বৈদিক হিন্দুধর্মে মূর্তিপূজা নিষিদ্ধ ও নিন্দনীয়

স্বামী দয়ানন্দ সরস্বতী ।।

প্রশ্ন: মূর্তিপূজা কোত্থেকে এলো?

উত্তর: মূর্তিপূজা বৈদিক হিন্দুধর্মবহির্ভূত চর্চা। স্বার্থান্বেষী মহল এটি জৈনদের কাছ থেকে এনে সংযোজন করেছে।

প্রশ্ন: জৈনরা মূর্তিপূজার ধারণা কিভাবে পেয়েছে?

উত্তর: নিজেদের মূর্খতা থেকে।

প্রশ্ন: জৈনরা বলে- শান্ত, ধ্যানমগ্ন, উপবিষ্ট মূর্তি দর্শন করা হলে নিজের আত্মার শুভ পরিণাম সেরূপই হয়ে থাকে।

উত্তর: জীব সচেতন, কিন্তু মূর্তি অচেতন। তবে কি জীবও মূর্তির মতো জড় হয়ে যাবে? মূর্তিপূজা তো একটি পাষণ্ড মত; জৈনরা এটা চালু করেছে।

প্রশ্ন: বৈষ্ণব ও অন্যান্য সম্প্রদায় মূর্তিবিষয়ে জৈনদের অনুকরণ করেনি। কেননা, বৈষ্ণবদের মূর্তি আর জৈনদের মূর্তি ভিন্ন হয়ে থাকে।

উত্তর: হ্যাঁ, একথা সত্য যে, জৈনদের অনুকরণে মূর্তি নির্মিত হলে জৈনদের সাথে সম্পূর্ণ মিলে যেত। জৈনরা ‘বিবস্ত্র মূর্তি’ তৈরি করে, আর বৈষ্ণবরা ‘শৃঙ্গারযুক্ত মূর্তি’ নির্মাণ করে। জৈনরা শঙ্খ-ঘণ্টা-কাঁসর ইত্যাদি বাজায় না। কিন্তু বৈষ্ণব প্রভৃতি সম্প্রদায় মহাকোলাহল করে থাকে।

এভাবেই তো বৈষ্ণবাদি সম্প্রদায় জৈনদের ‘জাল’ থেকে রক্ষা পেয়ে নতুন ‘লীলায়’ জড়িত হয়েছে! তারা ব্যাস প্রমুখ মহর্ষির নামে মনগড়া অসম্ভব গল্প রচনা করে সেসব গ্রন্থের ‘পুরাণ’ নাম দিয়ে কথকতাও আরম্ভ করেছে।

পাথরের মূর্তি নির্মাণ করে গুপ্ত কোনো পর্বতে, অরণ্যে রেখে আসতো। পরে চেলাদের মাধ্যমে প্রচার করতো, রাতে মহাদেব, পার্বতী, রাধাকৃষ্ণ, সীতারাম, লক্ষ্মীনারায়ণ, ভৈরব, হনুমান প্রভৃতি তাকে স্বপ্নে বলে দিয়েছেন, ‘আমি অমুক স্থানে আছি, আমাকে সে স্থান থেকে এনে মন্দিরে স্থাপন করো এবং তুমি আমার পূজারী হলে মনোবাঞ্ছিত ফল প্রদান করবো।’

জ্ঞানান্ধ ধনীরা এমন কথাকে সত্য বলে বিশ্বাস করে জিজ্ঞাসা করতো, ‘এখন এই মূর্তি কোথায় আছে?’ তখন স্বার্থান্বেষীরা বলতো, ‘অমুক পর্বতে বা অরণ্যে আছে; আমার সঙ্গে চলো, দেখাব।’ তখন জ্ঞানান্ধ সেই ধূর্তের সঙ্গে সে স্থানে গিয়ে মূর্তিদর্শন করতো এবং আশ্চর্য হয়ে তার পায়ে পড়ে বলতো, ‘আপনার এই দেবতার বড়ই কৃপা; এবার একে আপনি নিয়ে চলুন, আমি মন্দির নির্মাণ করে দিব। মন্দিরে এই দেবতার স্থাপনা করে আপনিই পূজা করবেন। আমরাও মনোবাঞ্ছিত ফল লাভ করবো।’

একজনের এরূপ লীলাখেলা রচনার পর দেখাদেখি অন্যান্য স্বার্থান্বেষীরাও তাদের জীবিকার্থে ছলনা-কপটতা নিয়ে মূর্তি স্থাপন করতে লাগলো।

প্রশ্ন: পরমেশ্বর নিরাকার, তাই তাঁকে ধ্যান করা যায় না। এজন্য অবশ্যই মূর্তি থাকা উচিত। ভেবে দেখতে পারেন, যে লোক কিছুই করে না, সেও যদি মূর্তির সামনে গিয়ে করজোড়ে পরমেশ্বরের নাম স্মরণ ও নাম উচ্চারণ করে, এতে ক্ষতি কী?

উত্তর: পরমেশ্বর নিরাকার এবং সর্বব্যাপক। তাঁর মূর্তিই নির্মিত হতে পারে না। আর যদি মূর্তি দর্শনমাত্রই পরমেশ্বরের স্মরণ হয়, তাহলে ঈশ্বরসৃষ্ট পৃথিবী, জল, অগ্নি, বায়ু, বনস্পতি ইত্যাদি বহুকিছুই তো রয়েছে, যাতে রয়েছে বিস্ময়কর গঠনকৌশল, সেসব দেখে কি পরমেশ্বরের স্মরণ হতে পারে না?

মূর্তির সামনে উপস্থিত না হলে যদি পরমেশ্বরের স্মরণ না হয়, তবে তো অপরাধীরা নির্জন স্থান পেয়ে চুরি, লাম্পট্য ইত্যাদি না-না কুকর্মে রত হতে পারে। কেননা, সে জানে যে এসময় এখানে কেউ আমাকে দেখছে না। ফলে সে অনর্থ না করে পারে না। এরূপ পাষাণমূর্তির পূজায় অনেক দোষ ঘটে।

অন্যদিকে, যিনি পাষাণমূর্তিকে না মেনে সর্বব্যাপক, সর্বান্তর্যামী এবং ন্যায়কারী পরমাত্মাকে সর্বত্র জানেন এবং মানেন, তিনি তাঁকে সকলের সদসৎ কর্মের দ্রষ্টা বলেই স্মরণ করেন এবং তিনি স্বয়ং পরমাত্মা থেকে ক্ষণমাত্রও দূরে নন জেনে কুকর্ম করাতো দূরে থাকুক, কুকর্মের চিন্তাও করতে পারেন না। কারণ তিনি জানেন, যদি আমি কথা, চিন্তা বা কাজ দিয়ে কোনো কুকর্ম করি, তবে অন্তর্যামীর ন্যায়বিধানে কিছুতেই দণ্ড থেকে অব্যাহতি পাবো না।

প্রশ্ন: আমরাও জানি যে, পরমেশ্বর নিরাকার, কিন্তু যেকোন সাকার রূপ ধারণ করতে পারেন। তিনি শিব, বিষ্ণু, গণেশ, সূর্য, দেবী প্রভৃতির শরীর ধারণ করে এবং রাম, কৃষ্ণ প্রমুখ রূপে অবতীর্ণ হয়েছিলেন। একারণেই তাঁদের মূর্তি নির্মিত হয়। এও কি মিথ্যা?

