ওলিউর রহমান ।।
পাকিস্তানের পরিচিত অভিনেতা হামযাহ আলী আব্বাসী শোবিজের অন্ধকার জগত ত্যাগ করে দীনের পথে চলার ঘোষণা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ২৩ মিনিটের এক ভিডিও বার্তায় হামাযাহ তার এ সিদ্ধান্তের কথা জানান। এবং এটিকে তার জীবনের সেরা সিদ্ধান্ত বলেও আখ্যায়িত করেন।২৩ মিনিটের ভিডিও বার্তায় হামাযাহ আব্বাসী বলেন, ফিল্মের অন্ধকার জগত থেকে আমি বেরিয়ে আসব। আমি দীন শিখব। তালিবে ইলমদের কাছ থেকে শিখব। সাধারণ দীনদার লোকদের থেকে শিখব। এখন থেকে আমি আমি আমার জীবনের ভিত্তি বানাব আল্লাহ, ইসলাম, মওত ও আখেরাতের ফিকির।
এদিকে হামযাহ আব্বাসীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্যোশাল মিডিয়ায় অনেকে লিখছেন, হামযাহ আব্বাসী হবেন পাকিস্তানের নতুন জুনাইদ জামশেদ।
সৌজন্যে : ISLAMTIME24.COM, ১৫ নভেম্বর, ২০১৯
21,474 total views, 3 views today
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
মন্তব্য (০ টি)