২৩ জুলাই, ২০২০
আমার ইসলাম বরণের অভিযাত্রা : ১
মাওলানা সাইফুর রহমান ।। আমরা খাগড়াছড়ির বাড়িতে থাকতাম। বাবা শংকর ঘোষ একজন পশু-চিকিৎসক। তাঁর কর্মস্থল কুমিল্লা। আমরা ছিলাম হিন্দু সনাতন ধর্মের অনুসারী। কালীপূজা, দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মীপূজা - এসব পূজার সময়ে বাবা-মা-ভাই-বোন সবাই মিলে মন্দিরে যেতাম। ঠাকুর পূজা পরিচালনা করতেন। মাটির পাত্রে ধূপধোঁয়া আর দেবীমূর্তির সামনে কলা, সাগু, চিড়া, দুধ - এসব প্রসাদ। সামনে সারিবাঁধা মোমবাতি, আগরবাতি জ্বলতো। ঠাকুর আমাদের হাতে ফুলপাতা তুলে দিলে আমরা সেই অর্ঘ নিয়ে করজোরে মানুষেরই