উত্তর: অবশ্যই মিথ্যা। কারণ ‘অজ একপাৎ’, ‘অকায়ম্’ ইত্যাদি বিশেষণ দিয়ে বেদে বলা হয়েছে, পরমেশ্বর জন্ম-মরণ রহিত। তিনি শরীর ধারণ করেন না। তাই এসব যুক্তি দিয়ে পরমেশ্বরের অবতারও কখনও সিদ্ধ হতে পারে না। তিনি আকাশবৎ সর্বত্র ব্যাপক ও অনন্ত। তিনি সুখদুঃখ, দৃশ্য প্রভৃতি সীমাবদ্ধতা থেকে মুক্ত। তিনি এক ক্ষুদ্র বীর্যে, গর্ভাশয়ে এবং ক্ষুদ্র শরীরে কিরূপে আসতে পারেন?

প্রশ্ন: যেহেতু পরমেশ্বর সর্বব্যাপক, সেহেতু তিনি মূর্তিতেও আছেন। কাজেই যেকোন পদার্থে ইচ্ছামত ভাবনা আরোপ করে তাঁর পূজা করা কি ভালো না?

উত্তর: বরং চিন্তা করো, যেহেতু পরমেশ্বর সর্বব্যাপক, সেহেতু তাঁকে কোনো বস্তু-বিশেষে ভাবনা করা, অন্যত্র না করা, এ যেন কোনো চক্রবর্তী রাজাকে পুরো রাজ্যসত্তা থেকে বিচ্যুত একটি ক্ষুদ্র পর্ণকুটীরের অধিপতি মনে করা। দেখ, এটা কতো বড় অপমান!

যদি পরমেশ্বরকে ব্যাপক বলেই মানো, তাহলে উদ্যান থেকে পুষ্প-পত্র ছিন্ন করে তাঁকে অর্পণ করো কেন? চন্দন ঘর্ষণ-লেপন করো কেন? ধুপ জ্বালাও কেন? ঘণ্টা-কাঁসি-ঘড়িয়াল-ঝাঁজে লাঠি দিয়ে আঘাত করো কেন? পরমেশ্বর তোমার হাতেও আছেন, তবে হাতজোড় করো কেন? তিনি অন্ন এবং জলাদিতে আছেন, তবে তাঁকে নৈবেদ্য অর্পণ করো কেন? তিনি জলে আছেন, তবে তাঁকে স্নান করাও কেন? ‘আমি পরমেশ্বরের পূজা করছি’, এমন মিথ্যা কথা না বলে ‘আমি প্রস্তরাদির পূজারী’ – এই সত্য কথাটাই বলো!

প্রশ্ন: হ্যাঁ মহাশয়! যতক্ষণ বেদমন্ত্র দিয়ে আবাহন করা না হয়, ততক্ষণ পর্যন্ত দেবতা আগমন করেন না। কিন্তু আবাহন করা হলে তৎক্ষণাৎ দেবতা আগমন করেন এবং বিসর্জন করা হলে চলেও যান।

উত্তর: যদি মন্ত্র পড়ে আবাহন করলেই দেবতা উপস্থিত হন, তবে মূর্তি সচেতন হয় না কেন? বিসর্জন করলেই তিনি চলে যান কেন? সেই দেবতার কোত্থেকে আগমন ঘটে, কোথায়ই বা তিনি চলে যান?

অন্ধরা, শোনো! পরমাত্মা আগমনও করেন না, গমনও করেন না। যদি মন্ত্রবলে পরমেশ্বরকে আবাহন করে আনাতে পারো, তবে সেই মন্ত্রবলে স্বীয় মৃতপুত্রের শরীরে জীবনকে আবাহন করে আনতে পারো না কেন? শত্রুশরীরের জীবাত্মা বিসর্জন করে তাকে মারতে পারো না কেন?

নির্বোধ, সরলমতি ভাইসব! স্বার্থান্বেষীরা তোমাদেরকে প্রতারিত করে স্বার্থসিদ্ধ করে থাকে। বেদে পাষাণাদি মূর্তির পূজা করা, পরমেশ্বরের আবাহন-বিসর্জন করার একটি অক্ষরও নাই।

প্রশ্ন: “প্রাণা ইহাগচ্ছন্তু সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা।
আত্মেহাগচ্ছতু সুখং চিরং তিষ্ঠতু স্বাহা।
ইন্দ্রিয়াণীহাগচ্ছন্তু সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা।।”

আমরা তো জানি এসব বেদমন্ত্র রয়েছে। আপনি নাই বলছেন কেন?

উত্তর: আরে ভাই। একটু অনুসন্ধান করো! এগুলি কপোলকল্পিত, বামমার্গীদের বেদবিরুদ্ধ তন্ত্রগ্রন্থোক্ত পোপরচিত পংক্তি, মোটেও বেদ-বচন নয়!

প্রশ্ন: তন্ত্র কি মিথ্যা?

উত্তর: হ্যাঁ, সম্পূর্ণ মিথ্যা! বেদে যেমন আবাহন, প্রাণ-প্রতিষ্ঠা, পাষাণমূর্তি বিষয়ে একটি মন্ত্রও নাই, সেরূপ ‘স্নানং সমর্পয়ামি’ ইত্যাদি বচনও নাই। অর্থাৎ এতটুকুও নাই যে, ‘পাষাণাদিমূর্ত্তিং রচয়িত্বা মন্দিরেষু গন্ধাদিভি রর্চয়েৎ’, অর্থাৎ পাষাণ-মূর্তি নির্মাণ করে মন্দিরে স্থাপন করবে এবং চন্দন, আতর, তণ্ডুল ইত্যাদি দিয়ে পূজা করবে – এমন কথার লেশমাত্রও নাই।

প্রশ্ন: যদি বেদে বিধি না থাকে, তবে খণ্ডনও থাকার কথা না। যদি খণ্ডন থাকে, তবে মূর্তি থাকলেই তো খণ্ডন হতে পারে!

