সত্যধর্ম অন্বেষণ

মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ ।।

কর কর সবে সত্যধর্ম অন্বেষণ
অসার অলীক ধর্ম দাও দাও বিসর্জন

যে ধর্মে আশ্রয় নিলে,
মোক্ষ হবে পরকালে,

সে ধর্ম লভিতে ভাই হও সবে সযতন
তাহলে অন্তিমে ‘পরমপদ’ হইবে দরশন।

 4,688 total views,  21 views today


মন্তব্য (০ টি)

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না