ইসলামগ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার জে কিম। ইসলাম গ্রহণের সোনালী মুহূর্তটির একটি ভিডিও আপলোড করেছেন তার ইউটিউব চ্যানেলে।
৬ মিনিটের ভিডিওতে দেখা যায়, ঈমানের প্রাথমিক বিষয়গুলো তাকে শেখাচ্ছেন দু’একজন আলেম। মগ্ন হয়ে শুনছেন জে কিম। বদলে গেছে জে কিমের ইউটিউব চ্যানেলের কাভার পিকচারও। কালো গম্বুজে তার নামের ওপরে লিখে দিয়েছেন ‘আলহামদুলিল্লাহ!’
আগে থেকেই ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলে বিভিন্ন বিষয়ে ব্লগ করতেন জে কিম। এবার পাকাপাকি ইসলাম গ্রহণ করেই নিলেন। তার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার ৫ লাখ ৯১ হাজার।
ইসলাম গ্রহণের পর জে কিম লিখেন, ‘যখন থেকে আমি ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হলাম, আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমি এখনও পূর্ণ প্রস্তুত নই, তবু একটু একটু করে ভালো মুসলিম হয়ে উঠবো। যদিও আমি আগে অনেক পাপ করেছি, এখন তাওবা করে শুদ্ধ হতে চাই। আমি জন্মগত মুসলিম নই। কিন্তু আমার বিশ্বাস, আল্লাহ সবসময় আমার সঙ্গেই ছিলেন। সঠিক পথ দেখানোর জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।’
সৌজন্যে : fateh24.com, সেপ্টেম্বর ২৮, ২০১৯
3,595 total views, 23 views today
মন্তব্য (২ টি)
অনুপ্রেরণাদায়ক!
জানুয়ারী ২০, ২০২০, ৯:০৮ অপরাহ্নআসুন, নিজ নিজ ঈমানকে নবায়ন করি!
জানুয়ারী ২০, ২০২০, ৯:১৪ অপরাহ্ন