উত্তর: বিধি তো নাই-ই, অধিকন্তু পরমেশ্বরের স্থলে অন্য কোনো পদার্থকে পূজনীয় না মানার নির্দেশ আছে। শোনো, এইরূপ আছে –

“অন্ধতমঃ প্রবিশন্তি য়ে সম্ভুতি মুপাসতে।
ততো ভূয় ইব তে তমো য় উ সম্ভুত্যা রতাঃ।”। ১।। যজুঃ।।অ০৪০।ম০৯।।

যারা ব্রহ্মের স্থানে ‘অসম্ভুতি’ অর্থাৎ অনুৎপন্ন অনাদি প্রকৃতি কারণের উপাসনা করে, তারা অন্ধকার অর্থাৎ অজ্ঞানতা এবং দুঃখসাগরে নিমগ্ন হয়। আর যারা ব্রহ্মের স্থানে ‘সম্ভুতি’ অর্থাৎ কারণ থেকে উৎপন্ন কার্যরূপ পৃথিবাদি ভূত, পাষাণ ও বৃক্ষাদির অবয়ব এবং মনুষ্যাদির শরীরের উপাসনা করে, তারা উক্ত অন্ধকার অপেক্ষাও অধিকতর অন্ধকার অর্থাৎ মহামূর্খ চিরকাল ঘোর দুঃখরূপ নরকে পতিত হয়ে মহাক্লেশ ভোগ করে।।১।।

“ন তস্য প্রতিমা অস্তি।”।২।।যজুঃ।।অ০৩২।।ম০৩।।

যিনি সমস্ত জগতে ব্যাপক, সেই নিরাকার, পরমাত্মার প্রতিমা, পরিমাণ, সাদৃশ্য অথবা মূর্তি নাই।।২।।

“য়চ্চক্ষুষা ন পশ্যতি য়েন চক্ষুংষি পশ্যন্তি।
তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি নেদং য়দিদমুপামতে।।৩।।
য়চ্ছ্রোত্রে ন শৃণোতি য়েন শ্রোত্রমিদং শ্রুতম্।
তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি নেদং য়দিদমুপাসতে।।৪।।
য়ৎপ্রাণেন ন প্রাণিতি য়েন প্রাণঃ প্রণীয়তে।
তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি নেদং য়দিদমুপাসতে।”।৫।। কেনোপনি০।।

যিনি চোখ দিয়ে দৃষ্ট হন না কিন্তু যাঁর দ্বারা চোখ দেখতে পায়, তাঁকেই তুমি ব্রহ্ম বলে জানো এবং তাঁরই উপাসনা করো। আর যা ব্রহ্ম থেকে ভিন্ন সূর্য-বিদ্যুৎ-অগ্নি আদি জড় পদার্থ আছে, তাদের উপাসনা করো না।।৩।।

যাঁকে কান দিয়ে শোনা যায় না, কিন্তু যাঁর দ্বারা কান শ্রবণ করে, তুমি তাঁকে ব্রহ্ম বলে জানো এবং তাঁরই উপাসনা করো। তাঁর থেকে ভিন্ন শব্দ প্রভৃতির উপাসনা করো না।।৪।।

যিনি প্রাণ দিয়ে চালিত হন না, কিন্তু যাঁর দ্বারা প্রাণ গতিশীল, সেই ব্রহ্মকেই তুমি জানো এবং তাঁরই উপাসনা করো। তাঁর থেকে ভিন্ন বায়ুর উপাসনা করো না।।৫।।

তাহলে অপূর্ববিধি হয় না কোথায়!

নিষেধ প্রাপ্ত-অপ্রাপ্ত উভয়েরই হয়ে থাকে। প্রাপ্তের নিষেধ – যেমন কেহ কোথাও বসে আছে, তাকে সে স্থান থেকে তুলে দেওয়া। অপ্রাপ্তের নিষেধ – যেমন (কেহ বললো), ‘হে পুত্র, তুমি কখনও চুরি করো না, কূপে পতিত হয়ো না, অসৎ-সংসর্গ করো না’। মানুষের জ্ঞানে অপ্রাপ্ত, পরমেশ্বরের জ্ঞানে প্রাপ্তের নিষেধ করা হয়েছে। এ কারণে পাষাণাদি মূর্তির পূজা অত্যন্ত নিষিদ্ধ।

প্রশ্ন: মূর্তিপূজা করলে পুণ্য না থাকুক, পাপও তো নাই?

উত্তর: কর্ম দুই প্রকার। প্রথম, বিহিত – বেদে যেমন সত্যভাষণাদি কর্তব্য বলে প্রতিপাদিত হয়েছে। দ্বিতীয়, নিষিদ্ধ – বেদে যেমন মিথ্যাভাষণাদি অকর্তব্য বলা হয়েছে। বিহিত করলে ধর্ম, না করলে অধর্ম। সেরূপ নিষিদ্ধ কর্ম করলে অধর্ম এবং না করলে ধর্ম।

যখন তোমরা বেদনিষিদ্ধ মূর্তিপূজা প্রভৃতি কর্ম করো, তখন তোমরা পাপী হবে না কেন?

প্রশ্ন: সাকারে মন স্থির হয়, কিন্তু নিরাকারে মন স্থির হওয়া কঠিন। এজন্য মূর্তিপূজা থাকা উচিত।

উত্তর: সাকারে মন কখনও স্থির হতে পারে না। কারণ, মন সাকারকে সহসা গ্রহণ করে, তারই এক-এক অবয়বের মধ্যে বিচরণ করে এবং অন্য বস্তুর প্রতি ধাবিত হয়। কিন্তু নিরাকার অনন্ত পরমাত্মার গ্রহণে মন যথাশক্তি প্রবল বেগে ধাবিত হলেও তার অন্ত পায় না। নিরবয়ব বলে মন চঞ্চলও থাকে না। কিন্তু তাঁর গুণ-কর্ম-স্বভাব বিবেচনা করতে করতে মন আনন্দে মগ্ন হয়ে স্থির হয়ে যায়।

আর যদি সাকারে মন স্থির হতো, তাহলে জগতে সকলের মনই স্থির হতো। কারণ জগতে মানুষ স্ত্রী, পুত্র, ধন, মিত্র প্রভৃতি সাকার পদার্থে আবদ্ধ থাকে। কিন্তু নিরাকারে যুক্ত না করা পর্যন্ত কারো মন স্থির হয় না। মন নিরবয়ব বলে নিরাকারে স্থির হয়ে যায়।

অতএব, এক – মূর্তিপূজা করা অধর্ম।

দুই – মূর্তিপূজা উপলক্ষ্যে লোকেরা মন্দিরে কোটি কোটি টাকা ব্যয় করে দরিদ্র হয়ে পড়ে এবং মন্দিরে প্রমাদ ঘটে।

তিন – মন্দিরে স্ত্রী-পুরুষের মেলামেশা হয়। তাতে ব্যভিচার, কলহ-বিবাদ, রোগ ইত্যাদি উৎপন্ন হয়।

চার – মূর্তিপূজাকেই ধর্ম-অর্থ-কাম-মোক্ষের সাধন মনে করে লোকেরা পৌরুষরহিত হয় এবং বৃথা মানবজন্ম নষ্ট করে।

পাঁচ – বিবিধপ্রকার বিরুদ্ধস্বরূপ, নাম, চরিত্র ইত্যাদিবিশিষ্ট মূর্তিসমূহের কারণে পূজারীদের মধ্যে ঐক্য নষ্ট হয়। ফলে তারা বিরুদ্ধমতে চলে এবং পরস্পরের মধ্যে ভেদবৃদ্ধি সৃষ্টি করে দেশের সর্বনাশ করে।

ছয় – মূর্তিপূজার ভরসায় শত্রুর পরাজয় এবং নিজের বিজয় মনে করে মূর্তিপূজক নিশ্চেষ্ট থাকে। ফলে নিজের পরাজয় হলে রাজ্য, স্বাতন্ত্র এবং ঐশ্বর্যসুখ শত্রুর অধীনে চলে যায় এবং স্বয়ং পরাধীন হয়ে সরাইরক্ষকের টাট্টু এবং কুম্ভকারের গর্দভের ন্যায় শত্রুর বশীভূত হয়ে বহুবিধ দুঃখ প্রাপ্ত হয়।

সাত – যদি কেহ কাহাকেও বলে, ‘আমি তোমার উপবেশনের আসন বা নামের উপর পাথর চাপা দিচ্ছি’, তখন সে যেমন ক্রুদ্ধ হয়ে তাকে প্রহার করে অথবা কটু কথা বলে, সেরূপ যারা পরমেশ্বরের উপাসনা-স্থান, হৃদয় এবং নামের উপর পাষাণাদি মূর্তি স্থাপন করে, পরমেশ্বর সেই দুর্বুদ্ধিদের সর্বনাশ করবেন না কেন?

