মুসলিম : পৃথিবীতে থাকাকালে যিশু কি কারো উপাসনা করেছেন?
খ্রিস্টান : হ্যাঁ।
মুসলিম : তিনি কার উপাসনা করেছেন?
খ্রিস্টান : ঈশ্বরের।
মুসলিম : ঈশ্বর কে?
খ্রিস্টান : যিশু।
মুসলিম : ঈশ্বরের কি কোনো শুরু আছে?
খ্রিস্টান : না।
মুসলিম : তাহলে ২৫শে ডিসেম্বর কার জন্মদিবস পালন করা হয়?
খ্রিস্টান : যিশুর।
মুসলিম : যিশু কি ঈশ্বর?
খ্রিস্টান : হ্যাঁ।
মুসলিম : ঈশ্বর কোথায় আছেন?
খ্রিস্টান : স্বর্গে।
মুসলিম : স্বর্গে কতোজন ঈশ্বর আছেন?
খ্রিস্টান : একমাত্র ঈশ্বর।
মুসলিম : যিশু এখন কোথায় আছেন?
খ্রিস্টান : তিনি তাঁর পিতার ডানপাশের আসনে আসীন আছেন।
মুসলিম : স্বর্গে কতোজন ঈশ্বর আসীন রয়েছেন?
খ্রিস্টান : একজনই।
মুসলিম : তো সেখানে ঈশ্বরের আসনসংখ্যা কয়টি?
খ্রিস্টান : একটিই।
মুসলিম : যিশু কোথায় আছেন?
খ্রিস্টান : ঈশ্বরের পাশেই আছেন।
মুসলিম : একটি আসনে তাঁরা কিভাবে আসীন হয়েছেন?
খ্রিস্টান : ………………………?
আল্লাহপাক পবিত্র কুরআনে পরিষ্কার করে বলছেন,
“হে কিতাবীরা! স্বীয় দীনের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না এবং আল্লাহ্র উপর সত্য ব্যতীত কিছু বলো না। মারিয়াম-তনয় ঈসা মাসীহ্ কেবল আল্লাহ্র রাসূল এবং তাঁর বাণী, যা তিনি মারিয়ামের কাছে পাঠিয়েছিলেন ও তাঁর পক্ষ থেকে রূহ্। কাজেই তোমরা আল্লাহ্ ও তাঁর রাসূলদের উপর ঈমান আনো এবং বলো না, ‘তিন! নিবৃত্ত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ্ই তো এক ইলাহ্; তাঁর সন্তান হবে — তিনি এটা থেকে পবিত্র, মহান। আসমানসমূহে যা-কিছু আছে ও যমিনে যা-কিছু আছে, সব আল্লাহ্রই; আর কর্মবিধায়করূপে আল্লাহ্ই যথেষ্ট।” (সূরা নিসা : আয়াত ১৭১)
বাইবেল বলছে,
“… God is not the author of confusion …” (Corinthians 14:33 ).
“God is not a man, that he should lie; neither the son of man, that he should repent: hath he said, and shall he not do it? or hath he spoken, and shall he not make it good?.” (Numbers (23:19) King James Version.”
মন্তব্য (০ টি)