যে আল্লাহ্‌র কথা শোনে

কাজী নজরুল ইসলাম ।।

যে আল্লাহ্‌র কথা শোনে
তাঁরই কথা শোনে লোকে।
আল্লাহ্‌র নূর যে দেখেছে
পথ পায় লোক তার আলোকে।।

যে আপনার হাত দেয় আল্লাহ্‌য়
জুল্‌ফিকারের তেজ সে পায়,
যার চোখে আছে খোদার জ্যোতি
রাত্রি পোহায় তাঁরই চোখে।।

ভোগের তৃষ্ণা মিটেছে যার
খোদার প্রেমের শিরনি পেয়ে,
যায় বাদ্‌শা-নবাব গোলাম হ’য়ে
সেই ফকিরের কাছে যেয়ে।

আসে সে-ই কওমের ইমাম সেজে
কওমকে পেয়েছে যে,
তাঁরই কাছে খোদার দেওয়া
শান্তি আছে দুখে-শোকে।।

 32,342 total views,  10 views today


মন্তব্য (০ টি)

মন্তব্য করুন