আট – লোকেরা উদ্ভ্রান্ত হয়ে মন্দিরে মন্দিরে, দেশ-দেশান্তরে ভ্রমণ করতে করতে কষ্টভোগ করে, ধর্ম, সংসার এবং পারমার্থিক কার্য নষ্ট করে, চোর প্রভৃতি দিয়ে উৎপীড়িত হয় এবং প্রতারকদের দিয়ে প্রতারিত হতে থাকে।

নয় – দুষ্টবুদ্ধি পূজারীদেরকে যে ধন দেওয়া হয়, তা তারা বেশ্যা বা পরস্ত্রীগমন, মদ্যপান, মাংসাহার এবং কলহ-বিবাদে ব্যয় করে। তাতে সুখের মূল নষ্ট হয়ে দুঃখ সৃষ্টি করে।

দশ – মাতাপিতা প্রমুখ মাননীয়দের অপমান এবং পাষাণাদি মূর্তির সম্মান করে মানুষ কৃতঘ্ন হয়ে পড়ে।

এগারো – যখন কেহ সেই মূর্তিগুলি ভেঙে ফেলে কিংবা চোর অপহরণ করে, তখন মূর্তিপূজক ‘হায়! হায়!’ করে কাঁদতে থাকে।

বারো – পূজারীরা পরস্ত্রী এবং পূজারিণীরা পরপুরুষদের সঙ্গবশতঃ প্রায়ই কলুষিত হয়ে দাম্পত্য প্রেমের আনন্দ লাভ থেকে বঞ্চিত হয়।

তেরো – প্রভু এবং ভৃত্যের মধ্যে যথোচিত আজ্ঞা পালন না হওয়াতে তারা পরস্পরের বিরুদ্ধভাবাপন্ন হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়।

চৌদ্দ – যারা জড়পদার্থের ধ্যান করে, তাদের আত্মাও জড়বুদ্ধি হয়। কারণ ধ্যেয়র জড়ত্ব-ধর্ম অন্তঃকরণ দিয়ে অবশ্য আত্মায় সঞ্চারিত হয়।

পনেরো – পরমেশ্বর জলবায়ুর দুর্গন্ধ নিবারণ এবং আরোগ্যের জন্য পুষ্পাদি সৃষ্টি করেছেন। কিন্তু পূজারিরা তা তুলে নষ্ট করে। কে জানে, এসব পুষ্পের সুগন্ধ আকাশে বিস্তৃত হয়ে কতদিন পর্যন্ত জলবায়ু শুদ্ধ করতো! পূর্ণ সুগন্ধ বিস্তৃত হওয়ার সময় পর্যন্ত এসবের সুগন্ধ থাকতো। পূজারিরা কিন্তু মাঝখানে তা নষ্ট করে দেয়। পুষ্পাদি কাঁদার সাথে মিশে, পচে বিপরীত দুর্গন্ধ সৃষ্টি করে। প্রস্তরের উপরে অর্পণ করার জন্যই কি পরমাত্মা পুষ্পাদি সুগন্ধদ্রব্য সৃষ্টি করেছেন?

ষোল – পাথরের উপর অর্পিত পুষ্প-চন্দন, আতপ প্রভৃতি জল ও মৃত্তিকার সাথে সংযুক্ত হয়ে ক্রমশঃ নর্দমা অথবা কুণ্ডের মধ্যে এসে পচে যাওয়ার পর, তাথেকে পুরীষ-গন্ধের মতো দুর্গন্ধ ছড়ায় এবং সহস্র জীব সেই নর্দমা অথবা কুণ্ডের মধ্যে পড়ে মরে পচতে থাকে।

মূর্তিপূজায় এরূপ অনেক দোষ আছে। তাই খড়কুটা-মাটি-পাথরের মূর্তিপূজা সজ্জন ব্যক্তিদের পক্ষে সকল প্রকারে পরিত্যজ্য। যারা মূর্তিপূজা করেছেন, করেন এবং করবেন, তারা পূর্বোক্ত দোষাবলি থেকে রক্ষা পান নাই, পাচ্ছেন না এবং পাবেনও না।

লেখক : ‘আর্যসমাজের’ প্রতিষ্ঠাতা

রচনাটি লেখকের ‘সত্যার্থ প্রকাশ’ গ্রন্থের বাংলা অনুবাদ থেকে সংকলিত। সংস্কৃতপ্রভাবিত সাধুরীতির বাংলা অনুবাদকে চলিত করা হয়েছে।

 13,943 total views,  21 views today


মন্তব্য (১১০ টি)

  • נערות ליווי בקיסריה বলেছেন, জবাব

    I was pretty pleased to discover this web site. I want to to thank you for your time for this fantastic read!! I definitely really liked every bit of it and I have you book marked to see new things on your web site.

    এপ্রিল ২০, ২০২৩, ৬:১৭ অপরাহ্ন
  • https://iloveroom.co.il/room/דירות-דיסקרטיות-בקריות/ বলেছেন, জবাব

    Good post. I learn something new and challenging on blogs I stumbleupon on a daily basis. Its always exciting to read content from other authors and use a little something from other web sites.

    মে ৮, ২০২৩, ৬:৪৭ অপরাহ্ন
  • Строительная чешуя বলেছেন, জবাব

    Wow, awesome blog format! How long have you been blogging for? you make blogging glance easy. The whole glance of your site is fantastic, let alonesmartly as the content!

    জুন ২৩, ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
  • vammebel.ru বলেছেন, জবাব

    Im not that much of a online reader to be honest but your blogs really nice, keep it up! I’ll go ahead and bookmark your site to come back later. Cheers

    জুন ২৬, ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন
  • spravki-kupit.ru বলেছেন, জবাব

    купить справку в москве

    জুন ২৭, ২০২৩, ১:১৫ পূর্বাহ্ন
  • Professor Smith বলেছেন, জবাব

    Good day very nice website!! Guy .. Beautiful .. Superb .. I will bookmark your website and take the feeds also? I am satisfied to seek out numerous useful information here in the publish, we’d like develop more strategies in this regard, thank you for sharing. . . . . .

    জুন ২৭, ২০২৩, ৮:২৭ অপরাহ্ন
  • купить диплом о высшем образовании гознак বলেছেন, জবাব

    Hi there, I enjoy reading all of your post. I like to write a little comment to support you.

