২ আগস্ট, ২০২০
দাওয়াত কেন অকার্যকর হয়
মুফতি মুহাম্মাদ রফী উসমানী ।। এই যামানায় দাওয়াতের কাজ পরিপূর্ণ কার্যকর না হওয়ার দু'টি কারণ। একটি হলো, যামানার ফাসাদ এবং হারামের অধিক ছড়াছড়ির কারণে ব্যাপকহারে মানুষের অন্তর শক্ত এবং গাফেল হয়ে গেছে। হক কবুল করার তওফিক কমে গেছে এবং আল্লাহ্র আযাবের শিকার হয়ে গেছে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষের অন্তর উপুড় হয়ে যাবে, তখন তাদের অন্তর থেকে ভালো-মন্দের বিচার এবং জায়েয-নাজায়েযের পার্থক্য করার ক্ষমতা নিঃশেষ হয়ে