১৫ অক্টোবর, ২০২০
আরমোগানে দাওয়াত
রচনা : মাওলানা মুহাম্মাদ কালীম সিদ্দিকীঅনুবাদ : মাওলানা মুজীবুর রহমান কাসেমী, সম্পাদনা : শাইখুল হাদীস মাওলানা নাজমুদ্দীনপ্রকাশনা : দাওয়াহ প্রকাশন, পৃষ্ঠাসংখ্যা : ১২৮, নির্ধারিত মূল্য : ৭০ টাকা মাওলানা মুহাম্মাদ কালীম সিদ্দিকী একজন দা‘ঈ ইলাল্লাহ্, মানবতার দরদী বন্ধু। তাঁর হৃদয়নিংড়ানো, মহব্বতভরা আবেদন ও আহ্বান এই ‘আরমোগানে দাওয়াত’ বা দাওয়াতের উপহার। এতে তিনি স্রষ্টার মহব্বতে পথহারা মানুষকে তার সৃষ্টিকর্তার পথের সন্ধান দিতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছেন। দাওয়াত ইলাল্লাহ্ তথা অমুসলিমদেরকে