    জুন ২৭, ২০২৩, ৯:৩১ অপরাহ্ন
  • купить чеки гостиницы спб বলেছেন, জবাব

    I am extremely impressed with your writing skills and also with the layout on your blog. Is this a paid theme or did you customize it yourself? Either way keep up the nice quality writing, it’s rare to see a nice blog like this one nowadays.

    জুলাই ৩, ২০২৩, ৮:০৪ অপরাহ্ন
  • чеки из гостиницы санкт петербурга বলেছেন, জবাব

    Hey There. I found your blog the use of msn. This is an extremely smartly written article. I will be sure to bookmark it and come back to read more of your useful information. Thank you for the post. I will definitely comeback.

    জুলাই ৪, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন
  • bezogoroda.ru বলেছেন, জবাব

    Hi, i feel that i saw you visited my website so i got here to go back the prefer?.I am trying to find things to improve my website!I assume its ok to use some of your concepts!!

    জুলাই ৫, ২০২৩, ৯:২৫ পূর্বাহ্ন
  • daachka.ru বলেছেন, জবাব

    It’s not my first time to visit this web site, i am visiting this site dailly and take pleasant data from here daily.

    জুলাই ৫, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ন
  • casino chips singapore বলেছেন, জবাব

    I’ve read several just right stuff here. Definitely worth bookmarking for revisiting. I wonder how much attempt you put to create this sort of magnificent informative site.

    জুলাই ৫, ২০২৩, ৮:৩০ অপরাহ্ন
  • daachka.ru বলেছেন, জবাব

    Helpful info. Fortunate me I found your site accidentally, and I am stunned why this coincidence did not came about in advance! I bookmarked it.

    জুলাই ৭, ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
  • nadachee.ru বলেছেন, জবাব

    No matter if some one searches for his required thing, so he/she needs to be available that in detail, so that thing is maintained over here.

    জুলাই ৮, ২০২৩, ৯:৫৯ অপরাহ্ন
  • easy buy fake residence permit বলেছেন, জবাব

    magnificent publish, very informative. I’m wondering why the other experts of this sector do not realize this. You should continue your writing. I am sure, you have a huge readers’ base already!

    জুলাই ১০, ২০২৩, ৮:২৮ অপরাহ্ন
  • магазин бисера минск বলেছেন, জবাব

    I used to be recommended this blog by means of my cousin. I am not sure whether this publish is written via him as no one else realize such detailed approximately my problem. You are wonderful! Thank you!

    জুলাই ১১, ২০২৩, ৬:২৫ অপরাহ্ন
  • daachka.ru বলেছেন, জবাব

    Keep this going please, great job!

    জুলাই ১২, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন
  • yes-dacha.ru বলেছেন, জবাব

    Appreciate the recommendation. Will try it out.

    জুলাই ১৩, ২০২৩, ৫:৫২ অপরাহ্ন
  • rem-dom-stroy.ru বলেছেন, জবাব

    I like the valuable information you supply on your articles. I will bookmark your weblog and test again here frequently. I am slightly certain I will be told lots of new stuff right here! Good luck for the following!

    জুলাই ১৪, ২০২৩, ৫:২৪ অপরাহ্ন
  • obshchestroy.ru বলেছেন, জবাব

    Ridiculous quest there. What occurred after? Thanks!

    জুলাই ১৬, ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ন
  • remont-master-info.ru বলেছেন, জবাব

    An impressive share! I have just forwarded this onto a colleague who had been doing a little research on this. And he in fact bought me lunch simply because I discovered it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending the time to discuss this issue here on your web page.

    জুলাই ১৭, ২০২৩, ২:৫০ অপরাহ্ন
  • аренда офиса в минском районе বলেছেন, জবাব

    Hi there, I found your website by means of Google even as searching for a similar topic, your site got here up, it seems to be good. I have bookmarked it in my google bookmarks.

    জুলাই ১৯, ২০২৩, ৯:১১ অপরাহ্ন
  • Juriidiline abi বলেছেন, জবাব

    If you are going for best contents like I do, only visit this site every day since it offers quality contents, thanks

    জুলাই ২১, ২০২৩, ২:১৬ পূর্বাহ্ন
  • Juristide konsultatsioon বলেছেন, জবাব

    I think this is one of the so much significant information for me. And i’m glad reading your article. However want to remark on few general things, The site taste is great, the articles is really excellent : D. Just right process, cheers

    জুলাই ২১, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
  • аренда ричтрака в минске বলেছেন, জবাব

    Hmm it seems like your website ate my first comment (it was extremely long) so I guess I’ll just sum it up what I had written and say, I’m thoroughly enjoying your blog. I as well am an aspiring blog blogger but I’m still new to the whole thing. Do you have any recommendations for beginner blog writers? I’d genuinely appreciate it.

    জুলাই ২২, ২০২৩, ২:০০ অপরাহ্ন
  • аренда ричтрака বলেছেন, জবাব

    I am regular reader, how are you everybody? This piece of writing posted at this web site is actually nice.

    জুলাই ২৪, ২০২৩, ১:৪০ পূর্বাহ্ন
  • аренда офиса минский район বলেছেন, জবাব

    Great goods from you, man. I’ve understand your stuff prior to and you’re simply too magnificent. I really like what you’ve got here, really like what you’re stating and the best way in which you are saying it. You are making it entertaining and you still take care of to stay it smart. I cant wait to read far more from you. This is actually a wonderful site.

    জুলাই ২৪, ২০২৩, ৩:৪১ অপরাহ্ন
  • просмотры в яппи বলেছেন, জবাব

    This is very interesting, You are a very skilled blogger. I have joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I have shared your web site in my social networks!

    জুলাই ২৫, ২০২৩, ২:০৫ পূর্বাহ্ন
  • накрутка яппи বলেছেন, জবাব

    I truly love your blog.. Pleasant colors & theme. Did you develop this site yourself? Please reply back as I’m hoping to create my own blog and want to know where you got this from or exactly what the theme is called. Many thanks!

    জুলাই ২৬, ২০২৩, ১:৫৪ পূর্বাহ্ন
  • накрутка подписчиков в яппи বলেছেন, জবাব

    Its like you read my mind! You seem to know so much about this, like you wrote the book in it or something. I think that you could do with some pics to drive the message home a bit, but other than that, this is magnificent blog. An excellent read. I’ll definitely be back.

    জুলাই ২৭, ২০২৩, ৯:১৭ অপরাহ্ন
  • накрутить просмотры яппи বলেছেন, জবাব

    You can definitely see your enthusiasm in the article you write. The world hopes for more passionate writers like you who aren’t afraid to mention how they believe. All the time go after your heart.

    জুলাই ২৯, ২০২৩, ১:১১ পূর্বাহ্ন
  • smartremstroy.ru বলেছেন, জবাব

    If you want to increase your experience only keep visiting this site and be updated with the latest gossip posted here.

