মুহসিনুদ্দীন মাহমূদ ।।
বাহা’ই ধর্ম একটা ধূম্রজাল সৃষ্টি করে চলে যে, এটি কি ইসলাম, না ভিন্ন কোনো ধর্ম?
পথে পথে মেয়েদের পর্দা ছিঁড়ে ফেলে আল্লাহ্র সাথে খোলাখুলি বিদ্রোহ ঘোষণা করে এর সূচনা হলেও এই ধর্মের প্রবক্তা উপাধি ধারণ করেছে ‘বাহাউল্লাহ্‘, আল্লাহ্র মহিমা বা উজ্জ্বল দীপ্তি!
ইসলামকে, তথা আল্লাহ্র রাসূল মুহাম্মাদের শরীয়াহ্কে (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যাখ্যান করেও এই ধর্মের অনুসারীরা নিজেদের নাম রাখে ‘আজিজ মোহাম্মদ ভাই (বাহা’ই ব্যবসায়ী)’, ‘মোহাম্মদ ভাই (আজিজ বাহা’ইয়ের বাবা)’, ‘খাদিজা ভাই (আজিজ বাহা’ইয়ের মা)’, ‘মোহাম্মদ ইয়াসিন (‘বাংলাদেশে বাহা’ই ধর্ম” বইয়ের লেখক ও বাহা’ই সংগঠক)’!
উদ্দেশ্য পরিষ্কার! ইসলামের বিনাশ সাধনের লক্ষ্যে ধোঁকা, প্রতারণা ও ধূম্রজাল সৃষ্টি।
6,490 total views, 1 views today
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
মন্তব্য (০ টি)