১৬ মার্চ, ২০২০
মুসলিম সভ্যতায় মৃত্যুচিন্তা
মুজাহিদুল ইসলাম ।। মৃত্যু একটি শব্দ। শব্দের বহনকৃত অর্থ ও পূর্বাপর অবস্থা মানবজীবনে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। গতকালের প্রশ্ন। বর্তমানের প্রশ্ন। আগামীকালের প্রশ্ন। যুবকের প্রশ্ন। বৃদ্ধের প্রশ্ন। দাঙ্গাবিক্ষুব্ধ বিশ্বে তা আজ আরো বেশি প্রাসঙ্গিক। মৃত্যু যেখানে চারপাশ থেকে শুধু ছুটে আসছে। মুসলিমের জন্য তো অবশ্যই। মৃত্যু ও হাশর-নশর মুসলিমের অপরিবর্তনীয় মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। এই অবধারিত মৃত্যুটা কী, মুসলিম মন কিভাবে ধারণ করবে এই চিন্তা, ভয়ের সাথে নাকি স্বাভাবিকভাবে? মৃত্যুভয় কাটিয়ে ওঠার