    আগস্ট ১, ২০২৩, ৬:৫২ পূর্বাহ্ন
  • delaremontnika.ru বলেছেন, জবাব

    Thank you a bunch for sharing this with all people you really realize what you are talking approximately! Bookmarked. Please also talk over with my site =). We may have a link trade contract among us

    আগস্ট ৩, ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন
  • daachnik.ru বলেছেন, জবাব

    all the time i used to read smaller articles which also clear their motive, and that is also happening with this piece of writing which I am reading at this place.

    আগস্ট ৪, ২০২৩, ১:০৮ পূর্বাহ্ন
  • перетяжка мягкой мебели в Новосибирске বলেছেন, জবাব

    Having read this I thought it was extremely informative. I appreciate you taking the time and effort to put this article together. I once again find myself spending a significant amount of time both reading and commenting. But so what, it was still worth it!

    আগস্ট ৫, ২০২৩, ৯:৩৮ পূর্বাহ্ন
  • гостиничные чеки купить в москве বলেছেন, জবাব

    Hey outstanding blog! Does running a blog similar to this take a massive amount work? I have very little knowledge of computer programming but I was hoping to start my own blog soon. Anyways, if you have any recommendations or tips for new blog owners please share. I know this is off topic nevertheless I just needed to ask. Thanks!

    আগস্ট ৬, ২০২৩, ৪:২৭ পূর্বাহ্ন
  • daachkaru বলেছেন, জবাব

    If some one wants to be updated with latest technologies then he must be go to see this site and be up to date every day.

    আগস্ট ৭, ২০২৩, ৭:১০ অপরাহ্ন
  • doge xvideo বলেছেন, জবাব

    Every weekend i used to visit this website, as i want enjoyment, since this this website conations really good funny information too.

    আগস্ট ৮, ২০২৩, ২:১০ পূর্বাহ্ন
  • glavsadovnik.ru বলেছেন, জবাব

    My coder is trying to persuade me to move to .net from PHP. I have always disliked the idea because of the expenses. But he’s tryiong none the less. I’ve been using Movable-type on several websites for about a year and am worried about switching to another platform. I have heard great things about blogengine.net. Is there a way I can transfer all my wordpress content into it? Any kind of help would be really appreciated!

    আগস্ট ১০, ২০২৩, ৩:০২ অপরাহ্ন
  • myinfodacha.ru বলেছেন, জবাব

    Very nice post. I certainly love this website. Keep it up!

    আগস্ট ১১, ২০২৩, ১:৪৭ পূর্বাহ্ন
  • продвижение в гугле বলেছেন, জবাব

    I will right away grasp your rss as I can not in finding your email subscription link or newsletter service. Do you have any? Please allow me recognize so that I may subscribe. Thanks.

    আগস্ট ১২, ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন
  • sadounik.ru বলেছেন, জবাব

    The other day, while I was at work, my sister stole my iphone and tested to see if it can survive a forty foot drop, just so she can be a youtube sensation. My iPad is now broken and she has 83 views. I know this is completely off topic but I had to share it with someone!

    আগস্ট ১২, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ন
  • daachka.ru বলেছেন, জবাব

    Highly energetic blog, I enjoyed that a lot. Will there be a part 2?

    আগস্ট ১৭, ২০২৩, ৪:৫৬ পূর্বাহ্ন
  • частный эромассаж в Москве বলেছেন, জবাব

    Правильный мужской эромассаж Москва в спа салоне

    আগস্ট ১৭, ২০২৩, ৭:৩১ পূর্বাহ্ন
  • www animal xxnx com বলেছেন, জবাব

    Appreciating the dedication you put into your site and in depth information you present. It’s great to come across a blog every once in a while that isn’t the same unwanted rehashed material. Fantastic read! I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.

    আগস্ট ১৮, ২০২৩, ৬:২৫ অপরাহ্ন
  • мастер по ремонту пластиковых окон বলেছেন, জবাব

    Great post.

    আগস্ট ২১, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ন
  • фитнес тренер обучение বলেছেন, জবাব

    Hello! I could have sworn I’ve been to this website before but after browsing through a few of the posts I realized it’s new to me. Nonetheless, I’m definitely pleased I came across it and I’ll be bookmarking it and checking back regularly!

    আগস্ট ২৩, ২০২৩, ৩:১২ পূর্বাহ্ন
  • фитнес тренер обучение বলেছেন, জবাব

    Thank you for sharing your info. I truly appreciate your efforts and I am waiting for your next post thank you once again.

    আগস্ট ২৩, ২০২৩, ৯:৩১ পূর্বাহ্ন
  • doggy ka sex বলেছেন, জবাব

    I believe what you postedwrotesaidbelieve what you postedwrotebelieve what you postedwrotebelieve what you postedwroteWhat you postedtyped was very logicala ton of sense. But, what about this?consider this, what if you were to write a killer headlinetitle?content?wrote a catchier title? I ain’t saying your content isn’t good.ain’t saying your content isn’t gooddon’t want to tell you how to run your blog, but what if you added a titlesomethingheadlinetitle that grabbed people’s attention?maybe get a person’s attention?want more? I mean %BLOG_TITLE% is a little vanilla. You ought to look at Yahoo’s home page and watch how they createwrite news headlines to get viewers interested. You might add a related video or a related pic or two to get readers interested about what you’ve written. Just my opinion, it might bring your postsblog a little livelier.

    আগস্ট ২৫, ২০২৩, ৩:৫৮ অপরাহ্ন
  • daachka.ru বলেছেন, জবাব

    When I originally commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time a comment is added I get three emails with the same comment. Is there any way you can remove me from that service? Bless you!

    আগস্ট ২৬, ২০২৩, ১:৫৭ অপরাহ্ন
  • animal gril xxx বলেছেন, জবাব

    I got this site from my pal who informed me regarding this site and now this time I am visiting this web site and reading very informative posts at this place.

    আগস্ট ২৭, ২০২৩, ১:৩৯ অপরাহ্ন
  • xx kutta wala বলেছেন, জবাব

    Greetings! This is my first visit to your blog! We are a group of volunteers and starting a new initiative in a community in the same niche. Your blog provided us useful information to work on. You have done a marvellous job!

    আগস্ট ২৭, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ন
  • xxx animal porn movies বলেছেন, জবাব

    Hello there! Do you know if they make any plugins to help with SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good results. If you know of any please share. Cheers!

    আগস্ট ২৭, ২০২৩, ১০:২৪ অপরাহ্ন
  • dog x vidos বলেছেন, জবাব

    Hi there! Do you use Twitter? I’d like to follow you if that would be ok. I’m undoubtedly enjoying your blog and look forward to new updates.

    আগস্ট ২৮, ২০২৩, ২:৩৬ পূর্বাহ্ন
  • bezogoroda.ru বলেছেন, জবাব

    This piece of writing provides clear idea for the new users of blogging, that truly how to do blogging and site-building.

    আগস্ট ২৯, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
  • чистка диванов жодино বলেছেন, জবাব

    We are a group of volunteers and starting a new scheme in our community. Your web site provided us with valuable information to work on. You have done an impressive job and our whole community will be grateful to you.

    সেপ্টেম্বর ২, ২০২৩, ৬:৫৭ পূর্বাহ্ন
  • химчистка дивана в борисове বলেছেন, জবাব

    Keep on working, great job!

