মানুষের সেবা

আবদুল কাদির ।।

হাশরের দিন বলিবেন খোদা- হে আদম সন্তান
তুমি মোরে সেবা কর নাই যবে ছিনু রোগে অজ্ঞান।

মানুষ বলিবে – তুমি প্রভু করতার,
আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার?

বলিবেন খোদা- দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে,
তারি শুশ্রূষা করিলে তুমি যে সেথায় পাইতে মোরে।

খোদা বলিবেন- হে আদম সন্তান,
আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি কর নাই দান।

মানুষ বলিবে- তুমি জগতের প্রভু,
আমরা কেমনে খাওয়াব তোমারে, সে কাজ কি হয় কভু?

বলিবেন খোদা- ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে,
মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে।

পুনরপি খোদা বলিবেন- শোন হে আদম সন্তান,
পিপাসিত হয়ে গিয়েছিনু আমি, করাও নি জল পান।

মানুষ বলিবে- তুমি জগতের স্বামী,
তোমারে কেমনে পিয়াইব বারি, অধম বান্দা আমি?

বলিবেন খোদা- তৃষ্ণার্ত তোমা ডেকেছিল জল আশে,
তারে যদি জল দিতে তুমি তাহা পাইতে আমায় পাশে।

একটি পবিত্র ‘হাদীসে কুদসী’ অনুসরণে রচিত। সহীহ মুসলিমে সংকলিত ২৫৬৯ ক্রমের হাদিসটি –

ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ” ﺇِﻥَّ ﺍﻟﻠﻪَ ﻋَﺰَّ ﻭَﺟَﻞَّ ﻳَﻘُﻮﻝُ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ : ﻳَﺎ ﺍﺑْﻦَ ﺁﺩَﻡَ ﻣَﺮِﺿْﺖُ ﻓَﻠَﻢْ ﺗَﻌُﺪْﻧِﻲ، ﻗَﺎﻝَ : ﻳَﺎ ﺭَﺏِّ ﻛَﻴْﻒَ ﺃَﻋُﻮﺩُﻙَ؟ ﻭَﺃَﻧْﺖَ ﺭَﺏُّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ، ﻗَﺎﻝَ : ﺃَﻣَﺎ ﻋَﻠِﻤْﺖَ ﺃَﻥَّ ﻋَﺒْﺪِﻱ ﻓُﻠَﺎﻧًﺎ ﻣَﺮِﺽَ ﻓَﻠَﻢْ ﺗَﻌُﺪْﻩُ، ﺃَﻣَﺎ ﻋَﻠِﻤْﺖَ ﺃَﻧَّﻚَ ﻟَﻮْ ﻋُﺪْﺗَﻪُ ﻟَﻮَﺟَﺪْﺗَﻨِﻲ ﻋِﻨْﺪَﻩُ؟ ﻳَﺎ ﺍﺑْﻦَ ﺁﺩَﻡَ ﺍﺳْﺘَﻄْﻌَﻤْﺘُﻚَ ﻓَﻠَﻢْ ﺗُﻄْﻌِﻤْﻨِﻲ، ﻗَﺎﻝَ : ﻳَﺎ ﺭَﺏِّ ﻭَﻛَﻴْﻒَ ﺃُﻃْﻌِﻤُﻚَ؟ ﻭَﺃَﻧْﺖَ ﺭَﺏُّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ، ﻗَﺎﻝَ : ﺃَﻣَﺎ ﻋَﻠِﻤْﺖَ ﺃَﻧَّﻪُ ﺍﺳْﺘَﻄْﻌَﻤَﻚَ ﻋَﺒْﺪِﻱ ﻓُﻠَﺎﻥٌ، ﻓَﻠَﻢْ ﺗُﻄْﻌِﻤْﻪُ؟ ﺃَﻣَﺎ ﻋَﻠِﻤْﺖَ ﺃَﻧَّﻚَ ﻟَﻮْ ﺃَﻃْﻌَﻤْﺘَﻪُ ﻟَﻮَﺟَﺪْﺕَ ﺫَﻟِﻚَ ﻋِﻨْﺪِﻱ، ﻳَﺎ ﺍﺑْﻦَ ﺁﺩَﻡَ ﺍﺳْﺘَﺴْﻘَﻴْﺘُﻚَ، ﻓَﻠَﻢْ ﺗَﺴْﻘِﻨِﻲ، ﻗَﺎﻝَ : ﻳَﺎ ﺭَﺏِّ ﻛَﻴْﻒَ ﺃَﺳْﻘِﻴﻚَ؟ ﻭَﺃَﻧْﺖَ ﺭَﺏُّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ، ﻗَﺎﻝَ : ﺍﺳْﺘَﺴْﻘَﺎﻙَ ﻋَﺒْﺪِﻱ ﻓُﻠَﺎﻥٌ ﻓَﻠَﻢْ ﺗَﺴْﻘِﻪِ، ﺃَﻣَﺎ ﺇِﻧَّﻚَ ﻟَﻮْ ﺳَﻘَﻴْﺘَﻪُ ﻭَﺟَﺪْﺕَ ﺫَﻟِﻚَ ﻋِﻨْﺪِﻱ

 28,897 total views,  12 views today


মন্তব্য (০ টি)

মন্তব্য করুন