২১ আগস্ট, ২০২০
মক্কা শহর আঁধার যুগে
ফররুখ আহমদ ।। নদী নাই, নালা নাই, না মেলে নহরআরব মুলুকে ভাই মক্কা শহর;চার দিকে ধূধূ বালু, নাই গাছপালা,পানি পানি করে শুধু বেড়ে যায় জ্বালা;খা-খা করে রোদ্দুর সারা দিনমান,আগুনের তাপ লেগে যায় যেন জান;সবুজের ছোপ নাই কোনখানে, আরমাঝে মাঝে দেখা যায় মস্ত পাহাড়! পাহাড়ের চেয়ে আরো কঠোর, কঠিনলোকগুলো সে দেশের দয়া মায়াহীন;মিলমিশ নাই মনে, নাই কওয়া-বলাছোট ছোট বাচ্চাকে মারে টিপে গলা;পাথরের মত মন যেন দেও দানামারামারি করে খুঁজে হাজার বাহানা!