    সেপ্টেম্বর ২, ২০২৩, ১০:০০ পূর্বাহ্ন
  • sadovoe-tut.ru বলেছেন, জবাব

    Hello there! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and tell you I truly enjoy reading through your articles. Can you suggest any other blogs/websites/forums that go over the same subjects? Thank you so much!

    সেপ্টেম্বর ৭, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন
  • agrosadovnik.ru বলেছেন, জবাব

    Ahaa, its good conversation about this post here at this website, I have read all that, so now me also commenting here.

    সেপ্টেম্বর ৭, ২০২৩, ১:০০ অপরাহ্ন
  • чек на проживание в гостинице купить বলেছেন, জবাব

    Hi, i read your blog occasionally and i own a similar one and i was just wondering if you get a lot of spam comments? If so how do you prevent it, any plugin or anything you can suggest? I get so much lately it’s driving me mad so any help is very much appreciated.

    সেপ্টেম্বর ১০, ২০২৩, ৯:৩৪ অপরাহ্ন
  • гостиничные чеки купить в москве বলেছেন, জবাব

    Hey there are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you need any coding knowledge to make your own blog? Any help would be greatly appreciated!

    সেপ্টেম্বর ১১, ২০২৩, ৬:২১ অপরাহ্ন
  • сделать чек на гостиницу বলেছেন, জবাব

    Thank you for sharing your info. I truly appreciate your efforts and I am waiting for your next post thank you once again.

    সেপ্টেম্বর ১২, ২০২৩, ৬:৪০ পূর্বাহ্ন
  • ogorodkino.ru বলেছেন, জবাব

    Heya i’m for the primary time here. I came across this board and I find It truly useful & it helped me out a lot. I am hoping to provide something back and help others like you helped me.

    সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৬:০০ অপরাহ্ন
  • сделать чек на гостиницу বলেছেন, জবাব

    If you wish for to improve your familiarity simply keep visiting this site and be updated with the latest news posted here.

    সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৩:৩৩ পূর্বাহ্ন
  • indexation site বলেছেন, জবাব

    Hi to all, the contents present at this site are truly remarkable for people experience, well, keep up the nice work fellows.

    সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন
  • чеки на гостиницу в москве বলেছেন, জবাব

    Hurrah! At last I got a blog from where I know how to actually get helpful information regarding my study and knowledge.

    সেপ্টেম্বর ২০, ২০২৩, ৮:৩০ পূর্বাহ্ন
  • где можно сделать чеки на гостиницу বলেছেন, জবাব

    There is definately a lot to know about this subject. I love all the points you’ve made.

    সেপ্টেম্বর ২১, ২০২৩, ৩:৩৪ পূর্বাহ্ন
  • infoda4nik.ru বলেছেন, জবাব

    I blog quite often and I genuinely appreciate your content. This great article has really peaked my interest. I am going to book mark your website and keep checking for new information about once a week. I subscribed to your RSS feed as well.

    সেপ্টেম্বর ২১, ২০২৩, ৭:০৯ পূর্বাহ্ন
  • Доставка алкоголя Екатеринбург 24 часа বলেছেন, জবাব

    Ahaa, its pleasant discussion about this article here at this weblog, I have read all that, so now me also commenting here.

    সেপ্টেম্বর ২২, ২০২৩, ৭:৫৩ পূর্বাহ্ন
  • Доставка алкоголя Екатеринбург বলেছেন, জবাব

    Hello there, just became aware of your blog through Google, and found that it is really informative. I’m gonna watch out for brussels. I will appreciate if you continue this in future. Lots of people will be benefited from your writing. Cheers!

    সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৭:১৭ পূর্বাহ্ন
  • гостиничные чеки বলেছেন, জবাব

    Nice post. I learn something new and challenging on sites I stumbleupon every day. It will always be helpful to read content from other writers and practice a little something from their websites.

    সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৬:৪৯ পূর্বাহ্ন
  • купить чеки на гостиницу в москве বলেছেন, জবাব

    Hey there! Do you know if they make any plugins to protect against hackers? I’m kinda paranoid about losing everything I’ve worked hard on. Any suggestions?

    সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ন
  • снять квартиру на сутки в Минске বলেছেন, জবাব

    I was wondering if you ever considered changing the page layout of your site? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having one or two images. Maybe you could space it out better?

    সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন
  • חשפניות বলেছেন, জবাব

    There is definately a lot to learn about this topic. I like all the points you’ve made.

    সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১২:১৮ অপরাহ্ন
  • חשפניות বলেছেন, জবাব

    Good write-up. I definitely love this website. Keep writing!

    সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
  • sphynx kitten price বলেছেন, জবাব

    Hello! Do you use Twitter? I’d like to follow you if that would be ok. I’m undoubtedly enjoying your blog and look forward to new updates.

    সেপ্টেম্বর ২৯, ২০২৩, ২:৫৩ অপরাহ্ন
  • sphynx cats for sale বলেছেন, জবাব

    Does your website have a contact page? I’m having a tough time locating it but, I’d like to send you an e-mail. I’ve got some suggestions for your blog you might be interested in hearing. Either way, great site and I look forward to seeing it expand over time.

    সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন
  • חשפניות বলেছেন, জবাব

    I don’t know if it’s just me or if everyone else experiencing problems with your blog. It appears like some of the text on your posts are running off the screen. Can someone else please comment and let me know if this is happening to them too? This could be a problem with my web browser because I’ve had this happen before. Thanks

    সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৫:৫৬ অপরাহ্ন
  • חשפניות বলেছেন, জবাব

    I was able to find good information from your blog articles.

    অক্টোবর ১, ২০২৩, ২:৩৮ অপরাহ্ন
  • חשפניות বলেছেন, জবাব

    If some one desires expert view regarding blogging after that i suggest him/her to go to see this weblog, Keep up the pleasant job.

    অক্টোবর ৩, ২০২৩, ৫:২৫ অপরাহ্ন
  • купить гостиничный чек в москве বলেছেন, জবাব

    This is a topic that is close to my heart… Take care! Where are your contact details though?

    অক্টোবর ৪, ২০২৩, ৯:২৪ পূর্বাহ্ন
  • механизированная штукатурка в москве বলেছেন, জবাব

    I’ve been exploring for a little for any high-quality articles or blog posts in this kind of space . Exploring in Yahoo I finally stumbled upon this web site. Reading this info So i’m glad to express that I have a very good uncanny feeling I found out exactly what I needed. I so much certainly will make certain to don?t disregard this site and give it a look on a continuing basis.

    অক্টোবর ৫, ২০২৩, ৫:০০ পূর্বাহ্ন
  • Онлайн казино বলেছেন, জবাব

    Онлайн казино радует своих посетителей более чем двумя тысячами увлекательных игр от ведущих разработчиков.

    অক্টোবর ৫, ২০২৩, ৬:৫৮ পূর্বাহ্ন
  • механизированная штукатурка в москве বলেছেন, জবাব

    Hi, Neat post. There is a problem with your site in internet explorer, could check this? IE still is the marketplace leader and a big part of folks will omit your great writing due to this problem.

