের জন্য?
৬. শেষ নবী কে? হযরত ঈসা ‘আলাইহিস সালাম, নাকি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম?
পর্যালোচনা সংক্ষিপ্ত হলেও সংশ্লিষ্ট বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার নিমিত্তে যথেষ্ট দলীল-প্রমাণের আলোকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আলোচনা সমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আশা করা যায়, সত্যসন্ধানী পাঠক খ্রিস্টধর্মের ওপর এ দালীলিক ও নিরপেক্ষ পর্যালোচনা মূল্যায়ন করবেন এবং এ পর্যালোচনার আবেদন ও নিবেদনের সঙ্গে ঐকমত্য পোষণ করবেন।
বইটি কিভাবে সংগ্রহ করবেন? আপনার কাছাকাছি বইয়ের দোকান থেকে সশরীরে সংগ্রহ করুন। অথবা অনলাইনে ডাউনলোড করে নেয়ারও সুযোগ আছে। লিঙ্ক –
সরাসরি প্রকাশনী – মাকতাবাতুল মানসূর, মুহাম্মাদপুর, ঢাকা।
ইমেইল – darsemansur@gmail.com.
64,095 total views, 15 views today
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
মন্তব্য (০ টি)