হৃদয়মাঝে ঈশ্বরকে প্রতিষ্ঠার উপায়

মূর্তিপূজা ২

মুহসিনুদ্দীন মাহমূদ ।।

বাংলাদেশ স্কুল টেক্সট বুক বোর্ড থেকে প্রকাশিত নবম-দশম শ্রেণির ‘হিন্দুধর্ম শিক্ষা’ বইতে মূর্তিপূজা নিয়ে দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে বলা হয়েছে, “যতদিন পর্যন্ত আপনার হৃদয়মন্দিরে সর্বভূতস্থিত ঈশ্বরকে সুপ্রতিষ্ঠিত করা না যায় ততদিন পর্যন্ত প্রতিমাদিতে ঈশ্বরের অর্চনা করতেই হবে।”

অর্থাৎ কেউ যদি সামনে মূর্তি, ছবি ইত্যাদি কিছু না দেখেও প্রকৃত মালিককে হৃদয় দিয়ে অনুভব করতে পারেন, হিন্দুধর্মই বলে, তার আর মূর্তি বা ছবি পূজা করার প্রয়োজন নেই।

প্রশ্ন হচ্ছে, ইসলাম গ্রহণ করলেই তো না দেখেও মহান আল্লাহ্‌কে হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়। তাহলে হাজার হাজার বছর ধরে কেন এই অপেক্ষা?

তাই হিন্দু ভাইবোনদেরকে প্রস্তাব করছি, হৃদয়মাঝে ঈশ্বরকে প্রতিষ্ঠার জন্যে মূর্তিপূজা না করে ইসলামগ্রহণ করুন!

 35,512 total views,  2 views today


মন্তব্য (০ টি)

মন্তব্য করুন