    অক্টোবর ৫, ২০২৩, ১:২৪ অপরাহ্ন
  • cash loans near me বলেছেন, জবাব

    Nice post. I learn something new and challenging on blogs I stumbleupon everyday. It will always be helpful to read content from other writers and practice a little something from their websites.

    অক্টোবর ৭, ২০২৩, ১১:১৯ অপরাহ্ন
  • online television বলেছেন, জবাব

    First off I want to say fantastic blog! I had a quick question that I’d like to ask if you don’t mind. I was curious to know how you center yourself and clear your thoughts before writing. I have had trouble clearing my mind in getting my thoughts out. I do enjoy writing but it just seems like the first 10 to 15 minutes are generally wasted just trying to figure out how to begin. Any suggestions or tips? Appreciate it!

    অক্টোবর ৯, ২০২৩, ৯:৪২ অপরাহ্ন
  • online television বলেছেন, জবাব

    Heya! I’m at work browsing your blog from my new iphone! Just wanted to say I love reading your blog and look forward to all your posts! Keep up the great work!

    অক্টোবর ১১, ২০২৩, ৩:০২ অপরাহ্ন
  • где можно сделать чеки на гостиницу বলেছেন, জবাব

    It’s going to be finish of mine day, except before finish I am reading this enormous piece of writing to increase my experience.

    অক্টোবর ১৩, ২০২৩, ৫:৪০ পূর্বাহ্ন
  • гостиничные чеки купить в москве বলেছেন, জবাব

    If you wish for to take a great deal from this piece of writing then you have to apply such techniques to your won blog.

    অক্টোবর ১৬, ২০২৩, ৮:১৮ পূর্বাহ্ন
  • купить гостиничный чек в москве বলেছেন, জবাব

    Hi, i think that i saw you visited my website so i came to return the favor.I am trying to find things to improve my website!I suppose its ok to use some of your ideas!!

    অক্টোবর ১৭, ২০২৩, ৫:৫৩ পূর্বাহ্ন
  • online television বলেছেন, জবাব

    Wonderful goods from you, man. I’ve be mindful your stuff prior to and you’re simply too great. I really like what you’ve received here, really like what you’re stating and the best way through which you assert it. You are making it entertaining and you still take care of to stay it sensible. I cant wait to read far more from you. This is actually a terrific site.

    অক্টোবর ১৮, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন
  • стяжка пола м2 বলেছেন, জবাব

    Ищете надежного подрядчика для устройства стяжки пола в Москве? Обратитесь к нам на сайт styazhka-pola24.ru! Мы предлагаем услуги по залитию стяжки пола любой сложности и площади, а также гарантируем высокое качество работ.

    অক্টোবর ২৩, ২০২৩, ৬:০৩ অপরাহ্ন
  • snabzhenie-obektov.ru বলেছেন, জবাব

    строительное снабжение

    অক্টোবর ২৫, ২০২৩, ৫:২৬ পূর্বাহ্ন
  • гостиница с отчетными документами বলেছেন, জবাব

    Hi there, I want to subscribe for this weblog to take newest updates, thus where can i do it please help.

    অক্টোবর ২৬, ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন
  • машинная штукатурка বলেছেন, জবাব

    Более качественной и быстрой услуги, чем механизированная штукатурка стен, вы не найдете. Специалисты с сайта mehanizirovannaya-shtukaturka-moscow.ru вам в этом помогут.

    অক্টোবর ২৭, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
  • сделать гостиничный чек বলেছেন, জবাব

    Hi, this weekend is nice for me, since this occasion i am reading this impressive informative article here at my home.

    অক্টোবর ৩০, ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন
  • гостиничные чеки купить বলেছেন, জবাব

    Excellent post. I was checking continuously this blog and I am impressed! Very useful information particularly the last part 🙂 I care for such info a lot. I was seeking this particular info for a long time. Thank you and good luck.

    নভেম্বর ১, ২০২৩, ৭:০৩ অপরাহ্ন
  • Заказать SEO продвижение বলেছেন, জবাব

    Hey there are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you need any coding knowledge to make your own blog? Any help would be greatly appreciated!

    নভেম্বর ৩, ২০২৩, ৯:১৯ পূর্বাহ্ন
  • Заказать SEO продвижение বলেছেন, জবাব

    Your method of explaining everything in this piece of writing is actually nice, all can without difficulty know it, Thanks a lot.

    নভেম্বর ৩, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ন
  • черный лом ростов বলেছেন, জবাব

    I read this article fully regarding the resemblance of most recent and previous technologies, it’s awesome article.

    নভেম্বর ৪, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন
  • bitokvesnuhin বলেছেন, জবাব

    Хотите обновить свой дом с минимальными усилиями? Штукатурка по маякам стен – это то, что вам нужно. Обратитесь к профессионалам с mehanizirovannaya-shtukaturka-moscow.ru

    নভেম্বর ৬, ২০২৩, ৮:২২ অপরাহ্ন
  • краска для одежды বলেছেন, জবাব

    What’s up, after reading this remarkable piece of writing i am also cheerful to share my knowledge here with friends.

    নভেম্বর ৯, ২০২৩, ৮:২৩ অপরাহ্ন
  • autocad বলেছেন, জবাব

    This is a great tip especially to those new to the blogosphere. Brief but very accurate information Thank you for sharing this one. A must read article!

    নভেম্বর ১১, ২০২৩, ৬:৪৩ পূর্বাহ্ন
  • https://crazysale.marketing/ বলেছেন, জবাব

    This is very fascinating, You are an excessively professional blogger. I have joined your feed and look ahead to in search of more of your fantastic post. Also, I have shared your web site in my social networks

    নভেম্বর ১৬, ২০২৩, ১০:২৪ অপরাহ্ন
  • glavdachnik.ru বলেছেন, জবাব

    It’s going to be end of mine day, but before end I am reading this wonderful article to increase my knowledge.

    নভেম্বর ১৭, ২০২৩, ২:৩২ অপরাহ্ন
  • лечение алкоголизма анонимно в москве বলেছেন, জবাব

    Highly energetic article, I liked that a lot. Will there be a part 2?

    নভেম্বর ১৭, ২০২৩, ৮:১০ অপরাহ্ন
  • ремонт сантехники краснодар বলেছেন, জবাব

    Ridiculous quest there. What occurred after? Thanks!

    নভেম্বর ২৫, ২০২৩, ১১:০৩ অপরাহ্ন
  • автозапчасти телефон বলেছেন, জবাব

    This article will help the internet viewers for building up new webpage or even a blog from start to end.

    নভেম্বর ২৬, ২০২৩, ৯:২৯ অপরাহ্ন
  • купить ковер 3 4 বলেছেন, জবাব

    Quality articles or reviews is the important to invite the users to pay a visit the site, that’s what this site is providing.

    নভেম্বর ২৭, ২০২৩, ৭:৫৫ পূর্বাহ্ন
  • seo агенция বলেছেন, জবাব

    Pretty! This was a really wonderful post. Thank you for providing this information.

    নভেম্বর ২৯, ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না